ETV Bharat / bharat

রিয়াজ়ের 'ইদি', রেসিং সাইকেল উপহার দিলেন রাষ্ট্রপতি

author img

By

Published : Aug 1, 2020, 3:10 PM IST

দিল্লির আনন্দ বিহারের সর্বোদয়া বাল বিদ্যালয়ের ছাত্র রিয়াজ় । বিশ্বমানের সাইকেল আরোহী হওয়ার স্বপ্ন দেখে । ইদি পেল রাষ্ট্রপতির থেকে । উপহার পেল রেসিং সাইকেল ।

eidi
eidi

দিল্লি, 1 অগাস্ট : বিশ্বের অন্যতম সেরা সাইকেল আরোহী হওয়ার স্বপ্ন দেখে রিয়াজ় । নবম শ্রেণির ছাত্র । এইবার 'ইদি' উপহার একটি রেসিং বাই-সাইকেল । উপহার দিলেন রাষ্ট্রপতি নিজেই । রামনাথ কোভিন্দ চান রিয়াজ়ের স্বপ্ন পূরণ হোক ।

দিল্লির আনন্দ বিহারের সর্বোদয়া বাল বিদ্যালয়ের ছাত্র রিয়াজ় । বিহারের মধুবনী জেলার অধিবাসী । তাঁর পরিবার সেখানেই থাকে । বাবা-মা, দুই বোন এবং ভাইও রয়েছে পরিবারে । এইদিকে গাজ়িয়াবাদে ভাড়া বাড়িতে থাকে রিয়াজ় ।

তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় । বাবাকে আর্থিকভাবে সাহায্য করতে চায় রিয়াজ় । ফাঁকা সময়ে গাজ়িয়াবাদে একটি হোটেলে বাসন ধোয়ার কাজ করে সে । তবে রিয়াজ়ের চোখে স্বপ্ন আছে । সাইকেল আরোহী হিসেবে খ্যাত হওয়ার স্বপ্ন রিয়াজ়ের ।

পড়াশোনা এবং কাজের পর সাইকেল চালানো অভ্যেস করে । পরিশ্রম করে । দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে 2017 সালে ব্রোঞ্জ় মেডেল জিতেছিল সে । গাজ়িয়াবাদের জেলা শাসক জানিয়েছেন, গুয়াহাটিতে স্কুলের খেলায়ও সে অংশ নিয়েছিল সে । জাতীয় স্তরে সে চতুর্থ হয়েছিল ।

সংবাদমাধ্যমে রিয়াজ়ের কথা প্রথম জানতে পারেন রাষ্ট্রপতি । প্রমোদ শর্মার থেকে প্রশিক্ষণ নিয়েছে রিয়াজ় । দিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিদিন প্রশিক্ষণ নেয় সে । কিন্তু নিজের সাইকেল ছিল না রিয়াজ়ের । তবে স্বপ্ন ছোঁয়ার জন্য প্রয়োজন নিজের একটি সাইকেল । সবশেষে আজ এই ইদে স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াজ় । সাইকেল উপহার দিলেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতিভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে লেখা হয়, "দেশ গড়ায় যুব সমাজকে অনুপ্রেরিত করার লক্ষ্য । রিয়াজ়কে নির্বাচন করেছেন রাষ্ট্রপতি । সে সাইকেল আরোহী হওয়ার স্বপ্ন দেখে । তাকে রেসিং বাই-সাইকেল উপহার দিয়েছেন রাষ্ট্রপতি ।"

riyaz
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারের মুহূর্ত

আজ ইদের দিনে রিয়াজ়কে ওই সাইকেল দেওয়া হয় । ইদি-র মতো । যেমন, এই দিনে ছোটোদের উপহার দেন বড়রা ।

আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় অনুপ্রেরণা জানান রাষ্ট্রপতি । রিয়াজ়ের সু-ভবিষ্যতের জন্যও শুভেচ্ছা জানান ।

দিল্লি, 1 অগাস্ট : বিশ্বের অন্যতম সেরা সাইকেল আরোহী হওয়ার স্বপ্ন দেখে রিয়াজ় । নবম শ্রেণির ছাত্র । এইবার 'ইদি' উপহার একটি রেসিং বাই-সাইকেল । উপহার দিলেন রাষ্ট্রপতি নিজেই । রামনাথ কোভিন্দ চান রিয়াজ়ের স্বপ্ন পূরণ হোক ।

দিল্লির আনন্দ বিহারের সর্বোদয়া বাল বিদ্যালয়ের ছাত্র রিয়াজ় । বিহারের মধুবনী জেলার অধিবাসী । তাঁর পরিবার সেখানেই থাকে । বাবা-মা, দুই বোন এবং ভাইও রয়েছে পরিবারে । এইদিকে গাজ়িয়াবাদে ভাড়া বাড়িতে থাকে রিয়াজ় ।

তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় । বাবাকে আর্থিকভাবে সাহায্য করতে চায় রিয়াজ় । ফাঁকা সময়ে গাজ়িয়াবাদে একটি হোটেলে বাসন ধোয়ার কাজ করে সে । তবে রিয়াজ়ের চোখে স্বপ্ন আছে । সাইকেল আরোহী হিসেবে খ্যাত হওয়ার স্বপ্ন রিয়াজ়ের ।

পড়াশোনা এবং কাজের পর সাইকেল চালানো অভ্যেস করে । পরিশ্রম করে । দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে 2017 সালে ব্রোঞ্জ় মেডেল জিতেছিল সে । গাজ়িয়াবাদের জেলা শাসক জানিয়েছেন, গুয়াহাটিতে স্কুলের খেলায়ও সে অংশ নিয়েছিল সে । জাতীয় স্তরে সে চতুর্থ হয়েছিল ।

সংবাদমাধ্যমে রিয়াজ়ের কথা প্রথম জানতে পারেন রাষ্ট্রপতি । প্রমোদ শর্মার থেকে প্রশিক্ষণ নিয়েছে রিয়াজ় । দিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিদিন প্রশিক্ষণ নেয় সে । কিন্তু নিজের সাইকেল ছিল না রিয়াজ়ের । তবে স্বপ্ন ছোঁয়ার জন্য প্রয়োজন নিজের একটি সাইকেল । সবশেষে আজ এই ইদে স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াজ় । সাইকেল উপহার দিলেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতিভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে লেখা হয়, "দেশ গড়ায় যুব সমাজকে অনুপ্রেরিত করার লক্ষ্য । রিয়াজ়কে নির্বাচন করেছেন রাষ্ট্রপতি । সে সাইকেল আরোহী হওয়ার স্বপ্ন দেখে । তাকে রেসিং বাই-সাইকেল উপহার দিয়েছেন রাষ্ট্রপতি ।"

riyaz
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারের মুহূর্ত

আজ ইদের দিনে রিয়াজ়কে ওই সাইকেল দেওয়া হয় । ইদি-র মতো । যেমন, এই দিনে ছোটোদের উপহার দেন বড়রা ।

আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় অনুপ্রেরণা জানান রাষ্ট্রপতি । রিয়াজ়ের সু-ভবিষ্যতের জন্যও শুভেচ্ছা জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.