ETV Bharat / bharat

কনৌজে বাস দুর্ঘটনায় মৃত 10, 2 লাখ ক্ষতিপূরণ ঘোষণা যোগী সরকারের

author img

By

Published : Jan 11, 2020, 9:41 AM IST

গতকাল কনৌজে জি টি রোডে বাসে আগুন লাগে । মৃত্যু হয়েছে 10 জনের ।

যোগী
যোগী

কনৌজ, 10 জানুয়ারি : উত্তরপ্রদেশের কনৌজে জি টি রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের । গতকাল রাতে দোতলা এক বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে যায় বাসটিতে । সেই সময় বাসে 50 জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে । আহত কমপক্ষে 20 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের পরিবার পিছু 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

গতকাল রাত সাড়ে 9 টা নাগাদ ঘিনোইয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে । বাসটি কনৌজের গুরসহাইগঞ্জ থেকে জয়পুরের দিকে যাচ্ছিল । দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসক ও অন্য আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও ।

গতকাল রাত থেকে আজ পর্যন্ত এই নিয়ে উত্তরপ্রদেশে তিনটি পথ দুর্ঘটনা ঘটেছে ।

কনৌজ, 10 জানুয়ারি : উত্তরপ্রদেশের কনৌজে জি টি রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের । গতকাল রাতে দোতলা এক বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে যায় বাসটিতে । সেই সময় বাসে 50 জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে । আহত কমপক্ষে 20 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের পরিবার পিছু 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

গতকাল রাত সাড়ে 9 টা নাগাদ ঘিনোইয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে । বাসটি কনৌজের গুরসহাইগঞ্জ থেকে জয়পুরের দিকে যাচ্ছিল । দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসক ও অন্য আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও ।

গতকাল রাত থেকে আজ পর্যন্ত এই নিয়ে উত্তরপ্রদেশে তিনটি পথ দুর্ঘটনা ঘটেছে ।

Intro:लखनऊ: कन्नौज बस घटना में मृत लोगों के परिजनों को दो-दो और घायलों को 50 हजार की मदद

लखनऊ। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने कन्नौज में एक प्राइवेट स्लीपर बस और ट्रक में आमने-सामने से हुई भीषण भिड़न्त के बाद आग लगने की घटना में मृत लोगों के परिजनों को दो-दो लाख रुपये की आर्थिक सहायता उपलब्ध कराने के निर्देश दिए हैं। उन्होंने इस घटना में गम्भीर रूप से घायलों को उपचार के लिए 50-50 हजार रुपये की सहायता राशि देने के भी निर्देश दिए हैं। Body:इसके अलावा, उन्होंने आबकारी मंत्री राम नरेश अग्निहोत्री को मौके पर पहुंचकर घायलों तथा पीड़ित परिजनों से मिलने के निर्देश दिए हैं। उन्होंने जिलाधिकारी कन्नौज से घटना के सम्बन्ध में रिपोर्ट भी मांगी है।

ज्ञातव्य है कि शुक्रवार रात कन्नौज के छिबरामऊ पुलिस स्टेशन के अन्तर्गत ग्राम गिलोय के निकट फर्रुखाबाद से जयपुर जा रही एक प्राइवेट स्लीपर बस और ट्रक में आमने-सामने हुई भिड़न्त के बाद आग लग गयी, जिसमें कई लोग हताहत हुए। मुख्यमंत्री ने घटना की जानकारी होने पर कन्नौज के जिलाधिकारी तथा पुलिस अधीक्षक को घटना स्थल पर तत्काल पहुंचने तथा फायर टेण्डर के माध्यम से आग पर नियंत्रण के निर्देश दिए थे। उनके द्वारा घायलों को फौरन उपचार उपलब्ध कराने के भी निर्देश दिए गए थे। 

दिलीप शुक्ला, 9450663213

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.