ETV Bharat / bharat

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আজ BJP-র কোর কমিটির বৈঠক - মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আজ BJP-র কোর কমিটির বৈঠক

আজ BJP-র কোর গ্রুপের সদস্যরা বিশেষ বৈঠকে বসছেন । মহারাষ্ট্রের সরকার গঠন করার ক্ষেত্রে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে । BJP-র নিজেদের ১০৫ জন বিধায়ক আছে। অন্যদিকে শিবসেনার হাতে আছে ৫৬ জন বিধায়ক । BJP-সেনা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে । কিন্তু BJP-র সঙ্গে শিবসেনা সরকার গঠনে যাবে কি না এখনও পরিষ্কার নয় । অমিত শাহের সঙ্গে কথা বলে বরিষ্ঠ নেতারা সমাধানের চেষ্টা করছেন ।

BJP-র কোর কমিটির বৈঠক
author img

By

Published : Nov 10, 2019, 3:05 PM IST

মুম্বই, 10 নভেম্বর : BJP-র কোর গ্রুপের সদস্যরা আজ বিশেষ বৈঠকে বসছেন । মহারাষ্ট্রের সরকার গঠন করার ক্ষেত্রে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ।


BJP-র নিজেদের ১০৫ জন বিধায়ক আছে। অন্যদিকে শিবসেনার হাতে আছে ৫৬ জন বিধায়ক । BJP-সেনা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে । কিন্তু BJP-র সঙ্গে শিবসেনা সরকার গঠনে যাবে কি না এখনও পরিষ্কার নয় । সেনার অভিযোগ, BJP একক ভাবে সরকার গঠন করার জন্য বিধায়ক কেনা-বেচার চেষ্টা করছে । সেজন্য সেনা তাদের বিধায়কদের মুম্বইয়ের একটি রির্সটে সরিয়ে রেখেছে ।

সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, "BJP-র এই অপচেষ্টা রোধ করতে আমরা বদ্ধপরিকর।" সেনা বিধায়কদের সঙ্গে একই রির্সটে আদিত্য ঠাকরে থাকছেন । এই ঘটনা থেকে প্রমাণিত হয়, নিজেদের বিধায়কদের কোনও ভাবে বিশ্বাস করছেন না উদ্ধব ঠাকরে ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেনা এখনও BJP-র সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি করছে । সেনা চাইছে মুখ্যমন্ত্রিত্বের পুরো মেয়াদকাল BJP-সেনার মধ্যে ভাগাভাগি করতে । অমিত শাহের সঙ্গে কথা বলে বরিষ্ঠ নেতারা সমাধানের চেষ্টা করছেন । তবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ভাগাভাগিতে BJP রাজি নয় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ।

সেনা-BJP-র এই 'টাগ অব ওয়ার' কংগ্রেসের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে । NCP-র মুম্বই সভাপতি নবাব মালিক বলেন, "BJP-কে প্রথমে প্রমাণ করতে হবে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে কি না । BJP রাজ্যে সরকার গঠন করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে ভোট দেব । আর যদি সরকার গঠন না করে তাহলে আমরা বিকল্প ভাবনা ভাবব।" মালিকের এই কথা আসলে সেনাকে নিজেদের দিকে টানার চেষ্টা বলে মলে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । দেবেন্দ্র ফড়নবিশ কয়েক দিন আগে সেনার সমালোচনা করে বলেন, সেনা সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বিবৃতি দেয় । অথচ আমরা কখনই বাল ঠাকরে বা উদ্ধব ঠাকরের সমালোচনা করি না ।"

মুম্বই, 10 নভেম্বর : BJP-র কোর গ্রুপের সদস্যরা আজ বিশেষ বৈঠকে বসছেন । মহারাষ্ট্রের সরকার গঠন করার ক্ষেত্রে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ।


BJP-র নিজেদের ১০৫ জন বিধায়ক আছে। অন্যদিকে শিবসেনার হাতে আছে ৫৬ জন বিধায়ক । BJP-সেনা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে । কিন্তু BJP-র সঙ্গে শিবসেনা সরকার গঠনে যাবে কি না এখনও পরিষ্কার নয় । সেনার অভিযোগ, BJP একক ভাবে সরকার গঠন করার জন্য বিধায়ক কেনা-বেচার চেষ্টা করছে । সেজন্য সেনা তাদের বিধায়কদের মুম্বইয়ের একটি রির্সটে সরিয়ে রেখেছে ।

সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, "BJP-র এই অপচেষ্টা রোধ করতে আমরা বদ্ধপরিকর।" সেনা বিধায়কদের সঙ্গে একই রির্সটে আদিত্য ঠাকরে থাকছেন । এই ঘটনা থেকে প্রমাণিত হয়, নিজেদের বিধায়কদের কোনও ভাবে বিশ্বাস করছেন না উদ্ধব ঠাকরে ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেনা এখনও BJP-র সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি করছে । সেনা চাইছে মুখ্যমন্ত্রিত্বের পুরো মেয়াদকাল BJP-সেনার মধ্যে ভাগাভাগি করতে । অমিত শাহের সঙ্গে কথা বলে বরিষ্ঠ নেতারা সমাধানের চেষ্টা করছেন । তবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ভাগাভাগিতে BJP রাজি নয় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ।

সেনা-BJP-র এই 'টাগ অব ওয়ার' কংগ্রেসের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে । NCP-র মুম্বই সভাপতি নবাব মালিক বলেন, "BJP-কে প্রথমে প্রমাণ করতে হবে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে কি না । BJP রাজ্যে সরকার গঠন করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে ভোট দেব । আর যদি সরকার গঠন না করে তাহলে আমরা বিকল্প ভাবনা ভাবব।" মালিকের এই কথা আসলে সেনাকে নিজেদের দিকে টানার চেষ্টা বলে মলে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । দেবেন্দ্র ফড়নবিশ কয়েক দিন আগে সেনার সমালোচনা করে বলেন, সেনা সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বিবৃতি দেয় । অথচ আমরা কখনই বাল ঠাকরে বা উদ্ধব ঠাকরের সমালোচনা করি না ।"


Udhampur (JandK), Nov 10 (ANI): A rare wild deer fell into deep canal in JandK's Udhampur. Locals rushed to the spot to rescue the animal. After three hours long efforts, deer was safely rescued.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.