হাথরস (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে ফের কথা বলতে আজ বুলগড়ি গ্রামে গেল CBI-এর দল৷ হাথরস গণধর্ষণের তদন্তভার পেয়েছে CBI৷ গত 14 সেপ্টেম্বর দলিত-কন্যাকে যেখানে ধর্ষণের পর ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ, সেখানেও এদিন যান তদন্তকারীরা৷ এর আগে গত বুধবার হাথরসে CBI-এর অস্থায়ী অফিসে ডেকে নির্যাতিতার পরিবারের সদস্যদের 6 ঘণ্টা 40 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ এর পরদিন চার অভিযুক্তর প্রত্যেকের বাড়ি গিয়ে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করে CBI-এর তদন্তকারী দল৷
হাথরসের নির্যাতিতার পরিবারকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের - হাথরসের নির্যাতিতার পরিবার
ফের হাথরসের বুলগড়ি গ্রামে গেল CBI-এর দল৷ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে যান তদন্তকারীরা৷ ঘটনাস্থলও ঘুরে দেখেন তাঁরা৷
হাথরস (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে ফের কথা বলতে আজ বুলগড়ি গ্রামে গেল CBI-এর দল৷ হাথরস গণধর্ষণের তদন্তভার পেয়েছে CBI৷ গত 14 সেপ্টেম্বর দলিত-কন্যাকে যেখানে ধর্ষণের পর ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ, সেখানেও এদিন যান তদন্তকারীরা৷ এর আগে গত বুধবার হাথরসে CBI-এর অস্থায়ী অফিসে ডেকে নির্যাতিতার পরিবারের সদস্যদের 6 ঘণ্টা 40 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ এর পরদিন চার অভিযুক্তর প্রত্যেকের বাড়ি গিয়ে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করে CBI-এর তদন্তকারী দল৷