দিল্লি, 6 মে : CBSE বোর্ডের ক্লাস টেনের রেজ়াল্ট প্রকাশ হল । সারা ভারতের মধ্যে প্রথম হয়েছে মোট 13 জন। 500-র মধ্যে তারা 499 নম্বর পেয়েছে। 24 জন ছাত্রছাত্রী 500-র মধ্যে 498 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি টুইট করে বলেন, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তিনি গর্বিত । ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা ও মা-বাবাকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।
CBSE ক্লাস টেনে এই বছর পাশের হার 91.1% । পাশের হারে দেশের মধ্যে ত্রিবন্দ্রম (99.85%), চেন্নাই (99%) ও আজমের (95.89%) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।