গোপালগঞ্জ, 31 জুলাই : বিহারের গোলাপগঞ্জে নৌকাডুবি ৷ দুর্ঘটনায় 6 শিশুর মৃত্যু ৷ গোপালগঞ্জ জেলার মহম্মদপুর ব্লকের মলাহীতলা গ্রামের ঘটনা ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই শিশুদের দেহগুলি উদ্ধার করেছে ৷ ময়নাতদন্তের জন্য দেহগুলি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷
ওই ছয় শিশু বিহারের পরসোনি গ্রামের বাসিন্দা ৷ নৌকায় করে ওই ছয় শিশু ঘাস আনতে যাচ্ছিল ৷ তখনই দুর্ঘটনাটি ঘটে ৷ জলের তোড়ে নৌকাটি উলটে যায় ৷ সেই সঙ্গে জলে তলিয়ে যায় ওই ছয় শিশু ৷ যতক্ষণে স্থানীয় লোকেদের চোখে পড়ে এই ঘটনা ততক্ষণে ওই ছয় শিশুর মৃত্যু হয় ৷
পরসোনি গ্রামের বাসিন্দা রামইকবাল সাহনির দুটি ছেলে একটি বছর 15-এর প্রিন্স কুমার ও দ্বিতীয়টি 10 বছরের অজিত কুমারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ রামইকবালের ভাই হরেন্দ্র সাহনির 11 বছর বয়সী মেয়ে নেহা কুমারি-সহ মোট ছয়জন শিশুর মৃত্যু হয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠালো হয়েছে ৷