ETV Bharat / bharat

হবু কনের মাকে নিয়ে পলাতক বরের বাবা

ছেলে-মেয়ের বিয়ের আগেই পালিয়ে গেলেন তাদের মা-বাবা! 10দিন পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্ত হন পরিবার৷

Bride-Groom's Father and Mother eloped beforeMarriage
পলাতক হবু বরের বাবা ও হবু কনের মা
author img

By

Published : Jan 22, 2020, 12:04 PM IST

সুরাত, 22 জানুয়ারি : ভেস্তে গেল বিয়ে ৷ পলাতক হবু বরের বাবা ও হবু কনের মা ৷ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে, রাজি ছিল পাত্র-পাত্রীও ৷ এতদূর অবধি চলছিল ঠিকই ৷ গল্পে নতুন মোড় এল 10 জানুয়ারিতে, সেইদিনই শেষবার হবু বরের বাবা ও হবু কনের মাকে দেখা গিয়েছিল নিজেদের বাড়িতে ৷ 10দিন পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন পরিবার ৷ তখনই উঠে আসে বেশ কিছু তথ্য৷

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাতে৷ 48 বছর বয়সি কাতারগামের বস্ত্র ব্যবসায়ী ছেলের বাবা৷ মেয়ের মা গৃহবধূ ৷ বয়স 46৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারেন বহু বছর আগে তাঁরা প্রতিবেশী ছিলেন, যোগাযোগ তখন থেকেই ৷ নিজেদের ছেলে- মেয়ের বিয়ের ব্যস্ততার মাঝেই পুরোনো প্রেমকে খুঁজে পেয়ে ফের হারাতে চাননি তাঁরা ৷ ছেলে-মেয়ের বিয়ের আগে তাই পালিয়ে গেলেন নিজেরাই৷

বহুবছর আগে তাঁরা যখন কাতারগামে থাকতেন, তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ সেইসময় তাঁরা পালিয়ে বিয়ে করার চেষ্টা করলে হিরে ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয় বর্তমানে হবু কনের মায়ের৷ ভেঙে যায় সম্পর্ক৷

মাঝে কেটে যায় বহু বছর, ছেলে-মেয়ের বিয়ে ঠিক করতে গিয়ে হল ফের দেখা৷ পুরোনো প্রেম ফিরে পেয়ে প্রথমে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও শেষ রক্ষা হল না আর৷ আর একটুও দেরি না করে পালিয়ে গেলেন ৷ প্রেমের টান হয়তো একেই বলে ৷ মা-বাবার খোঁজে আপাতত বিয়ে শিকেয় পাত্র-পাত্রীর৷

সুরাত, 22 জানুয়ারি : ভেস্তে গেল বিয়ে ৷ পলাতক হবু বরের বাবা ও হবু কনের মা ৷ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে, রাজি ছিল পাত্র-পাত্রীও ৷ এতদূর অবধি চলছিল ঠিকই ৷ গল্পে নতুন মোড় এল 10 জানুয়ারিতে, সেইদিনই শেষবার হবু বরের বাবা ও হবু কনের মাকে দেখা গিয়েছিল নিজেদের বাড়িতে ৷ 10দিন পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন পরিবার ৷ তখনই উঠে আসে বেশ কিছু তথ্য৷

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাতে৷ 48 বছর বয়সি কাতারগামের বস্ত্র ব্যবসায়ী ছেলের বাবা৷ মেয়ের মা গৃহবধূ ৷ বয়স 46৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারেন বহু বছর আগে তাঁরা প্রতিবেশী ছিলেন, যোগাযোগ তখন থেকেই ৷ নিজেদের ছেলে- মেয়ের বিয়ের ব্যস্ততার মাঝেই পুরোনো প্রেমকে খুঁজে পেয়ে ফের হারাতে চাননি তাঁরা ৷ ছেলে-মেয়ের বিয়ের আগে তাই পালিয়ে গেলেন নিজেরাই৷

বহুবছর আগে তাঁরা যখন কাতারগামে থাকতেন, তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ সেইসময় তাঁরা পালিয়ে বিয়ে করার চেষ্টা করলে হিরে ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয় বর্তমানে হবু কনের মায়ের৷ ভেঙে যায় সম্পর্ক৷

মাঝে কেটে যায় বহু বছর, ছেলে-মেয়ের বিয়ে ঠিক করতে গিয়ে হল ফের দেখা৷ পুরোনো প্রেম ফিরে পেয়ে প্রথমে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও শেষ রক্ষা হল না আর৷ আর একটুও দেরি না করে পালিয়ে গেলেন ৷ প্রেমের টান হয়তো একেই বলে ৷ মা-বাবার খোঁজে আপাতত বিয়ে শিকেয় পাত্র-পাত্রীর৷

Udhampur (JandK), Jan 22 (ANI): Showcasing special talent a daughter of labourer from Udhampur district in Jammu and Kashmir bagged first prize in Solo Vocal Music Category at the National Level Kala Utsav Competition held in Bhopal. At the national competition, Khushi sang 'Himachali' folk song, which was highly appreciated by the audience and it also ensured her victory. The competition was organised by the Ministry for Human Resource Development (MHRD) and the National Council of Educational Research and Training (NCERT) in Bhopal. Proud father also expressed happiness at her win. Speaking to ANI, Khushi said, "Through the 'Samagra scheme', initiated by Prime Minister Narendra Modi, I was able to reach the national competition. I request parents to support girls and send them for such competitions in future."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.