আমেথি, 26 মে: BJP নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । তাঁর নাম সুরেন্দ্র সিং । আমেথি লোকসভা কেন্দ্রে দলনেত্রী স্মৃতি ইরানির জয় উপলক্ষে গতকাল বিজয় মিছিল করেন সুরেন্দ্র । মিছিল করে বাড়ি ফেরার পর সুরেন্দ্রকে গুলি চালিয়ে খুন করে কয়েকজন দুষ্কৃতী ।
সুরেন্দ্র আমেথির বরোলিয়া গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান । গতকাল রাতে তাঁর বাড়িতে কয়েকজন দুষ্কৃতী চড়াও হয়ে কাছ থেকে তাঁকে গুলি করে । হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার খবর পেয়ে, বরোলিয়া গ্রামে ওই BJP নেতার বাড়িতে যান স্মৃতি ইরানি । তিনি মৃত সুরেন্দ্র সিংহের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন । মৃত ওই BJP নেতার ছেলে বলেন, " ভোটের সময় বাবা সর্বক্ষণই স্মৃতির ইরানির প্রচারসঙ্গী ছিলেন । আমরা মনে হয়, কংগ্রেস সমর্থকরা বিষয়টিকে ভালোভাবে নেয়নি । বাবার খুনের ঘটনায় বেশ কয়েকজনকে সন্দেহ করছি । "
সুরেন্দ্র সিংয়ের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী । কে বা কারা কী কারণে সুরেন্দ্রকে খুন করল তা খতিয়ে দেখছে পুলিশ ।