ETV Bharat / bharat

নেই অ্যাম্বুলেন্স, অটোয় বহন কোরোনায় মৃতের দেহ !

নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷

body of Corona Patient carried in autorickshaw
অটোয় কোরোনা আক্রান্তের দেহ
author img

By

Published : Jul 12, 2020, 10:12 AM IST

হায়দরাবাদ, 12 জুলাই : পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুলেন্স নেই ৷ তাই নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গেছে, অটোর পিছনের সিটে PPE কিট পরে বসে আছে এক ব্যক্তি ৷ আর তার পায়ের কাছে ত্রিপলে মোড়া কোরোনায় মৃতের দেহ ৷ জানা গেছে, PPE কিট পরা ওই ব্যক্তি পৌরনিগমের এক কর্মী ৷ একটি সরকারি হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় ওই কোরোনা আক্রান্তের ৷ কিন্তু, অ্যাম্বুলেন্স না থাকায় গতকাল ওই মৃতদেহটি অটোয় চাপিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই সময় দু'টি অ্যাম্বুলেন্সই কোরোনায় অন্য মৃতদের দেহ বহনের কাজে ব্যস্ত ছিল ৷

নিজ়ামাবাদের জেলা কালেক্টর সি নারায়ণ রেড্ডি ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি পৌরনিগমের ওই কর্মীকে বরখাস্ত করেন ৷ চুক্তির ভিত্তিতে কাজ করছিলেন তিনি। কালেক্টর জানান, ওই মৃতের আত্মীয়রা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে রাজি ছিলেন না ৷ বার বার নিজেদের অটোয় মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইছিল ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ পৌরনিগমের ওই কর্মীকে মৃতদেহের সঙ্গে পাঠায় ৷ যদিও অটো চালক মৃত ব্যক্তিকে নিজের আত্মীয় বলে স্বীকার করেননি ৷

এই ঘটনায় ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন রমেশ রেড্ডি ওই সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ৷

হায়দরাবাদ, 12 জুলাই : পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুলেন্স নেই ৷ তাই নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গেছে, অটোর পিছনের সিটে PPE কিট পরে বসে আছে এক ব্যক্তি ৷ আর তার পায়ের কাছে ত্রিপলে মোড়া কোরোনায় মৃতের দেহ ৷ জানা গেছে, PPE কিট পরা ওই ব্যক্তি পৌরনিগমের এক কর্মী ৷ একটি সরকারি হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় ওই কোরোনা আক্রান্তের ৷ কিন্তু, অ্যাম্বুলেন্স না থাকায় গতকাল ওই মৃতদেহটি অটোয় চাপিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই সময় দু'টি অ্যাম্বুলেন্সই কোরোনায় অন্য মৃতদের দেহ বহনের কাজে ব্যস্ত ছিল ৷

নিজ়ামাবাদের জেলা কালেক্টর সি নারায়ণ রেড্ডি ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি পৌরনিগমের ওই কর্মীকে বরখাস্ত করেন ৷ চুক্তির ভিত্তিতে কাজ করছিলেন তিনি। কালেক্টর জানান, ওই মৃতের আত্মীয়রা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে রাজি ছিলেন না ৷ বার বার নিজেদের অটোয় মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইছিল ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ পৌরনিগমের ওই কর্মীকে মৃতদেহের সঙ্গে পাঠায় ৷ যদিও অটো চালক মৃত ব্যক্তিকে নিজের আত্মীয় বলে স্বীকার করেননি ৷

এই ঘটনায় ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন রমেশ রেড্ডি ওই সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.