ETV Bharat / bharat

122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA - NDA এগিয়ে 57 টি আসনে ৷ MGB এগিয়ে 59 টি আসনে ৷

bihar election result
বিহার ভোটের ফলাফল
author img

By

Published : Nov 10, 2020, 8:02 AM IST

Updated : Nov 11, 2020, 3:17 AM IST

03:12 November 11

বিহারে ভোটগণনা প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ৷ 240 টি আসনে গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ বাকি আর 3 টি আসনের ফলাফল ৷ এদিকে 122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA জোট

  • 122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA জোট  ৷ এখনও পর্যন্ত 3 টি আসনের ফলাফল ঘোষণা হওয়া বাকি ৷ তিনটির মধ্যে 2 টি আসনে এগিয়ে রয়েছে BJP ৷ অন্যটিতে তাদের জোটসঙ্গী JD(U) ৷ 

02:05 November 11

  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিহারে 243 টি আসনের মধ্যে 236 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 119 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 70 টি আসন ও JD(U) পেয়েছে 41 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 109 টি আসনে ৷ এর মধ্যে RJD 74 টি, কংগ্রেস 19 টি ও বামেরা 16 টি আসন জিতে রয়েছে ৷

01:21 November 11

  • এখনও পর্যন্ত বিহারে 243 টি আসনের মধ্যে 229 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 116 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 68 টি আসন ও JD(U) পেয়েছে 40 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 105 টি আসনে ৷ এর মধ্যে RJD 71 টি, কংগ্রেস 18 টি ও বামেরা 16 টি আসন জিতে রয়েছে ৷

01:14 November 11

  • আর এক ঘণ্টার মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে যাবে ৷ জানালেন ডেপুটি নির্বাচন কমিশনার ৷

01:11 November 11

  • 223 টি আসনের গণনা শেষ ৷ বাকি আর 20 টি বিধানসভা কেন্দ্র ৷ জানালেন ডেপুটি নির্বাচন কমিশনার চন্দ্রভূষণ কুমার ৷

00:39 November 11

  • 214 টি আসনে গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ এখনও পর্যন্ত BJP জিতে রয়েছে 64 টি আসনে ৷ অন্যদিকে RJD জিতে রয়েছে 66 টি আসনে ৷ একক দল হিসাবে সবথেকে বেশি আসন কে পাবে, তা নিয়ে চলছে কাঁটায় কাঁটায় টক্কর ৷

00:28 November 11

  • রাবড়ি দেবীর বাড়ি পৌঁছালেন  RJD নেতা তেজপ্রতাপ যাদব ৷

00:25 November 11

  • এখনও পর্যন্ত বিহারে 243 টি আসনের মধ্যে 203 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 102 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 60 টি আসন ও JD(U) পেয়েছে 34 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 93 টি আসনে ৷ এর মধ্যে RJD 64 টি, কংগ্রেস 16 টি ও বামেরা 13 টি আসন জিতে রয়েছে ৷

23:20 November 10

  • বিহারে 243 টি আসনের মধ্যে 183 টির গণনা শেষ হয়েছে ৷ 90 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 51 টি আসন ও JDU পেয়েছে 32 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 86 টি আসনে ৷ এর মধ্যে RJD 60 টি, কংগ্রেস 14 টি ও বামেরা 12 টি আসন জিতে রয়েছে ৷ এছাড়া AIMIM পেয়েছে 4 টি, BSP 1 টি আসন ৷

22:24 November 10

  • বিহার বিধানসভা নির্বাচনে 142টি আসনের ফল ঘোষণা ৷ 72টি সিটে জয়ী NDA ৷
  • নির্বাচন কমিশন কারুর চাপে কাজ করে না ৷ সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করছে ৷ সাংবাদিক বৈঠকে একথা বলেন নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিং ৷

