ETV Bharat / bharat

কুপওয়ারায় সেনা ক্যাম্পে বিস্ফোরণ, জখম 2 জওয়ান

সেনাবাহিনীর ক্যাম্পে বিস্ফোরণ, জখম কমপক্ষে দুই জওয়ান

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 5, 2019, 1:21 PM IST

Updated : Apr 5, 2019, 3:09 PM IST

কুপওয়ারা, 5 এপ্রিল : কুপওয়ারাতে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে বিস্ফোরণে জখম হলেন কমপক্ষে দুই জওয়ান। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ক্যাম্পটি হান্দওয়ারা এলাকার লাচামপোরায় অবস্থিত। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

15 রাষ্ট্রীয় রাইফেলের ক্যাম্পে তেল ডিপোতে বিস্ফোরণ হয়। সূত্রের খবর, এটি সন্ত্রাসবাদী হামলা নয়। এটি নিছক দুর্ঘটনা।

কুপওয়ারা, 5 এপ্রিল : কুপওয়ারাতে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে বিস্ফোরণে জখম হলেন কমপক্ষে দুই জওয়ান। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ক্যাম্পটি হান্দওয়ারা এলাকার লাচামপোরায় অবস্থিত। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

15 রাষ্ট্রীয় রাইফেলের ক্যাম্পে তেল ডিপোতে বিস্ফোরণ হয়। সূত্রের খবর, এটি সন্ত্রাসবাদী হামলা নয়। এটি নিছক দুর্ঘটনা।


New Delhi, Mar 27 (ANI): While speaking to ANI on anti-satellite weapon A-SAT, Former Defence Research and Development Organisation (DRDO) Chief and National Institution for Transforming India (NITI) Aayog member Dr VK Saraswat said, "If today you want to have the deterrence capability that if adversaries, that means nations across the world, want to militarise the space, India has the technological capability to match them."
Last Updated : Apr 5, 2019, 3:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.