ETV Bharat / bharat

দিল্লিতে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় AAP চুপ কেন, প্রশ্ন BJP-র - রাহুল রাজপুত

দিল্লির BJP প্রধান আদেশ গুপ্তা কেজরিওয়াল সরকারকে কটাক্ষ করেন এবং তিনি তোষণের রাজনীতি করছেন বলে অভিযোগ করেন । তিনি বলেন, "একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা যেভাবে রাহুলকে হত্যা করেছে, তাতে দিল্লির মানুষের মনে আঘাত দিয়েছে । কেন মুখ্য়মন্ত্রী কেজরিওয়াল চুপ ? তাঁর নীরবতা সন্দেহ সৃষ্টি করছে ।"

দিল্লিতে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় AAP চুপ কেন, প্রশ্ন BJP-র
দিল্লিতে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় AAP চুপ কেন, প্রশ্ন BJP-র
author img

By

Published : Oct 11, 2020, 9:52 PM IST

দিল্লি, 11 অক্টোবর : ভিন্ন সম্প্রদায়ের এক মহিলার সাথে বন্ধুত্বের কারণে 18 বছর বয়সী কলেজ ছাত্রকে গণহত্যার ঘটনায় দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছে । যদিও দিল্লি সরকার মৃতের পরিবারকে দশ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু BJP নেতারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন ।

দিল্লির BJP প্রধান আদেশ গুপ্তা কেজরিওয়াল সরকারকে কটাক্ষ করেন এবং তিনি তোষণের রাজনীতি করছেন বলে অভিযোগ করেন । তিনি বলেন, "একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা যেভাবে রাহুলকে হত্যা করেছে, তাতে দিল্লির মানুষের মনে আঘাত দিয়েছে । তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়া উচিত এবং বিষয়টি দ্রুত বিচারের আদালতে শুনানির ব্যবস্থা করা উচিত । কেন মুখ্য়মন্ত্রী কেজরিওয়াল চুপ ? তাঁর নীরবতা সন্দেহ সৃষ্টি করছে ।"

আদেশ গুপ্তা মৃতের পরিবারের সাথে দেখা করেন এবং তোষণের রাজনীতি করার জন্যে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন । তিনি উত্তর প্রদেশের হাথরসে 19 বছর বয়সী এক যুবতির গণধর্ষণের কথা উল্লেখ করে বলেন,"কংগ্রেস নেতারা এক সপ্তাহ আগে দলিতদের কথা ভেবে অন্য একটি রাজ্যে গিয়েছিলেন এবং মোমবাতি মিছিল করেছিলেন কিন্তু এই বিষয়ে তাঁরা নীরব, আসলে তাঁরা তোষণের রাজনীতি করছেন । এই দুঃখের মুহূর্তে দিল্লির BJP রাহুলের পরিবারের পাশে আছে ।"

BJP নেতা কপিল মিশ্র রাহুলের মৃত্যুর সাথে ধ্রুব ত্যাগী এবং অঙ্কিত সাক্সেনার মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন । তিনি বলেন অভিযুক্তরা রাহুলকে হিংস্রভাবে খুন করেছে । কেজরিওয়াল সরকারের উচিত ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক এবং আইনী সহায়তা দেওয়া ।

উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া মৃতের পরিবারের সাথে দেখা করে দশ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন । সিসোদিয়া পরিবারকে সরকারের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, "আমরা শোকাচ্ছন্ন পরিবারের পাশে আছি ।" তিনি BJP-র বিরুদ্ধে বিষয়টিতে রাজনৈতিক রঙ লাগানোর অভিযোগ করেন । যদিও BJP নেতারা AAP-র অভিযোগ অস্বীকার করে জানান, বরং কেজরিওয়াল সরকারই একটি সংবেদনশীল ইশুকে নিয়ে রাজনীতি করছে ।

