মুম্বই, 10 নভেম্বর : BJP-র কোর গ্রুপের সদস্যরা আজ বিশেষ বৈঠকে বসছেন । মহারাষ্ট্রের সরকার গঠন করার ক্ষেত্রে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ।
BJP-র নিজেদের ১০৫ জন বিধায়ক আছে। অন্যদিকে শিবসেনার হাতে আছে ৫৬ জন বিধায়ক । BJP-সেনা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে । কিন্তু BJP-র সঙ্গে শিবসেনা সরকার গঠনে যাবে কি না এখনও পরিষ্কার নয় । সেনার অভিযোগ, BJP একক ভাবে সরকার গঠন করার জন্য বিধায়ক কেনা-বেচার চেষ্টা করছে । সেজন্য সেনা তাদের বিধায়কদের মুম্বইয়ের একটি রির্সটে সরিয়ে রেখেছে ।
সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, "BJP-র এই অপচেষ্টা রোধ করতে আমরা বদ্ধপরিকর।" সেনা বিধায়কদের সঙ্গে একই রির্সটে আদিত্য ঠাকরে থাকছেন । এই ঘটনা থেকে প্রমাণিত হয়, নিজেদের বিধায়কদের কোনও ভাবে বিশ্বাস করছেন না উদ্ধব ঠাকরে ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেনা এখনও BJP-র সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি করছে । সেনা চাইছে মুখ্যমন্ত্রিত্বের পুরো মেয়াদকাল BJP-সেনার মধ্যে ভাগাভাগি করতে । অমিত শাহের সঙ্গে কথা বলে বরিষ্ঠ নেতারা সমাধানের চেষ্টা করছেন । তবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ভাগাভাগিতে BJP রাজি নয় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ।
সেনা-BJP-র এই 'টাগ অব ওয়ার' কংগ্রেসের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে । NCP-র মুম্বই সভাপতি নবাব মালিক বলেন, "BJP-কে প্রথমে প্রমাণ করতে হবে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে কি না । BJP রাজ্যে সরকার গঠন করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে ভোট দেব । আর যদি সরকার গঠন না করে তাহলে আমরা বিকল্প ভাবনা ভাবব।" মালিকের এই কথা আসলে সেনাকে নিজেদের দিকে টানার চেষ্টা বলে মলে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । দেবেন্দ্র ফড়নবিশ কয়েক দিন আগে সেনার সমালোচনা করে বলেন, সেনা সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বিবৃতি দেয় । অথচ আমরা কখনই বাল ঠাকরে বা উদ্ধব ঠাকরের সমালোচনা করি না ।"