ETV Bharat / bharat

চাষাবাদ ও কৃষি কল্যাণে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যান - Agriculture on Budget 2020

বাজেটে প্রথমেই কৃষিকে গুরুত্ব দিল সরকার ৷ 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধপরিকর কেন্দ্র ৷ একথা জানিয়ে বাজেটে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের কথা বললেন অর্থমন্ত্রী ৷

farming
কৃষি
author img

By

Published : Feb 1, 2020, 12:00 PM IST

Updated : Feb 1, 2020, 7:05 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে চাষাবাদ ও কৃষি কল্যাণে গুরুত্ব দিল কেন্দ্র ৷ 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা কেন্দ্র আগেই বলেছিল ৷ কৃষকদের আয় বৃদ্ধিতে সরকার যে বদ্ধপরিকর, আজ বাজেটের শুরুতে ফের সেকথা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর তার জন্য বাজেটে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের কথা ঘোষণা করলেন ৷


অর্থমন্ত্রী বলেন, "2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর ৷" তাঁর ঘোষিত 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের মধ্যে গুরুত্বপূর্ণ হল-

1.কেন্দ্রীয় সরকারের পাশ করা মডেল এগরিকালচারাল আইন বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলিকে আহ্বান জানানো হচ্ছে ৷
2.জলসংকটে ভোগা 100টি জেলার জন্য সার্বিক প্রকল্প ৷
3. প্রধানমন্ত্রী কিষাণ উর্য সুরক্ষা এবং উত্থান মহাভিযান যোজনার অন্তর্গত 20 লাখ কৃষককে সৌরচালিত পাম্প লাগাতে সাহায্য করা হবে ৷ কৃষিতে পুনঃব্যবহারযোগ্য ও সৌরশক্তির ব্যবহারে জোর ৷
4.প্রাকৃতিক ও অন্যান্য সারের সীমিত ব্যবহারে জোর ৷ রাসায়নিক সারের ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ ৷
5.শস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোর এবং অয়্যারহাউস পরিষেবা তৈরিতে সাহায্য করবে ৷ জিওট্যাগের আওতা আনবে NABARD৷
6. গ্রামীণ সঞ্চয় প্রকল্প আনা হবে, স্বনির্ভর নারী গোষ্ঠী দ্বারা পরিচালিত হবে ৷
ধান্যলক্ষী প্রকল্পে স্বনির্ভর নারী গোষ্ঠীগুলি মুদ্রা লোন নিতে পারবে ৷

agriculture
উল্লেখযোগ্য 5টি পয়েন্ট
7. কিষাণ রেল ব্যবস্থা: PPP মডেলে বাতানুকুল রেল ব্যবস্থা চালু করা হবে দুগ্ধ ও মাছ-মাংসজাত পণ্যবহনের জন্য ৷8. দেশ-বিদেশে কৃষি উড়ান ব্যবস্থা চালু, মূলত উত্তর-পূর্ব ভারত ও আদিবাসী অঞ্চলের উন্নয়নে সাহায্য করবে ৷9.উদ্যানপালন শস্যউৎপাদনের মাত্রাকে ছাপিয়ে গেছে, উদ্যানপালন উন্নয়নে ‘একটি জেলা, একটি পণ্য’ প্রকল্পে জোর দেওয়া হবে ৷ 10. জ়িরো বাজেটে প্রাকৃতিক কৃষিকাজের প্রচেষ্টা জারি থাকবে৷ রেলের অব্য়বহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হবে ৷11. দেশের বৃষ্টি প্রধান অঞ্চলগুলিতে সুসংহত চাষাবাদে বিশেষ জোর দেওয়া হবে ৷12. জৈবিক ক্ষেতি পোর্টালের মাধ্যমে অনলাইনে জৈব চাষে উৎপাদিত কৃষিপণ্যের বিক্রিতে জোর দেওয়া হবে ৷
কৃষি খাতে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যান অর্থমন্ত্রীর
13. কৃষিঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা 15 লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে ৷14.2025 সালের মধ্যে দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা 53.5 মিলিয়ন টন থেকে বাড়িয়ে 108 মিলিয়ন টন করা হবে ৷ 15. BLUE ইকোনমির ঘোষণা, মৎস্য চাষে উৎসাহ দিতে গ্রামের যুবকদের জন্য সাগরমিত্র প্রকল্পের ঘোষণা, 2022-23 সালের মধ্যে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা 2 লক্ষ টন করা হবে৷ 500টি মৎস্য উৎপাদন প্রতিষ্ঠান তৈরি করা হবে ৷ 16. 58 লাখ স্বনির্ভরগোষ্ঠীকে অন্ত্যোদয় উদ্যোগের অন্তর্গত করা হবে ৷

