ETV Bharat / bharat

রাজ্যসভায় কংগ্রেসের দ্বিগুণের বেশি NDA সাংসদ - রাজ্যসভা

সংসদে 245 জন সদস্যের মধ্যে NDA-র প্রায় 100 জন রয়েছেন । AIADMK (ন'জন), BJD (ন'জন), YSR কংগ্রেস (ছ'জন) পার্টির মতো বন্ধু দলগুলির সমর্থনে এবং BJP-কে জোট করা মনোনীত প্রার্থীদের নিয়ে সংসদে নিজেদের জায়গা মজবুত করেছে মোদি সরকার ।

NDA has more than twice mp of congress
রাজ্যসভায় বিজেপির সাংসদ
author img

By

Published : Jun 21, 2020, 8:19 AM IST

দিল্লি, 20 জুন : রাজ্যসভা নির্বাচনের ফল গতকাল প্রকাশিত হয়েছে । ফল প্রকাশের পর ফের একবার বিরোধীদের সঙ্গে আসন সংখ্যার ফারাক বাড়াল BJP নেতৃত্বাধীন NDA জোট । সংসদের উচ্চকক্ষে BJP এখন 86টি আসনের অধিকারী । অন্যদিকে বিরোধী কংগ্রেসের দখলে মাত্র 41টি আসন রয়েছে ।

সংসদে 245 জন সদস্যের মধ্যে NDA-র প্রায় 100 জন রয়েছেন । AIADMK (ন'জন), BJD (ন'জন), YSR কংগ্রেস (ছ'জন) পার্টির মতো বন্ধু দলগুলির সমর্থনে এবং BJP-কে জোট করা মনোনীত প্রার্থীদের নিয়ে সংসদে নিজেদের জায়গা মজবুত করেছে মোদি সরকার । আপাতত BJP নেতৃত্বাধীন NDA সরকারকে খুব বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । রাজ্যসভায় নিজেদের আসন মজবুত করতে বিধানসভাগুলিতে শক্তি বৃদ্ধি করেছিল BJP । যা কংগ্রেস ও অন্যান্য দল করতে পারেনি ।

নির্বাচন কমিশন গত মার্চ মাসে রাজ্যসভার 61 আসনে নির্বাচনের ঘোষণা করেছিল । কিন্তু COVID-19 এর কারণে তা পিছিয়ে যায় । আগে BJP-র 42 জন সদস্য বিনা বিরোধিতায় নির্বাচিত হয়েছিলেন । বাকি 19 আসনের মধ্যে BJP-র আটজন প্রার্থী নির্বাচিত হন । অন্যদিকে কংগ্রেস এবং YSR কংগ্রেস পার্টি ন'টি করে আসনে জয় লাভ করে । বাকিরা তিনটি আসনে জয়ী হয় । রাজ্যসভায় BJP-র শক্তি অনুযায়ী অনেক বেশি সংখ্যক আসনে তারা জয়ী হয়েছে ।কারণ মধ্যপ্রদেশ ও গুজরাতে বহু বিধায়ক কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে BJP-তে যোগদান করেছেন । সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, মোট আসনের মধ্যে BJP 17 টি আসনে জয়লাভ করেছে । কংগ্রেস ন'টিতে, নীতিশ কুমারের JDU তিনটি আসন পেয়েছে । BJD এবং তৃণমূল কংগ্রেস চারটি করে আসনে জয়লাভ করেছে । AIADMK এবং DMK তিনটি আসনে, NCP, RJD এবং TRS দু'টি আসনে এবং বাকিরা অন্যান্য আসনে জয়লাভ করেছে ।

রাজ্যসভা নির্বাচনে BJP-র মূল চাবিকাঠি বিরোধীদের শক্তিক্ষয় । মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । দুর্বল বিরোধিতার কারণে গত বছর লোকসভা নির্বাচনে 303 আসনে জয়লাভ করে ফের কেন্দ্রে সরকার গড়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন BJP । পাশাপাশি সংসদের বিভিন্ন ইশুতে TDP এবং সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দল BJP-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল । কংগ্রেস ও অন্য বিরোধীদের ক্ষেত্রে যা অন্তরায় হয় । পাশাপাশি কংগ্রেস বারবার অভিযোগ করেছে, বিধায়কদের লোভ দেখিয়ে এবং হুমকি দিয়ে দল ভাঙিয়ে নিয়েছে BJP । সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে BJP দাবার চাল চেলেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস ।

