পটনা, 27 অক্টোবর : বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে মহাগঠবন্ধন । আশা RJD নেতা তেজস্বী যাদবের ।
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেকার যুব সম্প্রদায়কে কাজের ব্যবস্থা করে দেওয়া প্রাথমিক কাজ । পাশাপাশি বিহারে ক্ষমতায় এলে কেন্দ্রের কৃষক বিরোধী বিল বাতিল করা হবে বলে জানান তিনি । আরও বলেন, “ক্ষমতায় এলে 10 লাখ চাকরি দেওয়া হবে । প্রথম মন্ত্রিসভার বৈঠকে এতে সিলমোহর পড়বে ।” কত আসনে জয়ী হবেন জিজ্ঞাসা করলে তেজস্বী জানান, “আমি ভবিষ্যৎবাণী করতে পারব না । কিন্তু মানুষের উপর আমার ভরসা আছে । দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পাব ।”
15 বছরে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীত্বে প্রশাসন থেকে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিহার অনেক পিছিয়ে পড়েছে । তিনি বলেন, “আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে বিহারকে সঠিক দিশায় নিয়ে যাওয়া ।” সাধারণ মানুষের সমস্যা গুরুত্ব দিয়ে দেখা এবং সেগুলি সমাধান করা প্রাথমিক উদ্দেশ্য হবে বলে জানান তেজস্বী ।