ETV Bharat / bharat

দুটি পরিবার নিজেদের রোজগার হারাবে, কটাক্ষ লাদাখের সাংসদের

author img

By

Published : Aug 6, 2019, 5:20 PM IST

নাম না করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পরিবার এবং ফারুখ আবদুল্লা-ওমর আবদুল্লার পরিবারকে নিশানা করেন লাদাখের সাংসদ জময়ং সেরিং নমগয়াল ।

জময়ং সেরিং নমগয়াল

দিল্লি, 6 অগাস্ট : রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিল পেশের পরই বিরোধী দলের নেতারা এর বিরোধিতায় সরব হন । এরপর শুরু হয় পুনর্গঠন বিল নিয়ে সংসদে আলোচনা । সেই সময় এই বিলের বিরোধিতা করতে থাকা সাংসদদের পালটা প্রশ্ন ছুড়ে দেন লাদাখের BJP সাংসদ জময়ং সেরিং নমগয়াল । আজ সংসদে বিরোধীদের উদ্দেশে প্রশ্ন করেন, "এই সিদ্ধান্তের ফলে কী ক্ষতি হবে ? শুধু দুটি পরিবার নিজেদের রোজগার হারাবে । পাশাপাশি কাশ্মীরের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ।"

নাম না করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পরিবার এবং ফারুখ আবদুল্লা-ওমর আবদুল্লার পরিবারকে নিশানা করেন তিনি ৷ পাশাপাশি নমগয়াল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সি প্রশংসা করেন । তিনি বলেন, "2011 সালে UPA সরকার থাকাকালীন কাশ্মীরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় । জম্মুতেও আন্দোলনের ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় । তবে লাদাখের বহুদিনের দাবি সত্ত্বেও আমদের জন্য কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেয়নি সরকার । আমি নিজে ছাত্র আন্দোলন করে এই দাবি জানিয়েছিলাম । পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার পর শেষ পর্যন্ত লাদাখের জন্য সরকার একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করে । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ।"

আরও পড়ুন : কাশ্মীর সবসময় সৎ মায়ের মতো আচরণ করেছে, বললেন লাদাখের সাংসদ

তাঁর আরও বক্তব্য, "যারা এই বিলের বিরোধিতা করছে তারা দেশের স্বার্থের কথা ভাবে না । তারা রাজনীতিতে এসেছে কেবল মাত্র ফ্যামিলি বিজ়নেস করতে । রাজনৈতিক দলগুলি কখনই লাদাখের স্বার্থের কথা ভাবেনি । জম্মু ও কাশ্মীর সরকার সব ক্ষেত্রেই লাদাখকে বঞ্চিত করে রেখেছিল ।"

আরও পড়ুন : গ্রেপ্তার হননি ফারুখ আবদু্ল্লা, বাড়িতেই আছেন : অমিত শাহ

গতকাল রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয় । জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে । বিলের পক্ষে ভোট পড়ে 125টি । বিপক্ষে 61 । গতকালও এই বিলের সমর্থনে মুখ খুলেছিলেন লাদাখে সাংসদ । নমগয়াল বলেন, "এত বছর ধরে লাদাখের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে কাশ্মীর । আমি লাদাখের জনগণের তরফে কেন্দ্রকে এই সিদ্ধান্তের জন্য স্বাগত জানাচ্ছি ।"

দিল্লি, 6 অগাস্ট : রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিল পেশের পরই বিরোধী দলের নেতারা এর বিরোধিতায় সরব হন । এরপর শুরু হয় পুনর্গঠন বিল নিয়ে সংসদে আলোচনা । সেই সময় এই বিলের বিরোধিতা করতে থাকা সাংসদদের পালটা প্রশ্ন ছুড়ে দেন লাদাখের BJP সাংসদ জময়ং সেরিং নমগয়াল । আজ সংসদে বিরোধীদের উদ্দেশে প্রশ্ন করেন, "এই সিদ্ধান্তের ফলে কী ক্ষতি হবে ? শুধু দুটি পরিবার নিজেদের রোজগার হারাবে । পাশাপাশি কাশ্মীরের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ।"

নাম না করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পরিবার এবং ফারুখ আবদুল্লা-ওমর আবদুল্লার পরিবারকে নিশানা করেন তিনি ৷ পাশাপাশি নমগয়াল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সি প্রশংসা করেন । তিনি বলেন, "2011 সালে UPA সরকার থাকাকালীন কাশ্মীরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় । জম্মুতেও আন্দোলনের ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় । তবে লাদাখের বহুদিনের দাবি সত্ত্বেও আমদের জন্য কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেয়নি সরকার । আমি নিজে ছাত্র আন্দোলন করে এই দাবি জানিয়েছিলাম । পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার পর শেষ পর্যন্ত লাদাখের জন্য সরকার একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করে । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ।"

আরও পড়ুন : কাশ্মীর সবসময় সৎ মায়ের মতো আচরণ করেছে, বললেন লাদাখের সাংসদ

তাঁর আরও বক্তব্য, "যারা এই বিলের বিরোধিতা করছে তারা দেশের স্বার্থের কথা ভাবে না । তারা রাজনীতিতে এসেছে কেবল মাত্র ফ্যামিলি বিজ়নেস করতে । রাজনৈতিক দলগুলি কখনই লাদাখের স্বার্থের কথা ভাবেনি । জম্মু ও কাশ্মীর সরকার সব ক্ষেত্রেই লাদাখকে বঞ্চিত করে রেখেছিল ।"

আরও পড়ুন : গ্রেপ্তার হননি ফারুখ আবদু্ল্লা, বাড়িতেই আছেন : অমিত শাহ

গতকাল রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয় । জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে । বিলের পক্ষে ভোট পড়ে 125টি । বিপক্ষে 61 । গতকালও এই বিলের সমর্থনে মুখ খুলেছিলেন লাদাখে সাংসদ । নমগয়াল বলেন, "এত বছর ধরে লাদাখের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে কাশ্মীর । আমি লাদাখের জনগণের তরফে কেন্দ্রকে এই সিদ্ধান্তের জন্য স্বাগত জানাচ্ছি ।"

New Delhi, Aug 06 (ANI): Union Home Minister Amit Shah on Tuesday moved Jammu and Kashmir (reorganisation), 2019 in the Lok Sabha today. During the discussion, HM Shah said that when he speak in the House of Jammu and Kashmir state, he mean Pakistan Occupied Kashmir and Aksai Chin both as part of it and that he can die for the Kashmir. He said, "Main sadan mein jab jab Jammu and Kashmir rajya bola hoon, tab tab Pakistan occupied Kashmir aur Aksai Chin dono iska hissa hain, ye baat hai...Jaan de denge iske liye!"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.