ETV Bharat / bharat

সমালোচনা করেও CAA ও কাশ্মীর ইশুতে সাবধানি ইউরোপীয় ইউনিয়ন - EU on CAA

বিতর্কিত নাগরিকত্ব আইন সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ কিন্তু তার পরেও CAA ও কাশ্মীর ইশু ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন ৷

EU on CAA
ফাইল ছবি
author img

By

Published : Jan 27, 2020, 8:23 AM IST

Updated : Jan 28, 2020, 9:06 AM IST

দিল্লি, 27 জানুয়ারি : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্চেই ব্রাসেলসে বৈঠকে বসতে চলেছে ভারত ৷ তার আগে নাগরিকত্ব সংশোধনী আইন ও জম্মু-কাশ্মীর পরিস্থিতি ইশু কূটনৈতিকভাবে পাশ কাটিয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন ৷

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের 751 জন সদস্যের মধ্যে 600 জন সদস্যের ঐক্যমতে 6টি প্রস্তাবের খসড়া গঠন হয় ৷ বিতর্কিত এই নাগরিকত্ব আইন সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ কিন্তু তার পরেও CAA ও জম্মু-কাশ্মীর দু'টি ইশুই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও জম্মু-কাশ্মীর ইশুতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের উভয় কক্ষেই আলোচনা হয় ৷ উভয় কক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্তে আসে ইউরোপীয় ইউনিয়ন ৷ প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশালিস্ট অ্যান্ড ডেমোক্রাটদের তরফে ভারতের তীব্র নিন্দা করে ওই প্রস্তাবগুলির খসড়া করা হয়েছিল ৷ ভারতে ধর্মের ভিত্তিতে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলে ওই খসড়াগুলিতে বলা হয়েছিল ৷ CAA ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অশান্ত করছে বলেও বলা হয় ওই খসড়াগুলিতে ৷

তবে এই আইন সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও জানিয়ে দেওয়া হয় ইউরোপীয় ইউনিয়নের তরফে ৷ মার্চ মাসে ব্রাসেলসে ভারতের বৈঠক যাতে কোনওভাবে প্রভাবিত না হয় সেই জন্যই ইউরোপীয় ইউনিয়নের এই সাবধানি চাল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

দিল্লি, 27 জানুয়ারি : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্চেই ব্রাসেলসে বৈঠকে বসতে চলেছে ভারত ৷ তার আগে নাগরিকত্ব সংশোধনী আইন ও জম্মু-কাশ্মীর পরিস্থিতি ইশু কূটনৈতিকভাবে পাশ কাটিয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন ৷

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের 751 জন সদস্যের মধ্যে 600 জন সদস্যের ঐক্যমতে 6টি প্রস্তাবের খসড়া গঠন হয় ৷ বিতর্কিত এই নাগরিকত্ব আইন সাম্প্রতিক ইতিহাসে দেশছাড়া হওয়ার সবথেকে বড় আতঙ্ক হিসেবে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ কিন্তু তার পরেও CAA ও জম্মু-কাশ্মীর দু'টি ইশুই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও জম্মু-কাশ্মীর ইশুতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের উভয় কক্ষেই আলোচনা হয় ৷ উভয় কক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্তে আসে ইউরোপীয় ইউনিয়ন ৷ প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশালিস্ট অ্যান্ড ডেমোক্রাটদের তরফে ভারতের তীব্র নিন্দা করে ওই প্রস্তাবগুলির খসড়া করা হয়েছিল ৷ ভারতে ধর্মের ভিত্তিতে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলে ওই খসড়াগুলিতে বলা হয়েছিল ৷ CAA ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অশান্ত করছে বলেও বলা হয় ওই খসড়াগুলিতে ৷

তবে এই আইন সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও জানিয়ে দেওয়া হয় ইউরোপীয় ইউনিয়নের তরফে ৷ মার্চ মাসে ব্রাসেলসে ভারতের বৈঠক যাতে কোনওভাবে প্রভাবিত না হয় সেই জন্যই ইউরোপীয় ইউনিয়নের এই সাবধানি চাল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

New Delhi, Jan 27 (ANI): A new study on mouse reveals that consuming high protein diet spurs unstable plaque, the kind which leads to blocked arteries. And more plaque build-up in the arteries increases the risk of a heart attack. The new study was published in the journal Nature Metabolism. The mice on the high-fat, high-protein diet developed worse atherosclerosis -- about 30 percent more plaque in the arteries -- than mice on the high-fat, normal-protein diet, despite the fact that the mice eating more protein did not gain weight, unlike the mice on the high-fat, normal-protein diet. The researchers found that certain amino acids, especially leucine and arginine, were more potent in activating mTOR -- and derailing macrophages from their cleanup duties, leading to cell death -- than other amino acids.
Last Updated : Jan 28, 2020, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.