ETV Bharat / bharat

দিল্লিতে মারুতির ধাক্কায় মৃত 3, গ্রেপ্তার চালক - গাড়ির ধক্কায় মৃত্যু দিল্লিতে

দিল্লির মুণ্ডকার এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল 3 জনের । এদের মধ্যে 2 জন নাবালক ও 1 জন যুবক । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 10:54 AM IST

দিল্লি, 9 মে : একটি মারুতি গাড়ির ধাক্কায় 3 জনের মৃত্যু হল । এদের মধ্যে 2 জন নাবালক ও 1 জন যুবক । দিল্লির মুণ্ডকার এলাকার ঘটনা । অভিযুক্ত
চালককে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃত দুই নাবালকের নাম- নাসির (10) , অভিষেক (10)। এরা টিকরি কল্যাণের বাসিন্দা । এবং মহেশ (22) নামে মৃত যুবক নাঙ্গলাইয়ের বাসিন্দা ।

বুধবার রাস্তার পাশে খেলছিল ওই দুই নাবালক । সেই সময় দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি ধাক্কা মারে তাদের । ওই একই মারুতির ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকেরও । ঘটনাস্থানে পুলিশ পৌঁছে নাবালকদের দেহ উদ্ধার করে সঞ্জয় গান্ধি হাসপাতালে পাঠায় । অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে বালাজি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

দুর্ঘটনাস্থান থেকে অভিযুক্ত ব্যক্তি উদয় রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল । তার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । এছাড়াও তার বিরুদ্ধে মুণ্ডাকা থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

দিল্লি, 9 মে : একটি মারুতি গাড়ির ধাক্কায় 3 জনের মৃত্যু হল । এদের মধ্যে 2 জন নাবালক ও 1 জন যুবক । দিল্লির মুণ্ডকার এলাকার ঘটনা । অভিযুক্ত
চালককে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃত দুই নাবালকের নাম- নাসির (10) , অভিষেক (10)। এরা টিকরি কল্যাণের বাসিন্দা । এবং মহেশ (22) নামে মৃত যুবক নাঙ্গলাইয়ের বাসিন্দা ।

বুধবার রাস্তার পাশে খেলছিল ওই দুই নাবালক । সেই সময় দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি ধাক্কা মারে তাদের । ওই একই মারুতির ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকেরও । ঘটনাস্থানে পুলিশ পৌঁছে নাবালকদের দেহ উদ্ধার করে সঞ্জয় গান্ধি হাসপাতালে পাঠায় । অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে বালাজি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

দুর্ঘটনাস্থান থেকে অভিযুক্ত ব্যক্তি উদয় রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল । তার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । এছাড়াও তার বিরুদ্ধে মুণ্ডাকা থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.