ETV Bharat / bharat

আজ ফের জেরা, CBI দপ্তরে রাজীব কুমার

আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য শিলঙে CBI দপ্তরে পৌঁছে গেছেন রাজীব কুমার।

রাজীব কুমার
author img

By

Published : Feb 12, 2019, 12:15 PM IST

শিলং, ১২ ফেব্রুয়ারি : আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। শিলঙে CBI দপ্তরে পৌঁছে গেছেন তিনি। এই নিয়ে শনিবার থেকে টানা চারদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিটফান্ড তদন্তে CBI-কে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় CBI-র মুখোমুখি হতে বলে। তারপর শনিবার থেকে শিলঙে CBI-র দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব কুমারকে।

সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার ও গতকাল রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেয় CBI। আজ বিকেলে কলকাতা ফিরে আসছেন তিনি।

তবে রাজীব কুমারকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। সেজন্য আজও তাঁকে CBI দপ্তরে ডেকে পাঠানো হয়। সেইমতো সকালে CBI দপ্তরে পৌঁছে গেছেন তিনি। আজ জিজ্ঞাসাবাদের পর তাঁকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।

শিলং, ১২ ফেব্রুয়ারি : আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। শিলঙে CBI দপ্তরে পৌঁছে গেছেন তিনি। এই নিয়ে শনিবার থেকে টানা চারদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিটফান্ড তদন্তে CBI-কে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় CBI-র মুখোমুখি হতে বলে। তারপর শনিবার থেকে শিলঙে CBI-র দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব কুমারকে।

সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার ও গতকাল রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেয় CBI। আজ বিকেলে কলকাতা ফিরে আসছেন তিনি।

তবে রাজীব কুমারকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। সেজন্য আজও তাঁকে CBI দপ্তরে ডেকে পাঠানো হয়। সেইমতো সকালে CBI দপ্তরে পৌঁছে গেছেন তিনি। আজ জিজ্ঞাসাবাদের পর তাঁকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।


Sikar (Rajasthan), Feb 12 (ANI): In a rare instance of fast judicial process, a local court in Rajasthan's Sikar announced judgment within 12 days of the crime. Karan A.K.A Kalia, was sentenced to life imprisonment for raping a four-year-old girl. To fast track the process, the courts were opened till late night to make sure the judgment comes as soon as possible. Incidentally, Prime Minister Narendra Modi earlier this month had said that since the BJP came to power, verdicts in rape cases were coming quickly.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.