ETV Bharat / bharat

ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণ, জখম 9 - Chhattisgarh

ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণে জখম ন'জন।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 20, 2019, 11:02 PM IST

Updated : Mar 21, 2019, 1:26 AM IST

বিজাপুর, 20 মার্চ : ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণ। ন'জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ছত্তিশগড়ের বিজাপুরের।

আজ সন্ধ্যায় বিজাপুরে গ্রামবাসীদের একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গাড়িতে থাকা ন'জন গুরুতর জখম হন। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে মাওবাদীদের হাত রয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণে দায় কেউ স্বীকার করেনি।

বিজাপুর, 20 মার্চ : ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণ। ন'জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ছত্তিশগড়ের বিজাপুরের।

আজ সন্ধ্যায় বিজাপুরে গ্রামবাসীদের একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গাড়িতে থাকা ন'জন গুরুতর জখম হন। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে মাওবাদীদের হাত রয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণে দায় কেউ স্বীকার করেনি।

New Delhi, Mar 20 (ANI): As India is heading towards Lok Sabha polls, Prime Minister Narendra Modi, has up the ante with 'Mai Bhi Chowkidar' campaign. He today interacted with nearly 25 lakh security guards via audio bridge. Many security guards tuned their radio 'Mai Bhi Chowkidar' campaign. Lok Sabha polls will kick start from April 11.

Last Updated : Mar 21, 2019, 1:26 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.