ETV Bharat / bharat

500-তে 499, CBSE-র ক্লাস টেন পরীক্ষায় প্রথম স্থানে 13 - CBSE Topper

আজ 2019 সালের CBSE বোর্ডের ক্লাস টেনের রেজ়াল্ট প্রকাশ হল । পাশের হার 91.1% ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 6, 2019, 5:24 PM IST

Updated : May 6, 2019, 7:38 PM IST

দিল্লি, 6 মে : CBSE বোর্ডের ক্লাস টেনের রেজ়াল্ট প্রকাশ হল । সারা ভারতের মধ্যে প্রথম হয়েছে মোট 13 জন। 500-র মধ্যে তারা 499 নম্বর পেয়েছে। 24 জন ছাত্রছাত্রী 500-র মধ্যে 498 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি টুইট করে বলেন, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তিনি গর্বিত । ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা ও মা-বাবাকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।

CBSE ক্লাস টেনে এই বছর পাশের হার 91.1% । পাশের হারে দেশের মধ্যে ত্রিবন্দ্রম (99.85%), চেন্নাই (99%) ও আজমের (95.89%) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

দিল্লি, 6 মে : CBSE বোর্ডের ক্লাস টেনের রেজ়াল্ট প্রকাশ হল । সারা ভারতের মধ্যে প্রথম হয়েছে মোট 13 জন। 500-র মধ্যে তারা 499 নম্বর পেয়েছে। 24 জন ছাত্রছাত্রী 500-র মধ্যে 498 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি টুইট করে বলেন, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তিনি গর্বিত । ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা ও মা-বাবাকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।

CBSE ক্লাস টেনে এই বছর পাশের হার 91.1% । পাশের হারে দেশের মধ্যে ত্রিবন্দ্রম (99.85%), চেন্নাই (99%) ও আজমের (95.89%) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

Mumbai, May 06 (ANI): Indian Navy's fourth stealth Scorpene class Submarine Vela of Project 75 has been launched on Monday at the Kanhoji Angre Wet Basin of Mazagon Dock Limited (MDL) in Mumbai. Post the launch, the submarine is set to commence sea trials. The submarines are being built at Mazagon Dock Limited, with the main collaborator being M/S Naval group, France. Secretary (Defence Production) Ajay Kumar was the chief guest for the launch ceremony ad Veena Ajay Kumar was the lady dignitary who performed the ceremony. The steel cutting of this submarine commenced in July 2009. The submarine has completed joining of all its section. It would be using indigenous developed batteries by M/S Exide, India.
Last Updated : May 6, 2019, 7:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.