ETV Bharat / bharat

লোহরি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা বলিউড তারকাদের - মকর সংক্রান্তি

সোশাল মিডিয়ায় লোহরি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা বলিউড তারকাদের । লোহরি উপলক্ষ্য়ে অমিতাভ বচ্চন শান্তি ও ঐক্য়ের বার্তা দিয়ে তাঁর টুইটারে লেখেন, "আশা করি নতুন ফসল ওঠার এই সময়ে আপনার ও আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটবে। এই উৎসবকে আনন্দের সঙ্গে পালন করুন । লোহরির অনেক অনেক শুভেচ্ছা ।"

bollywood-stars-extend-greetings-on-lohri
লহড়ি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে টুইট বার্তা বলিউডের
author img

By

Published : Jan 14, 2021, 6:32 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় লোহরি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা । লোহরি উপলক্ষ্য়ে অমিতাভ বচ্চন শান্তি ও ঐক্য়ের বার্তা দিয়ে তাঁর টুইটারে লেখেন, "আশা করি নতুন ফসল ওঠার এই সময়ে আপনার ও আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটবে। এই উৎসবকে আনন্দের সঙ্গে পালন করুন । লোহরির অনেক অনেক শুভেচ্ছা ।"

লোহরির শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা রবীনা টন্ডন । তিনি লেখেন, "মকর সংক্রান্তির শুভকামনা জানাই ও লোহরি উপলক্ষ্য়ে অনেক শুভেচ্ছা ।" লোহরি ও মকর সংক্রান্তি উপলক্ষ্য়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজ বব্বর । তবে, তাঁর এই শুভেচ্ছা বার্তায় নয়া কৃষি আইন নিয়েও বলতে দেখা গিয়েছে । তিনি লেখেন, "নতুন ফসল ওঠার উপলক্ষ্য়ে পালন করা লোহরি উৎসবের দেশবাসীকে অনেক শুভেচ্ছা । এই উৎসব জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রতীক । নয়া কৃষি আইন এই শান্তি ও সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । এই লোহরি সেই সব কৃষক ভাইদের জন্য় যাঁরা নিজেদের অধিকারের জন্য় লড়াই করছেন ।"

আরও পড়ুন : ই-স্নানে উৎসাহ গঙ্গাসাগরে

লোহরি, মকর সংক্রান্তি, পোঙ্গল ও উত্তরায়নের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা । তিনি জানান, নতুন এই বছরে ভারতের কৃষক ও সরকারের মধ্য়ে শান্তিপূর্ণ আলোচনার মধ্য়ে সব সমস্য়ার সমাধান অবশ্য়ই হবে । হেমা মালিনীও এদিন লোহরির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ।

মুম্বই : সোশাল মিডিয়ায় লোহরি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা । লোহরি উপলক্ষ্য়ে অমিতাভ বচ্চন শান্তি ও ঐক্য়ের বার্তা দিয়ে তাঁর টুইটারে লেখেন, "আশা করি নতুন ফসল ওঠার এই সময়ে আপনার ও আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটবে। এই উৎসবকে আনন্দের সঙ্গে পালন করুন । লোহরির অনেক অনেক শুভেচ্ছা ।"

লোহরির শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা রবীনা টন্ডন । তিনি লেখেন, "মকর সংক্রান্তির শুভকামনা জানাই ও লোহরি উপলক্ষ্য়ে অনেক শুভেচ্ছা ।" লোহরি ও মকর সংক্রান্তি উপলক্ষ্য়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজ বব্বর । তবে, তাঁর এই শুভেচ্ছা বার্তায় নয়া কৃষি আইন নিয়েও বলতে দেখা গিয়েছে । তিনি লেখেন, "নতুন ফসল ওঠার উপলক্ষ্য়ে পালন করা লোহরি উৎসবের দেশবাসীকে অনেক শুভেচ্ছা । এই উৎসব জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রতীক । নয়া কৃষি আইন এই শান্তি ও সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । এই লোহরি সেই সব কৃষক ভাইদের জন্য় যাঁরা নিজেদের অধিকারের জন্য় লড়াই করছেন ।"

আরও পড়ুন : ই-স্নানে উৎসাহ গঙ্গাসাগরে

লোহরি, মকর সংক্রান্তি, পোঙ্গল ও উত্তরায়নের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা । তিনি জানান, নতুন এই বছরে ভারতের কৃষক ও সরকারের মধ্য়ে শান্তিপূর্ণ আলোচনার মধ্য়ে সব সমস্য়ার সমাধান অবশ্য়ই হবে । হেমা মালিনীও এদিন লোহরির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.