ETV Bharat / bharat

অর্থনীতিকে চাঙ্গা করতে ঢালাও প্রকল্প কেন্দ্রের - কর্পোরেট কর

চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর মাসের অর্থনৈতিক উন্নতির হার ছিল 4.5 শতাংশ ৷ কর্পোরেট কর কমানো থেকে শুরু করে কেন্দ্রের আওতাধীন একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণ ৷ অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ তবুও অর্থনীতির একাধিক সূচক ইঙ্গিত দিচ্ছে দুর্বল দেশীয় অর্থনীতির ৷ এবার অর্থনীতিকে চাঙ্গা করতে ঢালাও প্রকল্প আনতে চলেছে কেন্দ্র ৷ ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই কমপক্ষে 10 টি নতুন প্রকল্পের কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে ৷

indian economy
নির্মলা সীতারমন
author img

By

Published : Dec 1, 2019, 6:25 PM IST

দিল্লি, 1 ডিসেম্বর : চলতি মাসেই একাধিক পরিকাঠামোগত প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ অর্থনৈতিক উন্নয়নকল্পে আগামী পাঁচ বছরে একশো লক্ষ টাকার বিনিয়োগ খাতের অঙ্গ হিসেবে এই প্রকল্পগুলি গ্রহণ করা হচ্ছে ৷ নতুন এই পরিকাঠামোগত প্রকল্পগুলি দেশের অর্থনীতিতে গতি আনতে সাহায্য করবে বলেই মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর মাসের অর্থনৈতিক উন্নতির হার ছিল 4.5 শতাংশ ৷ সাম্প্রতিক ইতিহাসে 2013 সাল থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে মন্থর অর্থনৈতিক বৃদ্ধি ৷ এই মন্থর বৃদ্ধির হারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উপর যত দ্রুত সম্ভব অর্থনৈতিক সংস্কারের দিকে এগোতে চাপ বাড়াচ্ছিল ৷

মুম্বইয়ে আয়োজিত এক বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "এই পরিকাঠামোগত সংস্কারের প্রকল্পগুলির উপর নজরদারির জন্য একদল আধিকারিককে নিয়োগ করা হয়েছে, যাতে প্রকল্পের জন্য টাকা আসলে কাজ শুরু হতে আর দেরি না হয় ৷" তিনি আরও বলেন, "প্রকল্পগুলির জন্য প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে ৷ ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আমরা কমপক্ষে 10 টি নতুন প্রকল্পের কাজ শুরু করব ৷ "

2014 সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মোদি অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি বিনিয়োগে গতি আনার আশ্বাস দিয়েছিলেন ৷ তবে এখনও পর্যন্ত যথাযথ পরিকাঠামোগত সংস্কারের অভাবে সেই আশ্বাস আশ্বাসই রয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : গ্রামীণ অর্থনীতির উন্নতিই অর্থনৈতিক বৃদ্ধির চাবিকাঠি

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র নজর দিয়েছে দেশীয় অর্থনীতিতে গতি আনার দিকে ৷ কর্পোরেট কর কমানো থেকে শুরু করে কেন্দ্রের আওতাধীন একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণ ৷ অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ তবুও অর্থনীতির একাধিক সূচক ইঙ্গিত দিচ্ছে দুর্বল দেশীয় অর্থনীতির ৷ অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন এই মন্থর ও ধুঁকতে থাকা অর্থনীতি আরও দু' বছর স্থায়ী হবে ৷

দিল্লি, 1 ডিসেম্বর : চলতি মাসেই একাধিক পরিকাঠামোগত প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ অর্থনৈতিক উন্নয়নকল্পে আগামী পাঁচ বছরে একশো লক্ষ টাকার বিনিয়োগ খাতের অঙ্গ হিসেবে এই প্রকল্পগুলি গ্রহণ করা হচ্ছে ৷ নতুন এই পরিকাঠামোগত প্রকল্পগুলি দেশের অর্থনীতিতে গতি আনতে সাহায্য করবে বলেই মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর মাসের অর্থনৈতিক উন্নতির হার ছিল 4.5 শতাংশ ৷ সাম্প্রতিক ইতিহাসে 2013 সাল থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে মন্থর অর্থনৈতিক বৃদ্ধি ৷ এই মন্থর বৃদ্ধির হারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উপর যত দ্রুত সম্ভব অর্থনৈতিক সংস্কারের দিকে এগোতে চাপ বাড়াচ্ছিল ৷

মুম্বইয়ে আয়োজিত এক বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "এই পরিকাঠামোগত সংস্কারের প্রকল্পগুলির উপর নজরদারির জন্য একদল আধিকারিককে নিয়োগ করা হয়েছে, যাতে প্রকল্পের জন্য টাকা আসলে কাজ শুরু হতে আর দেরি না হয় ৷" তিনি আরও বলেন, "প্রকল্পগুলির জন্য প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে ৷ ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আমরা কমপক্ষে 10 টি নতুন প্রকল্পের কাজ শুরু করব ৷ "

2014 সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মোদি অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি বিনিয়োগে গতি আনার আশ্বাস দিয়েছিলেন ৷ তবে এখনও পর্যন্ত যথাযথ পরিকাঠামোগত সংস্কারের অভাবে সেই আশ্বাস আশ্বাসই রয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : গ্রামীণ অর্থনীতির উন্নতিই অর্থনৈতিক বৃদ্ধির চাবিকাঠি

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র নজর দিয়েছে দেশীয় অর্থনীতিতে গতি আনার দিকে ৷ কর্পোরেট কর কমানো থেকে শুরু করে কেন্দ্রের আওতাধীন একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণ ৷ অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ তবুও অর্থনীতির একাধিক সূচক ইঙ্গিত দিচ্ছে দুর্বল দেশীয় অর্থনীতির ৷ অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন এই মন্থর ও ধুঁকতে থাকা অর্থনীতি আরও দু' বছর স্থায়ী হবে ৷

New Delhi, Dec 01 (ANI): The Border Security Force (BSF) celebrated its 55th Raising Day. Minister of State of Home Affairs Nityanand Rai attended the 55th Raising Day of Border Security Force (BSF) on Dec 01. Speaking at the event, he said that DDA to provide 1 BHK flats on affordable rates to wives of those who've lost their lives on duty. "Delhi Development Authority to provide 1 BHK flats on affordable rates to wives of those who've won gallantry award or who've lost their lives on duty. Under Paramilitary Salary Package Scheme, personal accident insurance amount increased to Rs 30 Lakhs," said Nityanand Rai
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.