কৃষির মোট বরাদ্দকে 2টি বিভাগে ভাগ করা হয়েছে- কৃষি,পল্লি উন্নয়ন, সেচে 2.83 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গ্রামীণ উন্নয়নে মোট 1.23 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে চাষাবাদ ও কৃষি কল্যাণে গুরুত্ব দিল কেন্দ্র ৷ 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা কেন্দ্র আগেই বলেছিল ৷ কৃষকদের আয় বৃদ্ধিতে সরকার যে বদ্ধপরিকর, আজ বাজেটের শুরুতে ফের সেকথা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর তার জন্য বাজেটে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের কথা ঘোষণা করলেন ৷


অর্থমন্ত্রী বলেন, "2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর ৷" তাঁর ঘোষিত 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের মধ্যে গুরুত্বপূর্ণ হল-

1.কেন্দ্রীয় সরকারের পাশ করা মডেল এগরিকালচারাল আইন বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলিকে আহ্বান জানানো হচ্ছে ৷
2.জলসংকটে ভোগা 100টি জেলার জন্য সার্বিক প্রকল্প ৷
3. প্রধানমন্ত্রী কিষাণ উর্য সুরক্ষা এবং উত্থান মহাভিযান যোজনার অন্তর্গত 20 লাখ কৃষককে সৌরচালিত পাম্প লাগাতে সাহায্য করা হবে ৷ কৃষিতে পুনঃব্যবহারযোগ্য ও সৌরশক্তির ব্যবহারে জোর ৷
4.প্রাকৃতিক ও অন্যান্য সারের সীমিত ব্যবহারে জোর ৷ রাসায়নিক সারের ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ ৷
5.শস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোর এবং অয়্যারহাউস পরিষেবা তৈরিতে সাহায্য করবে ৷ জিওট্যাগের আওতা আনবে NABARD৷
6. গ্রামীণ সঞ্চয় প্রকল্প আনা হবে, স্বনির্ভর নারী গোষ্ঠী দ্বারা পরিচালিত হবে ৷
ধান্যলক্ষী প্রকল্পে স্বনির্ভর নারী গোষ্ঠীগুলি মুদ্রা লোন নিতে পারবে ৷

agriculture
উল্লেখযোগ্য 5টি পয়েন্ট
7. কিষাণ রেল ব্যবস্থা: PPP মডেলে বাতানুকুল রেল ব্যবস্থা চালু করা হবে দুগ্ধ ও মাছ-মাংসজাত পণ্যবহনের জন্য ৷8. দেশ-বিদেশে কৃষি উড়ান ব্যবস্থা চালু, মূলত উত্তর-পূর্ব ভারত ও আদিবাসী অঞ্চলের উন্নয়নে সাহায্য করবে ৷9.উদ্যানপালন শস্যউৎপাদনের মাত্রাকে ছাপিয়ে গেছে, উদ্যানপালন উন্নয়নে ‘একটি জেলা, একটি পণ্য’ প্রকল্পে জোর দেওয়া হবে ৷ 10. জ়িরো বাজেটে প্রাকৃতিক কৃষিকাজের প্রচেষ্টা জারি থাকবে৷ রেলের অব্য়বহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হবে ৷11. দেশের বৃষ্টি প্রধান অঞ্চলগুলিতে সুসংহত চাষাবাদে বিশেষ জোর দেওয়া হবে ৷12. জৈবিক ক্ষেতি পোর্টালের মাধ্যমে অনলাইনে জৈব চাষে উৎপাদিত কৃষিপণ্যের বিক্রিতে জোর দেওয়া হবে ৷
কৃষি খাতে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যান অর্থমন্ত্রীর
13. কৃষিঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা 15 লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে ৷14.2025 সালের মধ্যে দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা 53.5 মিলিয়ন টন থেকে বাড়িয়ে 108 মিলিয়ন টন করা হবে ৷ 15. BLUE ইকোনমির ঘোষণা, মৎস্য চাষে উৎসাহ দিতে গ্রামের যুবকদের জন্য সাগরমিত্র প্রকল্পের ঘোষণা, 2022-23 সালের মধ্যে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা 2 লক্ষ টন করা হবে৷ 500টি মৎস্য উৎপাদন প্রতিষ্ঠান তৈরি করা হবে ৷ 16. 58 লাখ স্বনির্ভরগোষ্ঠীকে অন্ত্যোদয় উদ্যোগের অন্তর্গত করা হবে ৷

কৃষির মোট বরাদ্দকে 2টি বিভাগে ভাগ করা হয়েছে- কৃষি,পল্লি উন্নয়ন, সেচে 2.83 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গ্রামীণ উন্নয়নে মোট 1.23 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

Last Updated : Feb 1, 2020, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.