দিল্লি, ২৪ ফেব্রুয়ারি : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাল CBI। তিনজনের বিরুদ্ধেই সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। গতকাল শীর্ষ আদালতে এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিয়েছে CBI। ২৭ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে।
হলফনামায় CBI জানিয়েছে, রাজ্য প্রশাসন এবং তদন্তের আওতায় থাকা একাধিক চিটফান্ড কম্পানি এক বৃহত্তর ষড়যন্ত্রের শরিক। হলফনামায় আরও বলা হয়েছে যে, রাজ্য প্রশাসনের তরফে বারবার চিটফান্ড কাণ্ডের তদন্ত এড়ানোর চেষ্টা হয়েছে। অনেক ক্ষেত্রে তদন্ত ব্যাহত করার চেষ্টাও করা হয়েছে।
CBI জানিয়েছে, ২০১৩ সালের ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গে চিটফান্ড কাণ্ডের তদন্তভার নেয় SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। তদন্ত চলার সময় একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ (ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি) সারদা চিটফান্ড কাণ্ডে মূল অভিযুক্তর হাতে তুলে দেওয়া হয়। রাজীব কুমারের নেতৃত্বাধীন SIT-র তদন্তকারী অফিসার একাজ করেন। কলকাতা হাইকোর্টের নজরদারির মধ্যেই ওই সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ মূল অভিযুক্তর হাতে তুলে দেওয়ার ঘটনাতেই স্পষ্ট যে, রাজ্য প্রশাসন ও চিটফান্ড কোম্পানিগুলির বৃহত্তর যড়যন্ত্রে SIT-র পরোক্ষ সম্মতি ছিল।
CBI আরও জানিয়েছে, তদন্তে রাজ্য প্রশাসনের বাধা এবং প্রমাণ নষ্টের চেষ্টার কারণেই শীর্ষ আদালত CBI-র হাতে তদন্তভার তুলে দেয়।
চিটফান্ড তদন্তে ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গেছিলেন CBI আধিকারিকরা। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন কী, CBI আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের বাড়ি যান। সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় সরকার ও CBI-র বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে ধরনা শুরু করেন মেট্রো চ্যানেলে।