ETV Bharat / bharat

রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের আজ পঞ্চম দিন

আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। শিলঙে CBI দপ্তরে সাড়ে দশটা নাগাদ পৌঁছাতে পারেন তিনি। এই নিয়ে শনিবার থেকে টানা পাঁচদিন ধরে চলছে জিজ্ঞাসাবাদ। আজকের পর তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হবে কি না তা জানা যাবে আজকের পর।

author img

By

Published : Feb 13, 2019, 9:44 AM IST

শিলং, ১৩ ফেব্রুয়ারি : আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। শিলঙে CBI দপ্তরে সাড়ে দশটা নাগাদ পৌঁছাতে পারেন তিনি। এই নিয়ে শনিবার থেকে টানা পাঁচদিন ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

চিটফান্ড তদন্তে CBI-কে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় CBI-র মুখোমুখি হতে বলে। তারপর শনিবার থেকে শিলঙে CBI-র দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব কুমারকে।

সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার ও সোমবার রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেয় CBI। গতকাল বিকেলে কলকাতা ফিরে এসেছেন তিনি।

তবে রাজীব কুমারকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। সেজন্য আজও তাঁকে CBI দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। জানা গেছে রাজীব কুমারের জন্য সারদা চিটফান্ড সংক্রান্ত ২৮০টি প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন CBI তদন্তকারী অফিসাররা। তার সাথে যোগ হতে পারে রোজ়ভ্যালি নিয়ে প্রশ্নও। আজকের পর তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হবে কি না তা জানা যাবে আজকের পর।

undefined

শিলং, ১৩ ফেব্রুয়ারি : আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। শিলঙে CBI দপ্তরে সাড়ে দশটা নাগাদ পৌঁছাতে পারেন তিনি। এই নিয়ে শনিবার থেকে টানা পাঁচদিন ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

চিটফান্ড তদন্তে CBI-কে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় CBI-র মুখোমুখি হতে বলে। তারপর শনিবার থেকে শিলঙে CBI-র দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব কুমারকে।

সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার ও সোমবার রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেয় CBI। গতকাল বিকেলে কলকাতা ফিরে এসেছেন তিনি।

তবে রাজীব কুমারকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। সেজন্য আজও তাঁকে CBI দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। জানা গেছে রাজীব কুমারের জন্য সারদা চিটফান্ড সংক্রান্ত ২৮০টি প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন CBI তদন্তকারী অফিসাররা। তার সাথে যোগ হতে পারে রোজ়ভ্যালি নিয়ে প্রশ্নও। আজকের পর তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হবে কি না তা জানা যাবে আজকের পর।

undefined

London (UK) Feb 13 (ANI): Muttahida Qaumi Movement (MQM) founding leader Altaf Hussain has appealed to the Indian citizens, Hindus, Sikhs and the Christians to help Mohajirs of Pakistan. Mohajirs are Urdu-speaking nationals and had migrated to Pakistan after the country was carved out of India after partition in 1947. In his message to Hindus, Sikhs and Christians of India, he said that Mohajirs were Indian citizens. Pakistan was not founded by Mohajirs of Pakistan but they were their forefathers who did it. Mohajirs are facing genocide in Pakistan since 1947 and their children are victim of sheer bias and discretion at the hands of military establishment and hence they are appealed that that they must come forward for their help so that they could get rid of atrocities, discrimination and genocide at the hands of the Pakistani military. He said that Pakistan is being sold to China and Pakistani military would stand ultimate beneficiary, instead. The MQM founding leader also urged upon the Indian Parliamentarians to step forward for the help of Mohajirs in the name of humanity. India and Mohajirs are same and of same origins and hence the Indian Parliamentarians should recognize them as their own family.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.