দিল্লি, 24 জানুয়ারি: দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের মাঝে নারীশক্তির জয়জয়কার গুমোট পরিবেশে দমকা হাওয়ার মতো ৷ চলতি বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করবেন সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালের অফিসার ক্যাপ্টেন তানিয়া শেরগিল ৷ সেনাবাহিনীতে তিনিই প্রথম মহিলা প্যারেড অ্যাডজাস্টেন্ট, যিনি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষবাহিনীর নেতৃত্ব দেবেন ৷
তবে এই বছর তাঁর মুকুটে কৃতিত্বের পালকে জুড়েছে আরও একটি স্বীকৃতি, গত 15 জানুয়ারি সেনা দিবসেও তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছেন৷ খাকি পোষাকে, হাতে তলোয়ার নিয়ে তানিয়া যখন দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই অনুভূতি কেমন ছিল তা জানতে চাইলে তিনি বলেন, ''এই অনুভূতির কোনও তুলনা হয় না, অত্যন্ত গর্ববোধ করছি ৷''
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক ৷ তানিয়া তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম, যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ৷ 26 বছর বয়সি তানিয়ার প্রপিতামহ প্রথম বিশ্বযুদ্ধের শিখ রেজিমেন্টের সৈনিক ছিলেন ৷ তার দাদু শিখ রেজিমেন্টের ও ঠাকুরদা চতুর্দশ সশস্ত্রবাহিনীর সেনা ছিলেন ৷ তানিয়ার বাবাও সেনাবাহিনীতে 101 রেজিমেন্টে কর্মরত ছিলেন ৷
ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ার তানিয়া তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছরেই অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে আবেদন জানায় এবং কোর্স শেষের পর চেন্নাইয়ে ট্রেনিং অ্যাকাডেমিতে যোগ দেয়৷ 2017 সালে কর্পস অফ সিগন্যালে নিযুক্ত হন তানিয়া ৷
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করার জন্য 1 বছর আগেই বাছাই প্রক্রিয়া শুরু হয় ৷ তখন তানিয়ার সঙ্গে আরও দু'জন অফিসার নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তাঁকেই নির্বাচন করা হয় ৷
গত বছর লেফটেন্যান্ট ভাবনা কস্তুরী সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অল-মেল সেনা সার্ভিস কর্পস (ASC) এর একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৷