ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্রথমবার পুরুষবাহিনীর নেতৃত্বে এই মহিলা অফিসার - First World War

71তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করবেন সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালের অফিসার ক্যাপ্টেন তানিয়া শেরগিল ৷ তিনিই প্রথম মহিলা প্যারেড অ্যাডজাস্টেন্ট, যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন৷  এর আগে লেফটেনেন্ট ভাবনা কস্তুরী সেনা সার্ভিস কর্পস (এএসসি) এর একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৷

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্রথমবার পুরুষবাহিনীর নেতৃত্বে এই মহিলা অফিসার
প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্রথমবার পুরুষবাহিনীর নেতৃত্বে এই মহিলা অফিসার
author img

By

Published : Jan 24, 2020, 11:57 AM IST

Updated : Jan 26, 2020, 8:52 AM IST

দিল্লি, 24 জানুয়ারি: দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের মাঝে নারীশক্তির জয়জয়কার গুমোট পরিবেশে দমকা হাওয়ার মতো ৷ চলতি বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করবেন সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালের অফিসার ক্যাপ্টেন তানিয়া শেরগিল ৷ সেনাবাহিনীতে তিনিই প্রথম মহিলা প্যারেড অ্যাডজাস্টেন্ট, যিনি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষবাহিনীর নেতৃত্ব দেবেন ৷

তবে এই বছর তাঁর মুকুটে কৃতিত্বের পালকে জুড়েছে আরও একটি স্বীকৃতি, গত 15 জানুয়ারি সেনা দিবসেও তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছেন৷ খাকি পোষাকে, হাতে তলোয়ার নিয়ে তানিয়া যখন দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই অনুভূতি কেমন ছিল তা জানতে চাইলে তিনি বলেন, ''এই অনুভূতির কোনও তুলনা হয় না, অত্যন্ত গর্ববোধ করছি ৷''

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক ৷ তানিয়া তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম, যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ৷ 26 বছর বয়সি তানিয়ার প্রপিতামহ প্রথম বিশ্বযুদ্ধের শিখ রেজিমেন্টের সৈনিক ছিলেন ৷ তার দাদু শিখ রেজিমেন্টের ও ঠাকুরদা চতুর্দশ সশস্ত্রবাহিনীর সেনা ছিলেন ৷ তানিয়ার বাবাও সেনাবাহিনীতে 101 রেজিমেন্টে কর্মরত ছিলেন ৷

ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ার তানিয়া তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছরেই অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে আবেদন জানায় এবং কোর্স শেষের পর চেন্নাইয়ে ট্রেনিং অ্যাকাডেমিতে যোগ দেয়৷ 2017 সালে কর্পস অফ সিগন্যালে নিযুক্ত হন তানিয়া ৷

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করার জন্য 1 বছর আগেই বাছাই প্রক্রিয়া শুরু হয় ৷ তখন তানিয়ার সঙ্গে আরও দু'জন অফিসার নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তাঁকেই নির্বাচন করা হয় ৷

গত বছর লেফটেন্যান্ট ভাবনা কস্তুরী সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অল-মেল সেনা সার্ভিস কর্পস (ASC) এর একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৷

দিল্লি, 24 জানুয়ারি: দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের মাঝে নারীশক্তির জয়জয়কার গুমোট পরিবেশে দমকা হাওয়ার মতো ৷ চলতি বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করবেন সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালের অফিসার ক্যাপ্টেন তানিয়া শেরগিল ৷ সেনাবাহিনীতে তিনিই প্রথম মহিলা প্যারেড অ্যাডজাস্টেন্ট, যিনি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষবাহিনীর নেতৃত্ব দেবেন ৷

তবে এই বছর তাঁর মুকুটে কৃতিত্বের পালকে জুড়েছে আরও একটি স্বীকৃতি, গত 15 জানুয়ারি সেনা দিবসেও তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছেন৷ খাকি পোষাকে, হাতে তলোয়ার নিয়ে তানিয়া যখন দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই অনুভূতি কেমন ছিল তা জানতে চাইলে তিনি বলেন, ''এই অনুভূতির কোনও তুলনা হয় না, অত্যন্ত গর্ববোধ করছি ৷''

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক ৷ তানিয়া তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম, যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ৷ 26 বছর বয়সি তানিয়ার প্রপিতামহ প্রথম বিশ্বযুদ্ধের শিখ রেজিমেন্টের সৈনিক ছিলেন ৷ তার দাদু শিখ রেজিমেন্টের ও ঠাকুরদা চতুর্দশ সশস্ত্রবাহিনীর সেনা ছিলেন ৷ তানিয়ার বাবাও সেনাবাহিনীতে 101 রেজিমেন্টে কর্মরত ছিলেন ৷

ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ার তানিয়া তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছরেই অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে আবেদন জানায় এবং কোর্স শেষের পর চেন্নাইয়ে ট্রেনিং অ্যাকাডেমিতে যোগ দেয়৷ 2017 সালে কর্পস অফ সিগন্যালে নিযুক্ত হন তানিয়া ৷

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অধিনায়কত্ব করার জন্য 1 বছর আগেই বাছাই প্রক্রিয়া শুরু হয় ৷ তখন তানিয়ার সঙ্গে আরও দু'জন অফিসার নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তাঁকেই নির্বাচন করা হয় ৷

গত বছর লেফটেন্যান্ট ভাবনা কস্তুরী সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অল-মেল সেনা সার্ভিস কর্পস (ASC) এর একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৷

Lohardaga (Jharkhand), Jan 24 (ANI): Violence erupted in Jharkhand's Lohardaga town after a march in support of Citizenship Amendment Act and National Population Register was held on January 23. The support rally was led by Vishva Hindu Parishad. Stone pelting allegedly took place while rally passed through Amla Toli in Lohardaga. Shops, houses and trucks were set on fire. Fire tenders rushed to the spot to douse the flames. Section 144 has been imposed in Lohardaga town.
Last Updated : Jan 26, 2020, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.