বেঙ্গালুরু , 11 অগাস্ট : BSNL কর্মীদের দেশদ্রোহী বলে উল্লেখ করলেন BJP সাংসদ অনন্ত কুমার হেগড়ে । তিনি বলেন , "দেশদ্রোহীতে ভরে গেছে BSNL । পূর্বে এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল, ভবিষ্যতে এটা বেসরকারি হাতে থাকবে ।"
তিনি আরও বলেন, "অনেকেই BSNL-এর পরিষেবা নিয়ে অভিযোগ জানায় । উত্তর কন্নড় জেলায় তাও BSNL-এর পরিষেবা কিছুটা ভালো । বেঙ্গালুরুতে নেটওয়ার্কের অবস্থ খুবই খারাপ । এমনকী দিল্লিতে আমার বাসভবনে BSNL-এর কোনও নেটওয়ার্ক পাই না । এটা দেশের একটা কলঙ্ক । তাই আমরা বিকেন্দ্রীকরণের মাধ্যমে BSNL বন্ধ করে দিতে চলেছি । বেসরকারি সংস্থার মাধ্যমে BSNL-এর পরিষেবা বদলে ফেলার সময় চলে এসেছে । আমরা BSNL-কে শোধরাতে পারব না । BSNL-এর পুরো ব্যবস্থা এতটাই দুর্নীতিগ্রস্ত যে বর্তমান কেন্দ্রীয় সরকারও শোধরাতে পারছে না । দেশদ্রোহীতে BSNL ভরে গেছে । প্রত্যেক আধিকারিক দেশদ্রোহী । "
তিনি বলেন, "সরকার পর্যাপ্ত টাকা দিয়েছে । সাধারণ মানুষ ভালো নেটওয়ার্ক চায় । BSNL-এ পর্যাপ্ত পরিকোঠামো রয়েছে । যা যা দরকার সব রয়েছে কিন্তু এরা কাজই করে না । এদিকে প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেছেন, যার জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া হচ্ছে । প্রযুক্তি তৈরি কিন্তু এরা কাজ করতে রাজি না । 85 হাজার কর্মচারীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । আগামী দিনে আরও অনেককে বাড়ি পাঠানো হবে । এটাই একমাত্র রাস্তা । আর কোনও উপায় নেই । "