দিল্লি, 17 জানুয়ারি : তিহাড় জেলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া গণধর্ষণ মামলার অন্যতম অপরাধী বিনয় শর্মা । গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷
বিনয় শর্মার আইনজীবীর দাবি, বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেছিল বিনয় ৷ কারাগারের নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যায় সেই ঘটনা ৷ তবুও CCTV ফুটেজের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷ যদিও এ জাতীয় ঘটনার কথা অস্বীকার করা হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে ৷
এদিকে আজই নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ইতিমধ্যেই তিহাড় সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়া চলছে, দেখা হচ্ছে যে তা কতটা ভার বহনে সক্ষম । নজর রাখা হচ্ছে অপরাধীদের মানসিক অবস্থার দিকেও ৷
16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান ।
দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।