দিল্লি, 13 জুলাই : আজ ক্লাস টুয়েলভের ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ৷ ছাত্রছাত্রীরা অনলাইন ও অফলাইন উভয়ভাবেই জানতে পারবে ফল ৷
যে সমস্ত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে, সেগুলি হল-
- cbse.nic.in
- www.results.nic.in
- www.cbseresults.nic.in
ফলপ্রকাশের কিছু সময় পরই ক্র্যাশ করে যায় বোর্ডের ওয়েবসাইট ৷ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়, বোর্ড ফলগুলি দেশের সমস্ত স্কুলে পাঠিয়ে দিয়েছে ৷ ছাত্রছাত্রীরা তাদের নম্বর জানার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে ৷