ETV Bharat / bharat

জলের তলায় অসমের 21 জেলা, মৃত 6 - অসমে বন্যা

প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও । সরকারি সূত্রে খবর, 27000 হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া । তাদের জন্য 68টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে । তবে চিন্তা বাড়িয়েছে পূর্বাভাস । কারণ, হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসনজুড়ে । ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে ।

বন্যা পরিস্থিতি অসমে
author img

By

Published : Jul 13, 2019, 1:48 PM IST

গুয়াহাটি, 13 জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম । গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেখানে । যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এখনও পর্যন্ত আট লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত । 21টি জেলা জলমগ্ন । বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রসহ মোট ছয়টি নদী । প্রশাসনিক সূত্রে খবর, বন্যা ও বৃষ্টিক কারণে এখনও পর্যন্ত ছজন মারা গেছে ।

প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও । সরকারি সূত্রে খবর, 27000 হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া । তাদের জন্য 68টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে । তবে চিন্তা বাড়িয়েছে পূর্বাভাস । কারণ, হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসনজুড়ে । ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । শুক্রবার থেকেই জলযান বন্ধ রাখা হয়েছে ।

Assam flood
জলমগ্ন অসমের 21জেলা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টি ও নদীর জল হু হু করে নিচু জায়গায় ঢুকছে । সবথেকে খারাপ অবস্থা বারপেটার । সেখানকার প্রায় 85000 মানুষ ঘরছাড়া । জল ঢুকেছে কাজ়িরাঙ্গা ন্যাশনাল পার্কেও । সেখানকার পশু-পাখিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । কাজ়িরাঙ্গা সংলগ্ন জাতীয় সড়কে যান চলাচলে কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার । কোনও পশু রাস্তায় এসে পড়লে, গাড়ির নিচে যেন চাপা না পড়ে সেজন্য এই বিধিনিষেধ ।

বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । ইতিমধ্যেই তিনি ডেপুটি কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন । প্রশাসনিক আধিকারিকদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন । কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দিয়েছেন ।

গুয়াহাটি, 13 জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম । গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেখানে । যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এখনও পর্যন্ত আট লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত । 21টি জেলা জলমগ্ন । বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রসহ মোট ছয়টি নদী । প্রশাসনিক সূত্রে খবর, বন্যা ও বৃষ্টিক কারণে এখনও পর্যন্ত ছজন মারা গেছে ।

প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও । সরকারি সূত্রে খবর, 27000 হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া । তাদের জন্য 68টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে । তবে চিন্তা বাড়িয়েছে পূর্বাভাস । কারণ, হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসনজুড়ে । ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । শুক্রবার থেকেই জলযান বন্ধ রাখা হয়েছে ।

Assam flood
জলমগ্ন অসমের 21জেলা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টি ও নদীর জল হু হু করে নিচু জায়গায় ঢুকছে । সবথেকে খারাপ অবস্থা বারপেটার । সেখানকার প্রায় 85000 মানুষ ঘরছাড়া । জল ঢুকেছে কাজ়িরাঙ্গা ন্যাশনাল পার্কেও । সেখানকার পশু-পাখিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । কাজ়িরাঙ্গা সংলগ্ন জাতীয় সড়কে যান চলাচলে কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার । কোনও পশু রাস্তায় এসে পড়লে, গাড়ির নিচে যেন চাপা না পড়ে সেজন্য এই বিধিনিষেধ ।

বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । ইতিমধ্যেই তিনি ডেপুটি কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন । প্রশাসনিক আধিকারিকদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন । কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দিয়েছেন ।

New Delhi, Apr 15 (ANI): Bharatiya Janata Party (BJP) delegation on Monday visited Election Commission Office in the national capital. After the meeting, Union Minister for Minority Affairs Mukhtar Abbas Naqvi briefed about the meeting and said, "Rahul Gandhi made shameful comments on PM Modi caste and said, why are all Modis thieves? PM Modi comes from a backward community; people with feudal mindset have hatred towards him. We've appealed to EC to take action against Rahul and Congress."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.