21:21 November 10

  • বিহারে 92টি আসনের ফল ঘোষণা
  • 28টি আসনে জয়ী BJP
  • RJD জয়ী 25টি আসনে
  • JD(U) জিতেছে 17টি আসন
  • কংগ্রেস জিতেছে 7টি আসনে
  • CPI(M-L) জয়ী 6টি আসনে
  • VIP, AIMIM জিতেছে 2টি করে আসন
  • CPI, CPI(M), HAM(S) ও অনান্য রা জিতেছে 1টি করে আসন

19:46 November 10

  • NDA জয়ী 115 টি আসনে ৷ BJP জয়ী 72 টি আসনে ৷ 36 টি আসনে জয়ী JD(U) ৷
  • মহাজোটের দখলে 100 টি আসনে ৷ RJD জিতেছে 68 টিতে ৷ কংগ্রেস জিতেছে 17 টিতে ৷
  • NDA এগিয়ে 9 টি আসনে ৷ মহাজোট এগিয়ে 11 টি আসনে ৷

19:33 November 10

bihar election results
চলছে নির্বাচন কমিশনের গণনা
  • রাঘোপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন RJD নেতা তেজস্বী যাদব ৷

19:29 November 10

  • গয়া টাউনে জয়ী BJP প্রার্থী প্রেম কুমার ৷
  • মাধেপুরে জয়ী RJD প্রার্থী চন্দ্রশেখর ৷
  • মধুবনে জয়ী BJP প্রার্থী রানা রণধীর সিং ৷
  • মোতিহারি থেকে জয়ী BJP প্রার্থী প্রমোদ কুমার ৷

19:16 November 10

  • বিকেল 5 টা 30 পর্যন্ত 4.11 কোটি ভোটের মধ্যে গণনা হয়েছে 2.7 কোটি ভোট ৷

18:55 November 10

  • NDA জয়ী 101 টি আসনে ৷ BJP জয়ী 564 টি আসনে ৷ 30 টি আসনে জয়ী JD(U) ৷
  • মহাজোট জয়ী 93 টি আসনে ৷ RJD জিতেছে 61 টিতে ৷ কংগ্রেস জিতেছে 17 টিতে ৷
  • NDA এগিয়ে 18 টি আসনে ৷ মহাজোট এগিয়ে 23 টি আসনে ৷

18:11 November 10

  • NDA জয়ী 93 টি আসনে ৷
  • মহাজোট জয়ী 80 টি আসনে ৷

18:01 November 10

  • NDA জয়ী 88 টি আসনে ৷ BJP জয়ী 57 টি আসনে ৷ 25 টি আসনে জয়ী JD(U) ৷
  • মহাজোট জয়ী 77 টি আসনে ৷ RJD জিতেছে 50 টিতে ৷ কংগ্রেস জিতেছে 12 টিতে ৷
  • NDA এগিয়ে 37 টি আসনে ৷ MGB এগিয়ে 33 টি আসনে ৷

17:45 November 10

  • NDA জয়ী 82 টি আসনে ৷ BJP জয়ী 55 টি আসনে ৷ 22 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 71 টি আসনে ৷ RJD জিতেছে 45 টিতে ৷ কংগ্রেস জিতেছে 12 টিতে ৷
  • NDA এগিয়ে 40 টি আসনে ৷ MGB এগিয়ে 42 টি আসনে ৷

17:44 November 10

bihar-election-result-to-be-announced-today
এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে NDA
  • হাসানপুর থেকে জয়ী লালু যাদবের বড় ছেলে RJD প্রার্থী তেজ প্রতাপ সিং ৷
  • পটনা সাহিবে জয়ী BJP প্রার্থী নন্দ কিশোর যাদব ৷
  • ঝানঝারপুরে জয়ী BJP প্রার্থী নীতীশ মিশ্রা ৷
  • জামুইয়ে জয়ী BJP প্রার্থী শ্রেয়াসী সিং ৷
  • মাধেপুরে এগিয়ে RJD প্রার্থী চন্দ্রশেখর ৷

