দিল্লি, 18 মে: কোরোনা সংক্রমণের জেরে স্থগিত হয়েছিল পরীক্ষা ৷ অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ৷ অবশেষে বাকি পরীক্ষাগুলির দিনক্ষণ ঘোষণা করল CBSE বোর্ড ।
লকডাউনের চতুর্থ দফাতেও বন্ধ থাকবে সব স্কুল-কলেজ ৷ তবে দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল তা 1 জুলাই থেকে ফের শুরু হবে ৷ পরীক্ষা চলবে 15 জুলাই পর্যন্ত ৷ কিন্তু পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়াদের কিছু বিধিনিষেধ মানতে হবে ৷ পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে স্যানিটাইজ়ার । পরতে হবে মাস্কও ৷ পরীক্ষা হলে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব ৷
CBSE-র পরীক্ষা নিয়ামক জানান, ‘‘পড়ুয়া যে অসুস্থ নয় তার প্রমাণ দিতে হবে অভিভাবকদের ৷ পরীক্ষার্থীদের সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে ৷ CBSE-র তালিকা অনুযায়ী 1 জুলাই থেকে পরীক্ষা শুরু হবে ৷ প্রথম দিন হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা ৷ পরদিন হবে বিজ্ঞানের পরীক্ষা ৷ 10 জুলাই দশম ও দ্বাদশ শ্রেণির হিন্দি এবং 15 জুলাইয়ে ইংরাজি পরীক্ষা হবে ৷’’
দ্বাদশ শ্রেণির হোম সায়েন্সের পরীক্ষা হবে 1 জুলাই ৷ পরদিন হবে হিন্দি পরীক্ষা ৷ বাণিজ্য বিজ্ঞানের পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে 9 জুলাই ৷ পরদিন হবে বায়োটেকনোলজির পরীক্ষা ৷ ভূগোল পরীক্ষা হবে 11 জুলাই ৷