দিল্লি, 20 জুন : রাজ্যসভা নির্বাচনের ফল গতকাল প্রকাশিত হয়েছে । ফল প্রকাশের পর ফের একবার বিরোধীদের সঙ্গে আসন সংখ্যার ফারাক বাড়াল BJP নেতৃত্বাধীন NDA জোট । সংসদের উচ্চকক্ষে BJP এখন 86টি আসনের অধিকারী । অন্যদিকে বিরোধী কংগ্রেসের দখলে মাত্র 41টি আসন রয়েছে ।

সংসদে 245 জন সদস্যের মধ্যে NDA-র প্রায় 100 জন রয়েছেন । AIADMK (ন'জন), BJD (ন'জন), YSR কংগ্রেস (ছ'জন) পার্টির মতো বন্ধু দলগুলির সমর্থনে এবং BJP-কে জোট করা মনোনীত প্রার্থীদের নিয়ে সংসদে নিজেদের জায়গা মজবুত করেছে মোদি সরকার । আপাতত BJP নেতৃত্বাধীন NDA সরকারকে খুব বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । রাজ্যসভায় নিজেদের আসন মজবুত করতে বিধানসভাগুলিতে শক্তি বৃদ্ধি করেছিল BJP । যা কংগ্রেস ও অন্যান্য দল করতে পারেনি ।

নির্বাচন কমিশন গত মার্চ মাসে রাজ্যসভার 61 আসনে নির্বাচনের ঘোষণা করেছিল । কিন্তু COVID-19 এর কারণে তা পিছিয়ে যায় । আগে BJP-র 42 জন সদস্য বিনা বিরোধিতায় নির্বাচিত হয়েছিলেন । বাকি 19 আসনের মধ্যে BJP-র আটজন প্রার্থী নির্বাচিত হন । অন্যদিকে কংগ্রেস এবং YSR কংগ্রেস পার্টি ন'টি করে আসনে জয় লাভ করে । বাকিরা তিনটি আসনে জয়ী হয় । রাজ্যসভায় BJP-র শক্তি অনুযায়ী অনেক বেশি সংখ্যক আসনে তারা জয়ী হয়েছে ।কারণ মধ্যপ্রদেশ ও গুজরাতে বহু বিধায়ক কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে BJP-তে যোগদান করেছেন । সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, মোট আসনের মধ্যে BJP 17 টি আসনে জয়লাভ করেছে । কংগ্রেস ন'টিতে, নীতিশ কুমারের JDU তিনটি আসন পেয়েছে । BJD এবং তৃণমূল কংগ্রেস চারটি করে আসনে জয়লাভ করেছে । AIADMK এবং DMK তিনটি আসনে, NCP, RJD এবং TRS দু'টি আসনে এবং বাকিরা অন্যান্য আসনে জয়লাভ করেছে ।

রাজ্যসভা নির্বাচনে BJP-র মূল চাবিকাঠি বিরোধীদের শক্তিক্ষয় । মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । দুর্বল বিরোধিতার কারণে গত বছর লোকসভা নির্বাচনে 303 আসনে জয়লাভ করে ফের কেন্দ্রে সরকার গড়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন BJP । পাশাপাশি সংসদের বিভিন্ন ইশুতে TDP এবং সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দল BJP-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল । কংগ্রেস ও অন্য বিরোধীদের ক্ষেত্রে যা অন্তরায় হয় । পাশাপাশি কংগ্রেস বারবার অভিযোগ করেছে, বিধায়কদের লোভ দেখিয়ে এবং হুমকি দিয়ে দল ভাঙিয়ে নিয়েছে BJP । সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে BJP দাবার চাল চেলেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.