দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে চাষাবাদ ও কৃষি কল্যাণে গুরুত্ব দিল কেন্দ্র ৷ 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা কেন্দ্র আগেই বলেছিল ৷ কৃষকদের আয় বৃদ্ধিতে সরকার যে বদ্ধপরিকর, আজ বাজেটের শুরুতে ফের সেকথা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর তার জন্য বাজেটে 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের কথা ঘোষণা করলেন ৷
অর্থমন্ত্রী বলেন, "2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর ৷" তাঁর ঘোষিত 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের মধ্যে গুরুত্বপূর্ণ হল-
1.কেন্দ্রীয় সরকারের পাশ করা মডেল এগরিকালচারাল আইন বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলিকে আহ্বান জানানো হচ্ছে ৷
2.জলসংকটে ভোগা 100টি জেলার জন্য সার্বিক প্রকল্প ৷
3. প্রধানমন্ত্রী কিষাণ উর্য সুরক্ষা এবং উত্থান মহাভিযান যোজনার অন্তর্গত 20 লাখ কৃষককে সৌরচালিত পাম্প লাগাতে সাহায্য করা হবে ৷ কৃষিতে পুনঃব্যবহারযোগ্য ও সৌরশক্তির ব্যবহারে জোর ৷
4.প্রাকৃতিক ও অন্যান্য সারের সীমিত ব্যবহারে জোর ৷ রাসায়নিক সারের ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ ৷
5.শস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোর এবং অয়্যারহাউস পরিষেবা তৈরিতে সাহায্য করবে ৷ জিওট্যাগের আওতা আনবে NABARD৷
6. গ্রামীণ সঞ্চয় প্রকল্প আনা হবে, স্বনির্ভর নারী গোষ্ঠী দ্বারা পরিচালিত হবে ৷
ধান্যলক্ষী প্রকল্পে স্বনির্ভর নারী গোষ্ঠীগুলি মুদ্রা লোন নিতে পারবে ৷
কৃষির মোট বরাদ্দকে 2টি বিভাগে ভাগ করা হয়েছে- কৃষি,পল্লি উন্নয়ন, সেচে 2.83 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গ্রামীণ উন্নয়নে মোট 1.23 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