ETV Bharat / bharat

তিহাড় জেলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা নির্ভয়া অপরাধীর - binay-sharma-accused-of-nirbhaya case has tried to commit suicide in tihar jail

আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া গণধর্ষণ মামলার অন্যতম অপরাধী বিনয় শর্মা

Tihar
তিহাড় জেল
author img

By

Published : Jan 17, 2020, 11:57 AM IST

Updated : Jan 17, 2020, 1:27 PM IST

দিল্লি, 17 জানুয়ারি : তিহাড় জেলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া গণধর্ষণ মামলার অন্যতম অপরাধী বিনয় শর্মা । গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷

বিনয় শর্মার আইনজীবীর দাবি, বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেছিল বিনয় ৷ কারাগারের নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যায় সেই ঘটনা ৷ তবুও CCTV ফুটেজের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷ যদিও এ জাতীয় ঘটনার কথা অস্বীকার করা হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে ৷

এদিকে আজই নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ইতিমধ্যেই তিহাড় সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়া চলছে, দেখা হচ্ছে যে তা কতটা ভার বহনে সক্ষম । নজর রাখা হচ্ছে অপরাধীদের মানসিক অবস্থার দিকেও ৷

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান ।

দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।

দিল্লি, 17 জানুয়ারি : তিহাড় জেলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া গণধর্ষণ মামলার অন্যতম অপরাধী বিনয় শর্মা । গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷

বিনয় শর্মার আইনজীবীর দাবি, বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেছিল বিনয় ৷ কারাগারের নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যায় সেই ঘটনা ৷ তবুও CCTV ফুটেজের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷ যদিও এ জাতীয় ঘটনার কথা অস্বীকার করা হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে ৷

এদিকে আজই নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ইতিমধ্যেই তিহাড় সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়া চলছে, দেখা হচ্ছে যে তা কতটা ভার বহনে সক্ষম । নজর রাখা হচ্ছে অপরাধীদের মানসিক অবস্থার দিকেও ৷

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান ।

দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।

New Delhi, Jan 16 (ANI): Layer of fog continued to engulf the national capital on January 17. Republic Day parade practice continued despite rainy winters in Delhi. Minimum temperature will hover around 8 degrees Celsius this week, predicted India Meteorological Department. Major pollutants PM 2.5 at 206 and PM 10 at 201 were both in 'Poor' category in Lodhi Road area, according to the Air Quality Index (AQI) data.
Last Updated : Jan 17, 2020, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.