ETV Bharat / bharat

দেশদ্রোহিতার অভিযোগ, মেহবুবার বিরুদ্ধে মামলা - মেহবুবার বিরুদ্ধে মামলা

23 অক্টোবর মুফতি একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন , "370 ধারা পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন । তিনি বর্তমান ভারতের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করছেন না । অভিযোগ করেন , জম্মু ও কাশ্মীরের পতাকা লুট করা হয়েছে । পতাকাটি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমি আর কোনও পতাকা তুলব না । " তাঁর এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ।

Mehbooba Mufti
মেহবুবা মুফতি
author img

By

Published : Oct 29, 2020, 2:00 PM IST

জৌনপুর , 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও PDP নেত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে মামলা দায়ের করা হল জৌনপুর জেলার দেওয়ানি আদালতে । ভারতের পতাকা ও 370 ধারা পুনঃপ্রতিষ্ঠা নিয়ে দেশদ্রোহী ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে । এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে । 27 নভেম্বর এই মামলার শুনানি হবে । PDP নেত্রী মুফতির বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং পতাকা অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ।

তবে, 23 অক্টোবর মুফতি একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন , 370 ধারা পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন । তিনি বর্তমান ভারতের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করছেন না । অভিযোগ করেন , জম্মু ও কাশ্মীরের পতাকা লুট করা হয়েছে । পতাকাটি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমি আর কোনও পতাকা তুলব না । আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব বলেন , মেহবুবা মুফতির বলা উচিত ছিল যে , তিনি তখনই পতাকা তুলবেন যখন তিনি জম্মু ও কাশ্মীরের পতাকা পুনরুদ্ধার করতে পারবেন ।

তিনি আরও জানান , 23 অক্টোবর মুফতির বক্তব্যে জনগণের মধ্যে মানসিক অশান্তির সৃষ্টি হয়েছে । তিনি বলেন, "আমরা লাঞ্ছিত ও অসন্তুষ্ট বোধ করেছি । মেহবুবা তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাননি । পরিবর্তে দেশকে দুর্বল করার , আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি বিদ্বেষ জাগিয়ে তোলার এবং বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা, বৈষম্য তৈরির চেষ্টা করেছেন ।"

জম্মু ও কাশ্মীরের পূর্বতন পতাকা যতদিন না ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন তিনি কোনও ধরনের পতাকা তুলবেন না বলে গত শুক্রবার জানিয়েছিলেন PDP সভানেত্রী মেহবুবা মুফতি । মুফতির এই মন্তব্যের জন্য ও তার প্রতিবাদে BJP কর্মীরা ব়্যালির আয়োজন করেছিল । BJP-র বেশ কিছু কর্মী জম্মুতে PDP-র কার্যালয়ে তেরঙাও উত্তোলন করেন ৷

জৌনপুর , 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও PDP নেত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে মামলা দায়ের করা হল জৌনপুর জেলার দেওয়ানি আদালতে । ভারতের পতাকা ও 370 ধারা পুনঃপ্রতিষ্ঠা নিয়ে দেশদ্রোহী ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে । এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে । 27 নভেম্বর এই মামলার শুনানি হবে । PDP নেত্রী মুফতির বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং পতাকা অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ।

তবে, 23 অক্টোবর মুফতি একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন , 370 ধারা পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন । তিনি বর্তমান ভারতের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করছেন না । অভিযোগ করেন , জম্মু ও কাশ্মীরের পতাকা লুট করা হয়েছে । পতাকাটি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমি আর কোনও পতাকা তুলব না । আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব বলেন , মেহবুবা মুফতির বলা উচিত ছিল যে , তিনি তখনই পতাকা তুলবেন যখন তিনি জম্মু ও কাশ্মীরের পতাকা পুনরুদ্ধার করতে পারবেন ।

তিনি আরও জানান , 23 অক্টোবর মুফতির বক্তব্যে জনগণের মধ্যে মানসিক অশান্তির সৃষ্টি হয়েছে । তিনি বলেন, "আমরা লাঞ্ছিত ও অসন্তুষ্ট বোধ করেছি । মেহবুবা তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাননি । পরিবর্তে দেশকে দুর্বল করার , আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি বিদ্বেষ জাগিয়ে তোলার এবং বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা, বৈষম্য তৈরির চেষ্টা করেছেন ।"

জম্মু ও কাশ্মীরের পূর্বতন পতাকা যতদিন না ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন তিনি কোনও ধরনের পতাকা তুলবেন না বলে গত শুক্রবার জানিয়েছিলেন PDP সভানেত্রী মেহবুবা মুফতি । মুফতির এই মন্তব্যের জন্য ও তার প্রতিবাদে BJP কর্মীরা ব়্যালির আয়োজন করেছিল । BJP-র বেশ কিছু কর্মী জম্মুতে PDP-র কার্যালয়ে তেরঙাও উত্তোলন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.