ETV Bharat / bharat

"2 ঘণ্টার মধ্যে হাজির হন", চিদম্বরমকে নোটিশ CBI-র - CBI asking him to appear

মঙ্গলবার দুপুরেই INX মামলায় পি চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট । আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পি চিদম্বরমকে নোটিশ দিল CBI ।

পি চিদম্বরম
author img

By

Published : Aug 21, 2019, 3:11 AM IST

Updated : Aug 21, 2019, 5:53 AM IST

দিল্লি, 21 অগাস্ট : প্রথমে বাড়িতে তল্লাশি ৷ তার কয়েক ঘণ্টা পরই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য পি চিদম্বরমকে নোটিশ দিল CBI । নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যেই CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে । সূত্রে খবর, নোটিশটি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করেও পাঠানো হয়েছে ।

INX মিডিয়া মামলায় জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার সন্ধেয় পি চিদম্বরমের বাড়িতে যান CBI আধিকারিকরা । কিন্তু চিদম্বরম না থাকায় সেখান থেকে চলে আসেন আধিকারিকরা । যদিও চিদম্বরমকে INX মামলায় গ্রেপ্তার করা হবে কি না সেবিষয়ে কিছু স্পষ্ট করেনি CBI ।

CBI
চিদম্বরমকে পাঠানো CBI-র নোটিশ

CBI হেডকোয়ার্টারে ফিরে আধিকারিকরা সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করে ফের চিদম্বরমের বাড়িতে যান । সেখানে একটি নোটিশ লাগিয়ে দিয়ে আসেন । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যে CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয় ।

পি চিদম্বরমকে পাঠানো নোটিশের উত্তরে তাঁর আইনজীবী আর্শদীপ সিং খুরানা CBI-কে লেখেন, "আমার মক্কেলকে কোন আইনে দু'ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তা উল্লেখ করা হয়নি নোটিশে ।" পাশাপাশি তিনি CBI-কে জানান, INX মামলায় আগাম জামিনের জন্য 20 অগাস্ট পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছেন । যেখানে তাঁকে বুধবার সকাল 10 টা 30 মিনিটের আগে একটি স্পেশাল লিভ পিটিশান করতে বলা হয়েছে । তাই সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি ।

মঙ্গলবার দুপুরে INX মামলায় আগাম জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম । কিন্তু তাঁর সেই জামিনের আর্জি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীল গৌর ।

এই সংক্রান্ত আরও খবর : জামিনের আবেদন খারিজের পর চিদম্বরমের বাড়িতে CBI

হাইকোর্টের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিবল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার বুধবার বিচারপতি এন ভি রমনের এজলাসে মামলাটির আবেদন পেশ করতে বলেন কপিলকে । কিন্তু এর মধ্যেই মঙ্গলবার পি চিদম্বরমকে বাড়িতে না পেয়ে নোটিশ দেয় CBI ।

দিল্লি, 21 অগাস্ট : প্রথমে বাড়িতে তল্লাশি ৷ তার কয়েক ঘণ্টা পরই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য পি চিদম্বরমকে নোটিশ দিল CBI । নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যেই CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে । সূত্রে খবর, নোটিশটি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করেও পাঠানো হয়েছে ।

INX মিডিয়া মামলায় জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার সন্ধেয় পি চিদম্বরমের বাড়িতে যান CBI আধিকারিকরা । কিন্তু চিদম্বরম না থাকায় সেখান থেকে চলে আসেন আধিকারিকরা । যদিও চিদম্বরমকে INX মামলায় গ্রেপ্তার করা হবে কি না সেবিষয়ে কিছু স্পষ্ট করেনি CBI ।

CBI
চিদম্বরমকে পাঠানো CBI-র নোটিশ

CBI হেডকোয়ার্টারে ফিরে আধিকারিকরা সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করে ফের চিদম্বরমের বাড়িতে যান । সেখানে একটি নোটিশ লাগিয়ে দিয়ে আসেন । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যে CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয় ।

পি চিদম্বরমকে পাঠানো নোটিশের উত্তরে তাঁর আইনজীবী আর্শদীপ সিং খুরানা CBI-কে লেখেন, "আমার মক্কেলকে কোন আইনে দু'ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তা উল্লেখ করা হয়নি নোটিশে ।" পাশাপাশি তিনি CBI-কে জানান, INX মামলায় আগাম জামিনের জন্য 20 অগাস্ট পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছেন । যেখানে তাঁকে বুধবার সকাল 10 টা 30 মিনিটের আগে একটি স্পেশাল লিভ পিটিশান করতে বলা হয়েছে । তাই সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি ।

মঙ্গলবার দুপুরে INX মামলায় আগাম জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম । কিন্তু তাঁর সেই জামিনের আর্জি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীল গৌর ।

এই সংক্রান্ত আরও খবর : জামিনের আবেদন খারিজের পর চিদম্বরমের বাড়িতে CBI

হাইকোর্টের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিবল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার বুধবার বিচারপতি এন ভি রমনের এজলাসে মামলাটির আবেদন পেশ করতে বলেন কপিলকে । কিন্তু এর মধ্যেই মঙ্গলবার পি চিদম্বরমকে বাড়িতে না পেয়ে নোটিশ দেয় CBI ।

New Delhi, Aug 20 (ANI): Businessman Ratul Puri was taken to Rouse Avenue Court from Enforcement Directorate (ED) office in Delhi today. Puri is an accused in AgustaWestland money laundering case. Enforcement Directorate (ED) has produced businessman Ratul Puri before the court in Delhi. ED seeks 14-day custody of Ratul Puri.

Last Updated : Aug 21, 2019, 5:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.