ETV Bharat / bharat

কোরোনায় মৃত্যু BSF জওয়ানের - কোরোনায় মৃ্ত্যু

গতকাল দিল্লির AIIMS-এ এক BSF কনস্টেবলের মৃত্যু হয় ৷ 5 জুন কাশি ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 10, 2020, 4:29 PM IST

দিল্লি, 10 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক 35 বছর বয়সি BSF জওয়ানের ৷ এই নিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যু হল BSF-এ ৷ আধা সামরিক বাহিনীতে বা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-র মধ্যে এই নিয়ে 14জন কোরোনায় মারা গেলেন ৷

BSF-র মুখপাত্র বলেন, "9 জুন দিল্লির AIIMS-এ এক BSF কনস্টেবলের মৃত্যু হয় ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁকে দিল্লি পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছিল ৷ 5 জুন কাশি ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ৷"

তিনি আরও বলেন, 6 জুন তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ৷ কিন্তু, 8 জুন তাঁর অবস্থার আরও অবনতি হয় ৷ 8 জুনের রিপোর্টে তিনি কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ গতকাল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷

ফোর্সে এখনও পর্যন্ত 535 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 435 জন সুস্থ হয়ে গিয়েছেন ৷ CAPF-এ কোরোনায় আক্রান্ত হয়ে এই নিয়ে 14 জনের মৃত্যু হল ৷ তাঁদের মধ্যে CISF-র পাঁচজন, CRPF-র চারজন এবং SSB ও ITBP-র একজন করে রয়েছেন ৷

দিল্লি, 10 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক 35 বছর বয়সি BSF জওয়ানের ৷ এই নিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যু হল BSF-এ ৷ আধা সামরিক বাহিনীতে বা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-র মধ্যে এই নিয়ে 14জন কোরোনায় মারা গেলেন ৷

BSF-র মুখপাত্র বলেন, "9 জুন দিল্লির AIIMS-এ এক BSF কনস্টেবলের মৃত্যু হয় ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁকে দিল্লি পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছিল ৷ 5 জুন কাশি ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ৷"

তিনি আরও বলেন, 6 জুন তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ৷ কিন্তু, 8 জুন তাঁর অবস্থার আরও অবনতি হয় ৷ 8 জুনের রিপোর্টে তিনি কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ গতকাল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷

ফোর্সে এখনও পর্যন্ত 535 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 435 জন সুস্থ হয়ে গিয়েছেন ৷ CAPF-এ কোরোনায় আক্রান্ত হয়ে এই নিয়ে 14 জনের মৃত্যু হল ৷ তাঁদের মধ্যে CISF-র পাঁচজন, CRPF-র চারজন এবং SSB ও ITBP-র একজন করে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.