উল্লেখ্য, 7 অক্টোবর দিল্লিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে । মৃতের নাম রাহুল রাজপুত (18) । দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি । জানা গেছে , তাঁর সঙ্গে এক যুবতির সম্পর্ক ছিল । কিন্তু যুবতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না । কারণ দু'জনে ভিন্ন সম্প্রদায়ের । অভিযোগ , এর জেরেই তাঁকে খুন করা হয়েছে । পশ্চিম দিল্লির আদর্শনগর এলাকার ঘটনা । ঘটনায় যুবতির দাদাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন নাবালককেও গ্রেপ্তার করা হয়েছে ।

দিল্লি, 11 অক্টোবর : ভিন্ন সম্প্রদায়ের এক মহিলার সাথে বন্ধুত্বের কারণে 18 বছর বয়সী কলেজ ছাত্রকে গণহত্যার ঘটনায় দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছে । যদিও দিল্লি সরকার মৃতের পরিবারকে দশ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু BJP নেতারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন ।

দিল্লির BJP প্রধান আদেশ গুপ্তা কেজরিওয়াল সরকারকে কটাক্ষ করেন এবং তিনি তোষণের রাজনীতি করছেন বলে অভিযোগ করেন । তিনি বলেন, "একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা যেভাবে রাহুলকে হত্যা করেছে, তাতে দিল্লির মানুষের মনে আঘাত দিয়েছে । তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়া উচিত এবং বিষয়টি দ্রুত বিচারের আদালতে শুনানির ব্যবস্থা করা উচিত । কেন মুখ্য়মন্ত্রী কেজরিওয়াল চুপ ? তাঁর নীরবতা সন্দেহ সৃষ্টি করছে ।"

আদেশ গুপ্তা মৃতের পরিবারের সাথে দেখা করেন এবং তোষণের রাজনীতি করার জন্যে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন । তিনি উত্তর প্রদেশের হাথরসে 19 বছর বয়সী এক যুবতির গণধর্ষণের কথা উল্লেখ করে বলেন,"কংগ্রেস নেতারা এক সপ্তাহ আগে দলিতদের কথা ভেবে অন্য একটি রাজ্যে গিয়েছিলেন এবং মোমবাতি মিছিল করেছিলেন কিন্তু এই বিষয়ে তাঁরা নীরব, আসলে তাঁরা তোষণের রাজনীতি করছেন । এই দুঃখের মুহূর্তে দিল্লির BJP রাহুলের পরিবারের পাশে আছে ।"

BJP নেতা কপিল মিশ্র রাহুলের মৃত্যুর সাথে ধ্রুব ত্যাগী এবং অঙ্কিত সাক্সেনার মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন । তিনি বলেন অভিযুক্তরা রাহুলকে হিংস্রভাবে খুন করেছে । কেজরিওয়াল সরকারের উচিত ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক এবং আইনী সহায়তা দেওয়া ।

উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া মৃতের পরিবারের সাথে দেখা করে দশ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন । সিসোদিয়া পরিবারকে সরকারের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, "আমরা শোকাচ্ছন্ন পরিবারের পাশে আছি ।" তিনি BJP-র বিরুদ্ধে বিষয়টিতে রাজনৈতিক রঙ লাগানোর অভিযোগ করেন । যদিও BJP নেতারা AAP-র অভিযোগ অস্বীকার করে জানান, বরং কেজরিওয়াল সরকারই একটি সংবেদনশীল ইশুকে নিয়ে রাজনীতি করছে ।

উল্লেখ্য, 7 অক্টোবর দিল্লিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে । মৃতের নাম রাহুল রাজপুত (18) । দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি । জানা গেছে , তাঁর সঙ্গে এক যুবতির সম্পর্ক ছিল । কিন্তু যুবতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না । কারণ দু'জনে ভিন্ন সম্প্রদায়ের । অভিযোগ , এর জেরেই তাঁকে খুন করা হয়েছে । পশ্চিম দিল্লির আদর্শনগর এলাকার ঘটনা । ঘটনায় যুবতির দাদাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন নাবালককেও গ্রেপ্তার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.