ETV Bharat / bharat

মুকুল, কৈলাসের ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে আমাকে টার্গেট করছে CBI : রাজীব কুমার - mukul roy

"তদন্তে CBI-এর হঠাৎ পরিবর্তন এবং আমাকে টার্গেট করা আসলে দুই BJP নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র ষড়যন্ত্র।"

রাজীব কুমার
author img

By

Published : Apr 16, 2019, 5:39 AM IST

দিল্লি, 16 এপ্রিল : দুই BJP নেতার ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে CBI তাঁকে টার্গেট করছে। সুপ্রিম কোর্টে হলফনামায় একথা বললেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। গোটা ঘটনাটিকে তিনি বৃহত্তর ষড়যন্ত্র বলে আখ্যা দেন।

চলতি বছরের 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে CBI-এর সঙ্গে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। একইসঙ্গে সুপ্রিম কোর্ট CBI-কে বলে, রাজীব কুমারের বিরুদ্ধে কোনওরকম চরম পদক্ষেপ নেওয়া যাবে না। এরপর শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে CBI। তাঁর সঙ্গে জেরা করা হয় কুণাল ঘোষকে।

এরপর শনিবার সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেয় CBI। যেখানে রাজীব কুমারকে গ্রেপ্তারির আবেদন করা হয়। CBI জানায়, রাজীব কুমারকে অর্থ তছরুপ ও বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়ে জেরা করা হবে। রাজীব কুমারের বিরুদ্ধে এর আগে তদন্তে অসহযোগিতার অভিযোগ ছিল।

এরপর গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন রাজীব কুমার। যেই হলফনামায় তিনি লেখেন, দুই BJP নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় তাঁকে টার্গেট করছেন। সম্প্রতি এই দুই নেতার একটি অডিও ক্লিপ প্রকাশ পায়। যেখানে কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারকে টার্গেট করার কথা শোনা যায়।

হলফনামায় তিনি আরও লেখেন, "তদন্তে CBI-এর হঠাৎ পরিবর্তন এবং আমাকে টার্গেট করা আসলে দুই BJP নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র ষড়যন্ত্র।" যদিও এই বিষয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে তাঁকে গ্রেপ্তার করতে চেয়ে সুপ্রিম কোর্টে CBI-এর আবেদনের ভিত্তিতে পালটা জবাব দিতে অস্বীকার করেন রাজীব কুমার।

প্রধান বিচারপতি রঞ্জয় গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার পরবর্তী শুনানি 22 এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়।

দিল্লি, 16 এপ্রিল : দুই BJP নেতার ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে CBI তাঁকে টার্গেট করছে। সুপ্রিম কোর্টে হলফনামায় একথা বললেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। গোটা ঘটনাটিকে তিনি বৃহত্তর ষড়যন্ত্র বলে আখ্যা দেন।

চলতি বছরের 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে CBI-এর সঙ্গে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। একইসঙ্গে সুপ্রিম কোর্ট CBI-কে বলে, রাজীব কুমারের বিরুদ্ধে কোনওরকম চরম পদক্ষেপ নেওয়া যাবে না। এরপর শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে CBI। তাঁর সঙ্গে জেরা করা হয় কুণাল ঘোষকে।

এরপর শনিবার সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেয় CBI। যেখানে রাজীব কুমারকে গ্রেপ্তারির আবেদন করা হয়। CBI জানায়, রাজীব কুমারকে অর্থ তছরুপ ও বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়ে জেরা করা হবে। রাজীব কুমারের বিরুদ্ধে এর আগে তদন্তে অসহযোগিতার অভিযোগ ছিল।

এরপর গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন রাজীব কুমার। যেই হলফনামায় তিনি লেখেন, দুই BJP নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় তাঁকে টার্গেট করছেন। সম্প্রতি এই দুই নেতার একটি অডিও ক্লিপ প্রকাশ পায়। যেখানে কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারকে টার্গেট করার কথা শোনা যায়।

হলফনামায় তিনি আরও লেখেন, "তদন্তে CBI-এর হঠাৎ পরিবর্তন এবং আমাকে টার্গেট করা আসলে দুই BJP নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র ষড়যন্ত্র।" যদিও এই বিষয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে তাঁকে গ্রেপ্তার করতে চেয়ে সুপ্রিম কোর্টে CBI-এর আবেদনের ভিত্তিতে পালটা জবাব দিতে অস্বীকার করেন রাজীব কুমার।

প্রধান বিচারপতি রঞ্জয় গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার পরবর্তী শুনানি 22 এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়।

Dhumanganj (Uttar Pradesh), Apr 16 (ANI): A massive fire broke out in a car at UP's Dhumanganj. The incident happened during filling of gas in the car. No injuries have been reported so far.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.