ETV Bharat / bharat

সীমান্তে গুলি পাকিস্তানি সেনার, শহিদ 2 জওয়ান

author img

By

Published : Oct 20, 2019, 10:31 AM IST

Updated : Oct 20, 2019, 1:37 PM IST

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় সীমান্তের কাছে গুলি চালায় পাকিস্তান ৷ ঘটনায় দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও জখম আরও তিনজন ৷

ফাইল ছবি

শ্রীনগর, 20 অক্টোবর : সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানি সেনা ৷ ঘটনায় দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও জখম আরও তিনজন ৷

কুপওয়ারার তাংধর সেক্টরের ঘটনা ৷ দু'টি স্থানীয় বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাকিস্তানি সেনাকে পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা ৷ গত সপ্তাহেও পাকিস্তানি সেনার গুলিতে বারামুল্লা ও রাজৌরিতে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান ৷

জুলাইয়ে 296 বার, অগাস্টে 307 বার এবং সেপ্টেম্বরে 292 বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান প্রায় 2050 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷

শ্রীনগর, 20 অক্টোবর : সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানি সেনা ৷ ঘটনায় দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও জখম আরও তিনজন ৷

কুপওয়ারার তাংধর সেক্টরের ঘটনা ৷ দু'টি স্থানীয় বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাকিস্তানি সেনাকে পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা ৷ গত সপ্তাহেও পাকিস্তানি সেনার গুলিতে বারামুল্লা ও রাজৌরিতে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান ৷

জুলাইয়ে 296 বার, অগাস্টে 307 বার এবং সেপ্টেম্বরে 292 বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান প্রায় 2050 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷

Kannauj (UP), Oct 20 (ANI): Uttar Pradesh Police detained 4 men who are from Jammu and Kashmir for questioning. However, they claimed themselves office bearers of a mosque. "Four Kashmiris have been detained, they claim that they are from Poonch district and that they were here to collect funds for a Madarsa. They are being interrogated. Intelligence agencies are investigating the matter further as to what was their purpose," said Kannauj's ASP Vinod Kumar.

Last Updated : Oct 20, 2019, 1:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.