ETV Bharat / bharat

অরুণাচল প্রদেশের রাজ্যসভা আসনে জয়ী BJP প্রার্থী - Arunachal's RS seat

প্রতিদ্বন্ধিতা ছাড়াই অরুণাচল প্রদেশের একমাত্র রাজ্যসভা আসন জিতলেন BJP মনোনীত প্রার্থী নবম রেবিয়া । রেবিয়া 1996 থেকে 2002 এবং 2002 থেকে 2008 পর্যন্ত কংগ্রেসের হয়ে পর পর দু'বার রাজ্যসভায় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রতিনিধিত্ব করেন । 57 বছর বয়সি এই রাজনৈতিক নেতা কংগ্রেস থেকে BJP তে যোগ দেওয়ার আগে মন্ত্রীসভার স্পিকার ও মন্ত্রী পদে নিজের দায়িত্বভার সামলেছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 14, 2020, 5:38 AM IST

ইটানগর , 13 জুন : প্রতিদ্বন্ধিতা ছাড়াই অরুণাচল প্রদেশের একমাত্র রাজ্যসভা আসনে জিতলেন BJP মনোনীত প্রার্থী নবম রেবিয়া । অরুণাচল প্রদেশ নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই আসনে লড়ার জন্য আর কোনও প্রার্থী ছিল না ।

রেবিয়া 1996 থেকে 2002 এবং 2002 থেকে 2008 পর্যন্ত কংগ্রেসের হয়ে পর পর দু'বার রাজ্যসভায় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রতিনিধিত্ব করেন । 57 বছর বয়সি এই রাজনৈতিক নেতা কংগ্রেস থেকে BJP তে যোগ দেওয়ার আগে মন্ত্রীসভার স্পিকার ও মন্ত্রী পদে নিজের দায়িত্বভার সামলেছেন । বর্তমানে অরুণাচলের বিধানসভায় তাঁর প্রতিনিধিত্বে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BJP । বিধানসভায় 41 জন বিধায়ক BJP-র রয়েছেন । 7 জন আছেন JD(U)-র । এছাড়া রয়েছে কংগ্রেসের 4 জন, স্থানীয় পিপলস পার্টির 1 জন । 3 জন আছেন নির্দল সদস্য ।

প্রসঙ্গত , এর পরবর্তী নির্বাচন হবে উত্তর-পূর্বের আর 3টি রাজ্যে । মণিপুর, মেঘালয় এবং মিজোরামের প্রতিটি আসনে রাজ্যসভা নির্বাচন 19 জুন অনুষ্ঠিত হবে ।

ইটানগর , 13 জুন : প্রতিদ্বন্ধিতা ছাড়াই অরুণাচল প্রদেশের একমাত্র রাজ্যসভা আসনে জিতলেন BJP মনোনীত প্রার্থী নবম রেবিয়া । অরুণাচল প্রদেশ নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই আসনে লড়ার জন্য আর কোনও প্রার্থী ছিল না ।

রেবিয়া 1996 থেকে 2002 এবং 2002 থেকে 2008 পর্যন্ত কংগ্রেসের হয়ে পর পর দু'বার রাজ্যসভায় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রতিনিধিত্ব করেন । 57 বছর বয়সি এই রাজনৈতিক নেতা কংগ্রেস থেকে BJP তে যোগ দেওয়ার আগে মন্ত্রীসভার স্পিকার ও মন্ত্রী পদে নিজের দায়িত্বভার সামলেছেন । বর্তমানে অরুণাচলের বিধানসভায় তাঁর প্রতিনিধিত্বে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BJP । বিধানসভায় 41 জন বিধায়ক BJP-র রয়েছেন । 7 জন আছেন JD(U)-র । এছাড়া রয়েছে কংগ্রেসের 4 জন, স্থানীয় পিপলস পার্টির 1 জন । 3 জন আছেন নির্দল সদস্য ।

প্রসঙ্গত , এর পরবর্তী নির্বাচন হবে উত্তর-পূর্বের আর 3টি রাজ্যে । মণিপুর, মেঘালয় এবং মিজোরামের প্রতিটি আসনে রাজ্যসভা নির্বাচন 19 জুন অনুষ্ঠিত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.