ETV Bharat / bharat

জয় আসছে নিশ্চিত, বিকেলেই দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ মোদির - Narendra Modi

আজ বিকেলেই দিল্লিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি । আজকের বৈঠকে নয়া সংসদীয় কমিটি নিয়েও রূপরেখা তৈরি হতে পারে বলে সূত্রের খবর ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 23, 2019, 12:41 PM IST

দিল্লি, 23 মে : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে দল । এই আভাস পাওয়ার পরই দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি ।

আজ বিকেলেই দিল্লিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি । আজকের বৈঠকে নয়া সংসদীয় কমিটি নিয়েও রূপরেখা তৈরি হতে পারে বলে সূত্রের খবর । BJP সূত্রে খবর, বিগত সংসদীয় বোর্ডের প্রতিনিধিরা এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন ।

এ দিন ভোটের ফল প্রকাশের প্রাথমিক তালিকা সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে BJP নেতৃত্বাধীন NDA । বুথ ফেরত সমীক্ষাকে সঠিক প্রমাণ করে দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে BJP-এর আসন । সূত্রের খবর, জয়ের গন্ধ পাওয়ার পরই দলীয় কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আজকের বৈঠক থেকেই আগামী দিনের জন্য বিশেষ কোনও পদক্ষেপ ঘোষণা করতে পারেন মোদি-শাহরা ।

দিল্লি, 23 মে : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে দল । এই আভাস পাওয়ার পরই দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি ।

আজ বিকেলেই দিল্লিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি । আজকের বৈঠকে নয়া সংসদীয় কমিটি নিয়েও রূপরেখা তৈরি হতে পারে বলে সূত্রের খবর । BJP সূত্রে খবর, বিগত সংসদীয় বোর্ডের প্রতিনিধিরা এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন ।

এ দিন ভোটের ফল প্রকাশের প্রাথমিক তালিকা সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে BJP নেতৃত্বাধীন NDA । বুথ ফেরত সমীক্ষাকে সঠিক প্রমাণ করে দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে BJP-এর আসন । সূত্রের খবর, জয়ের গন্ধ পাওয়ার পরই দলীয় কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আজকের বৈঠক থেকেই আগামী দিনের জন্য বিশেষ কোনও পদক্ষেপ ঘোষণা করতে পারেন মোদি-শাহরা ।


New Delhi, May 18 (ANI): Former chief minister of Delhi Sheila Dikshit responded to Chief Minister Arvind Kejriwal's reported comment that Muslim votes shifted to Congress in Delhi at last moment. She said, "Don't know what he is trying to say. Everyone has a right to vote whichever party he/she wants to vote. People of Delhi did not understand nor liked his governance model."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.