ETV Bharat / bharat

প্রিয়াঙ্কার নৌকা দিশাহীন, ডুবে যাবে, কটাক্ষ BJP-র - up

প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার নৌ-প্রচারকে কটাক্ষ করল BJP। প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত কংগ্রেস তিনদিনের নৌ-প্রচারের আয়োজন করেছে। সেই প্রচারে রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারকে কটাক্ষ করে BJP-র জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ বলেন, "উদ্দেশ্যহীন নৌ-যাত্রায় বেড়িয়েছে কংগ্রেস।"

সুধাংশু ত্রিবেদী
author img

By

Published : Mar 18, 2019, 11:34 PM IST

দিল্লি, ১৮ মার্চ : প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার নৌ-প্রচারকে কটাক্ষ করল BJP। প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত কংগ্রেস তিনদিনের নৌ-প্রচারের আয়োজন করেছে। সেই প্রচারে রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারকে কটাক্ষ করে BJP-র জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ বলেন, "উদ্দেশ্যহীন নৌ-যাত্রায় বেড়িয়েছে কংগ্রেস।"

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, "তিনি (প্রিয়াঙ্কা গান্ধি) দিশাহীন নৌকা চালাচ্ছেন। এই নৌকা ডুবে যাবে। কংগ্রেস তাদের করা কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারবে না। আমি আসা করছি তিনি নৌকা চালানোর সময় আমাদের মনে করবেন। কারণ আমাদের কারণেই গঙ্গা আজ এত পরিষ্কার।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "ম্যায় ভি চৌকিদার" ক্যাম্পেনকে কটাক্ষ করে আজ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা বলেন, "ধনীদের জন্যই চৌকিদার থাকে, কৃষকদের জন্য নয়।" সেই প্রসঙ্গে সুধাংশু ত্রিবেদী বলেন, "কংগ্রেস যদি দুর্নীতির ব্যাপারে এতই চিন্তিত হয় তাহলে তাদের উচিত আত্মসমীক্ষা করা। যে পরিবারের বিরুদ্ধে অনন্তকাল ধরে দুর্নীতির অভিযোগ তারা কি না দেশে দুর্নীতির কথা বলছে? তারা নিজেরাই দুর্নীতির শীর্ষে বসে আছে। তারা চোর।"

দিল্লি, ১৮ মার্চ : প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার নৌ-প্রচারকে কটাক্ষ করল BJP। প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত কংগ্রেস তিনদিনের নৌ-প্রচারের আয়োজন করেছে। সেই প্রচারে রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারকে কটাক্ষ করে BJP-র জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ বলেন, "উদ্দেশ্যহীন নৌ-যাত্রায় বেড়িয়েছে কংগ্রেস।"

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, "তিনি (প্রিয়াঙ্কা গান্ধি) দিশাহীন নৌকা চালাচ্ছেন। এই নৌকা ডুবে যাবে। কংগ্রেস তাদের করা কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারবে না। আমি আসা করছি তিনি নৌকা চালানোর সময় আমাদের মনে করবেন। কারণ আমাদের কারণেই গঙ্গা আজ এত পরিষ্কার।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "ম্যায় ভি চৌকিদার" ক্যাম্পেনকে কটাক্ষ করে আজ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা বলেন, "ধনীদের জন্যই চৌকিদার থাকে, কৃষকদের জন্য নয়।" সেই প্রসঙ্গে সুধাংশু ত্রিবেদী বলেন, "কংগ্রেস যদি দুর্নীতির ব্যাপারে এতই চিন্তিত হয় তাহলে তাদের উচিত আত্মসমীক্ষা করা। যে পরিবারের বিরুদ্ধে অনন্তকাল ধরে দুর্নীতির অভিযোগ তারা কি না দেশে দুর্নীতির কথা বলছে? তারা নিজেরাই দুর্নীতির শীর্ষে বসে আছে। তারা চোর।"

Vrindavan (Uttar Pradesh), Mar 18 (ANI): Hundreds of widows on Monday paid tributes to Goa Chief Minister Manohar Parrikar and prayed for his departed soul in the holy town of Vrindavan in Uttar Pradesh. They lit candles and sang devotional songs for the late chief minister. Parrikar breathed his last on Sunday evening at his residence after suffering from pancreatic ailment. The 63-year-old leader's last rites will be performed today at Miramar beach in Goa.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.