সুরাত, 3 অক্টোবর : অঙ্গদানের মাধ্যমে 7 জনের জীবন বাঁচালেন 41 বছরের এক মহিলা । গুজরাতের সুরাট জেলার ঘটনা । জানা গিয়েছে, ইলাবেন প্যাটেল নামে ওই মহিলা সেপ্টেম্বরের 27 তারিখ হঠাৎই অজ্ঞান হয়ে যান । এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । এর দুদিন বাদেই ডাক্তার তাঁর ব্রেন ডেথের ঘোষণা করেন । তাঁর পরিবারের পক্ষ থেকে অঙ্গদানের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয় । তাঁর হৃদয়, ফুসফুস, লিভার, দুটো কিডনি এবং চক্ষু দান করা হয় । বিশেষ গ্রিন করিডোরের মাধম্যে নিয়ে যাওয়া হয় তাঁর অঙ্গগুলি ।
অপরদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে নীলেশ মান্ডলেওয়ালা বলেন, "ওই রোগীর আত্মীয়দের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় । আমরা তাঁর ছেলে তানভীর ও আরিয়ানের সঙ্গে দেখা করি । পুরো বিষয়টি সম্পর্কে তাঁদের জানাই । "
এছাড়াও তিনি বলেন, "ইলাবেনের হৃদপিণ্ড একটি 15 বছরের নাবালিকার শরীরে প্রতিস্থাপন করা হয় । দিল্লির বাসিন্দা ওই নাবালিকা চেন্নাইয়ের MGM হাসপাতালে ভরতি আছে । ওই মহিলার ফুসফুস 61 বছরের এক বৃদ্ধের শরীরে প্রতিস্থাপন করা হয় । "
ওই মহিলার ছেলে তানভীর প্যাটেল বলেন, " আমরা জানি আমাদের মা আর এই অবস্থা থেকে সুস্থ হতে পারবেন না । তাই আমরা তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেই । মায়ের অঙ্গদানের মাধ্যমে আরও 7টি জীবন বেঁচে গেল ।"