লখনউ, 15 জুন : উত্তরপ্রদেশের ইটওয়া জেলাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি বাস৷ তুন্ডা থেকে বাসটি 8 জন যাত্রী নিয়ে কানপুরে যাচ্ছিল ৷ গতকাল ভোর প্রায় 5 টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস কন্ডাকটরের ৷ গুরুতর অবস্থায় বাসচালককে নিয়ে যাওয়া হয়েছে সাইফাই PGI হাসপাতালে ৷
খবর পৌঁছাতেই ঘটনাস্থানে যায় ইকডাল থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে ভরতি করে দেওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ বাস দুর্ঘটনাটি নিয়ে ইটওয়া থানার SSP আকাশ তোমার জানান, "ভোর 5 টা নাগাদ আমদের কাছে খবর আসতেই আমরা ঘটনাস্থলে যাই ৷ দ্রুততার সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি ৷ বর্তমানে সবাই জেলা হাসপাতালে ভরতি ৷ গুরুতর আঘাতের সাথে বাসচালককে নিয়ে যাওয়া হয় সাইফাই PGI হাসপাতালে ৷ তবে কন্ডাক্টরের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷"