দিল্লি, 28 জানুয়ারি : 'ঐতিহাসিক অবিচার' সংশোধনে এবং প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের দেওয়া কথা রাখতে আনা হয়েছে সংবিধান সংশোধনী আইন, 2019 । দিল্লিতে NCC (ন্যশলাল ক্যাডেট কোর)-sর ব়্যালিতে বললেন মোদি । তাঁর কথায়, দেশভাগের সময় এই অবিচার হয়েছে । একটা কাগজে শুধু একটা লাইন এঁকে দেওয়া হয়েছে । কয়েকজন দেশ স্বাধীন করেছে দেশভাগের বিষয়টিকে গ্রহণ করে ।
দেশভাগ ও সংবিধান সংশোধনী আইনের যৌক্তিকতা প্রসঙ্গে বলতে গিয়ে মোদি আরও বলেন, "সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি মাথায় রেখে নেহরু-লিয়াকত চুক্তি হয়েছিল । গান্ধিজিও তেমনই চাইতেন । দেশের দেওয়া সেই কথা রাখতে সরকার সংবিধান সংশোধনী আইন এনেছে ।"
যারা এই আইনের বিরোধীতা করছে, তাদের উদ্দেশে মোদির সাফ কথা, "তারা ভোট ব্যাঙ্কের রাজনীতির শিকার । কয়েকজন দলিতদের মুখ হয়ে ওঠার চেষ্টা করছে । তারাই এড়িয়ে যাচ্ছে পাকিস্তানে দলিতদের সঙ্গে হওয়া নৃশংসতাকে । তারা আসলে ভুলে যাচ্ছে যারা ভারতে দলিত তারা পাকিস্তান থেকেই এসেছিল ।"
মোদি বলেন, "বিরোধীরা অপপ্রচার করছে, এমন একটা গুজব ছড়ানোর চেষ্টা চলেছে যে সরকারের এই আইন আমার জনপ্রিয়তায় প্রভাব ফেলছে । তাদের উদ্দেশে বলতে চাই, আমি আমার নয়, দেশের জনপ্রিয়তার জন্য কাজ করি । প্রত্যেক ভারতবাসী আমাদের জন্য গুরুত্বপূর্ণ । তাদের নিয়ে এগিয়ে চলেছি ।"