ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত 6

লখিমপুরের বেলরায়া এলাকার 16 জন একটি ম্যাজিক গাড়িতে করে কিছোছা শরিফে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার সময় পয়াগপুরে একটি ট্রাক ওই গাড়িটিকে ধাক্কা মারে ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 2, 2020, 8:16 AM IST

Updated : Nov 2, 2020, 2:41 PM IST

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর : ম্যাজিক গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 6 জনের ৷ উত্তরপ্রদেশের বাহরাইের পয়াগপুরের ঘটনা ৷ আহত হয়েছে 10 জন ৷ তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রত্যেককেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

লখিমপুরের বেলরায়া এলাকার 16 জন একটি ম্যাজিক গাড়িতে করে কিছোছা শরিফে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার সময় পয়াগপুরে একটি ট্রাক ওই গাড়িটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচ জনের ৷ ঘটনায় 11 জন গুরুতর আহত হয় ৷ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্য হয় ৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷

উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত 6

হাসপাতালের এক চিকিৎসক বলেন, রাত দেড়টা থেকে দু'টো নাগাদ পয়াগপুরে একটি দুর্ঘটনা ঘটে ৷ যার জেরে 11 জনকে ভরতি করা হয় হাসপাতালে ৷ চিকিৎসা চলাকালীন একজন মারা যান ৷

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর : ম্যাজিক গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 6 জনের ৷ উত্তরপ্রদেশের বাহরাইের পয়াগপুরের ঘটনা ৷ আহত হয়েছে 10 জন ৷ তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রত্যেককেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

লখিমপুরের বেলরায়া এলাকার 16 জন একটি ম্যাজিক গাড়িতে করে কিছোছা শরিফে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার সময় পয়াগপুরে একটি ট্রাক ওই গাড়িটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচ জনের ৷ ঘটনায় 11 জন গুরুতর আহত হয় ৷ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্য হয় ৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷

উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত 6

হাসপাতালের এক চিকিৎসক বলেন, রাত দেড়টা থেকে দু'টো নাগাদ পয়াগপুরে একটি দুর্ঘটনা ঘটে ৷ যার জেরে 11 জনকে ভরতি করা হয় হাসপাতালে ৷ চিকিৎসা চলাকালীন একজন মারা যান ৷

Last Updated : Nov 2, 2020, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.