ETV Bharat / bharat

নাশকতার সতর্কতা মেলার পরেই গুজরাত উপকূলে আটক পাকিস্তানের 5টি নৌকা

গতকাল রাত 10 টা 45 মিনিট নাগাদ গুজরাত উপকূলবর্তী এলাকা হারামি নুল্লাহ-এ পাকিস্তানের পাঁচটি নৌকা আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । সেগুলি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Oct 12, 2019, 5:19 PM IST

গুজরাত, 12 অক্টোবর : গুজরাতের হারামি নুল্লাহ এলাকায় পাকিস্তানের পাঁচটি নৌকা আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । সাধারণত মাছ ধরার জন্য এই ধরনের নৌকা ব্যবহৃত হয় ৷ নৌকাগুলিতে কেউ ছিল না ৷ সেগুলি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

গতকাল রাত 10 টা 45 মিনিট নাগাদ গুজরাত উপকূলবর্তী এলাকা হারামি নুল্লাহ-এ তল্লাশি চালাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী । সেসময়ই পাঁচটি পাকিস্তানি নৌকা চোখে পড়ে তাদের । নৌকাগুলিতে কেউ ছিল না বলে জানিয়েছে BSF । তবে এলাকায় তল্লাশি চলছে । শুরু হয়েছে তদন্ত ৷ কারা, কীভাবে ওই নৌকা নিয়ে ভারতের উপকূলে ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ।

29 অগাস্ট গুজরাতের কছ এলাকায় পাকিস্তানি কমান্ডোরা মাছ ধরার ছোটো নৌকায় চেপে ঢুকতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল ৷ সেই খবর পাওয়ার পর গুজরাতের কান্দলা বন্দরে নিরাপত্তা জোরদার করা হয় । পাকিস্তানের কমান্ডোরা জলপথে ভারতে ঢুকে গুজরাতে নাশকতামূলক কাজ করতে পারে বলে জানিয়েছিল গোয়েন্দারা । তাই স্থানীয় পুলিশ, BSF ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় । এরপর গতকাল ওই পাঁচটি নৌকা ভারতের উপকূলে দেখতে পাওয়া যায় ।

গুজরাত, 12 অক্টোবর : গুজরাতের হারামি নুল্লাহ এলাকায় পাকিস্তানের পাঁচটি নৌকা আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । সাধারণত মাছ ধরার জন্য এই ধরনের নৌকা ব্যবহৃত হয় ৷ নৌকাগুলিতে কেউ ছিল না ৷ সেগুলি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

গতকাল রাত 10 টা 45 মিনিট নাগাদ গুজরাত উপকূলবর্তী এলাকা হারামি নুল্লাহ-এ তল্লাশি চালাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী । সেসময়ই পাঁচটি পাকিস্তানি নৌকা চোখে পড়ে তাদের । নৌকাগুলিতে কেউ ছিল না বলে জানিয়েছে BSF । তবে এলাকায় তল্লাশি চলছে । শুরু হয়েছে তদন্ত ৷ কারা, কীভাবে ওই নৌকা নিয়ে ভারতের উপকূলে ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ।

29 অগাস্ট গুজরাতের কছ এলাকায় পাকিস্তানি কমান্ডোরা মাছ ধরার ছোটো নৌকায় চেপে ঢুকতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল ৷ সেই খবর পাওয়ার পর গুজরাতের কান্দলা বন্দরে নিরাপত্তা জোরদার করা হয় । পাকিস্তানের কমান্ডোরা জলপথে ভারতে ঢুকে গুজরাতে নাশকতামূলক কাজ করতে পারে বলে জানিয়েছিল গোয়েন্দারা । তাই স্থানীয় পুলিশ, BSF ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় । এরপর গতকাল ওই পাঁচটি নৌকা ভারতের উপকূলে দেখতে পাওয়া যায় ।


Vadanemmeli (Tamil Nadu), Oct 12 (ANI): Foreign Secretary Vijay Gokhale held a press conference on Chinese President Xi Jinping's two-day visit to India. Briefing on President's Jinping visit, "The two leaders today had a conversation for almost 90 minutes, followed by delegation level talks and then lunch was hosted by PM Modi. A total of 6 hours of one to one meeting was held between the two leaders during this summit." He further added, "A new mechanism will be established to discuss trade, investment and services, at an elevated level. From China it will be the Vice Premier, Hu Chunhua and from India it will be FM Nirmala Sitharaman." Vijay Gokhale also announced that President Xi Jinping has invited Prime Minister Narendra Modi to China for the next summit. PM Modi has accepted the invitation. Dates haven't been decided for the summit.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.