ETV Bharat / bharat

হরিয়ানায় সরকার গড়ছে BJP-ই - বিজেপি

90টি আসনের মধ্যে হরিয়ানা বিধানসভায় কোনও দল সংখ্যাগরিষ্ঠ আসন জেতেনি । BJP পেয়েছিল 40টি আসন ৷ কংগ্রেসের 31টি আসন । JJP জিতেছে 10টি আসনে ।

বিজেপি-জেজেপি সরকার
author img

By

Published : Oct 25, 2019, 9:53 PM IST

Updated : Oct 25, 2019, 11:23 PM IST

দিল্লি, 25 অক্টোবর : অবশেষে জল্পনা শেষ ৷ হরিয়ানায় কিং-মেকার জননায়ক জনতা পার্টি (JJP) ই ৷ আজ BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেন BJP ও JJP একসঙ্গে হরিয়ানায় সরকার গড়বে৷ হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী পদে এবার JJP-র সদস্য ৷ গেরুয়া শিবির থেকে নির্বাচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

আজ JJP এবং BJP দলনেতারা বৈঠক করেন ৷ বৈঠকের পর BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, " জনস্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ BJP এবং JJP একত্রে হরিয়ানায় সরকার গড়বে ৷ "

শনিবার থেকে নতুন সরকার গঠনের কাজ শুরু হবে চণ্ডীগড়ে ৷ আগামী 5 বছর হরিয়ানায় শাসন করবে BJP-JJP সরকার জোট ৷ উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্মন্ত চৌটালা ৷ যদিও প্রথমে চৌটালা বলেছিলেন, "যাঁরা মুখ্যমন্ত্রীর চেয়ার দেবে তাদেরই সমর্থন করব । " BJP এবং কংগ্রেস সবার জন্যই দরজা খোলাছিল । তিনি বলেছিলেন, " কেউ অচ্ছুত নয় ৷ " যদিও আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নিজের আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যান চৌটালা ৷

90টি আসনের মধ্যে হরিয়ানা বিধানসভায় কোনও দল সংখ্যাগরিষ্ঠ আসন জেতেনি । BJP পেয়েছিল 40টি আসন ৷ কংগ্রেসের 31টি আসন । JJP জিতেছে 10টি আসনে ।

দিল্লি, 25 অক্টোবর : অবশেষে জল্পনা শেষ ৷ হরিয়ানায় কিং-মেকার জননায়ক জনতা পার্টি (JJP) ই ৷ আজ BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেন BJP ও JJP একসঙ্গে হরিয়ানায় সরকার গড়বে৷ হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী পদে এবার JJP-র সদস্য ৷ গেরুয়া শিবির থেকে নির্বাচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

আজ JJP এবং BJP দলনেতারা বৈঠক করেন ৷ বৈঠকের পর BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, " জনস্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ BJP এবং JJP একত্রে হরিয়ানায় সরকার গড়বে ৷ "

শনিবার থেকে নতুন সরকার গঠনের কাজ শুরু হবে চণ্ডীগড়ে ৷ আগামী 5 বছর হরিয়ানায় শাসন করবে BJP-JJP সরকার জোট ৷ উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্মন্ত চৌটালা ৷ যদিও প্রথমে চৌটালা বলেছিলেন, "যাঁরা মুখ্যমন্ত্রীর চেয়ার দেবে তাদেরই সমর্থন করব । " BJP এবং কংগ্রেস সবার জন্যই দরজা খোলাছিল । তিনি বলেছিলেন, " কেউ অচ্ছুত নয় ৷ " যদিও আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নিজের আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যান চৌটালা ৷

90টি আসনের মধ্যে হরিয়ানা বিধানসভায় কোনও দল সংখ্যাগরিষ্ঠ আসন জেতেনি । BJP পেয়েছিল 40টি আসন ৷ কংগ্রেসের 31টি আসন । JJP জিতেছে 10টি আসনে ।

Delhi, Oct 25 (ANI): BJP Haryana In-charge Anil Jain expressed happiness over BJP's win in the election. He stated that they will again form government in the state."With the blessing of people of Haryana, we will again form government in the state. We have emerged as the single largest party," said Anil Jain. BJP has won 40 seats in the 90-member Haryana assembly and needs the support of six MLAs to cross the half-way mark to retain power in the state.
Last Updated : Oct 25, 2019, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.