17:11 November 10

  • ফরবেসগঞ্জে জয়ী BJP প্রার্থী বিদ্যাসাগর কেশরী ৷
  • বেলহারে জয়ী JD(U) প্রার্থী মনোজ যাদব ৷

17:06 November 10

bihar-election-result-to-be-announced-today
বিহার বিধানসভায় আগের থেকে ভালো ফল বামেদের
  • নরপতগঞ্জে জয়ী BJP প্রার্থী জয়প্রকাশ যাদব ৷
  • সিকটিতে জয়ী BJP প্রার্থী বিজয় মণ্ডল ৷
  • গোহতে জয়ী RJD প্রার্থী ভিম সিং ৷
  • আরিরিয়াতে জয়ী কংগ্রেস প্রার্থী অভিদুর রহমান ৷

16:39 November 10

  • NDA জয়ী 46 টি আসনে ৷ BJP জয়ী 28 টি আসনে ৷ 12 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 38 টি আসনে ৷ RJD জিতেছে 22 টিতে ৷ কংগ্রেস জিতেছে 7 টিতে ৷
  • BJP এগিয়ে 77 টি আসনে ৷ MGB এগিয়ে 75 টি আসনে ৷

16:36 November 10

  • উজিয়াপুরে এগিয়ে RJD প্রার্থী অলোক কুমার মেহেতা ৷
  • সিওয়ানে এগিয়ে BJP প্রার্থী ওম প্রকাশ যাদব ৷
  • মাহনারে এগিয়ে JD(U) প্রার্থী উমেশ সিং কুশওয়ালা ৷

16:35 November 10

  • মোতিহারিতে জয়ী BJP প্রার্থী প্রমোদ কুমার ৷
  • সাহারসায় এগিয়ে BJP প্রার্থী অলোক রঞ্জন ৷
  • হাসানপুরে এগিয়ে RJD প্রার্থী তেজ প্রতাপ সিং ৷

16:24 November 10

  • NDA জয়ী 36 টি আসনে ৷ BJP জয়ী 22 টি আসনে ৷ 11 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 34 টি আসনে ৷ RJD জিতেছে 21 টিতে ৷ কংগ্রেস জিতেছে 6 টিতে ৷
  • BJP এগিয়ে 90 টি আসনে ৷ MGB এগিয়ে 75 টি আসনে ৷

16:21 November 10

  • রুপাউলিতে জয়ী JD(U) প্রার্থী বিমা ভারতী ৷
  • লাউরিয়াতে জয়ী BJP প্রার্থী বিনয় বিহারী ৷
  • নালন্দায় এগিয়ে JD(U) প্রার্থী শ্রবণ কুমার ৷

16:16 November 10

  • NDA জয়ী 34 টি আসনে ৷ BJP জয়ী 21 টি আসনে ৷ 10 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 27 টি আসনে ৷ RJD জিতেছে 16 টিতে ৷ কংগ্রেস জিতেছে 5 টিতে ৷
  • BJP এগিয়ে 94 টি আসনে ৷ MGB এগিয়ে 81 টি আসনে ৷

16:10 November 10

  • NDA জয়ী 32 টি আসনে ৷ BJP জয়ী 21 টি আসনে ৷ 8 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 24 টি আসনে ৷ RJD জিতেছে 12 টিতে ৷ কংগ্রেস জিতেছে 4 টিতে ৷
  • BJP এগিয়ে 97 টি আসনে ৷ MGB এগিয়ে 87 টি আসনে ৷

16:01 November 10

  • মোকামায় জয়ী RJD প্রার্থী অনন্ত সিং ৷

15:59 November 10

  • NDA জয়ী 28 টি আসনে ৷ BJP জয়ী 19 টি আসনে ৷ 7 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 20 টি আসনে ৷ RJD জিতেছে 11 টিতে ৷ কংগ্রেস জিতেছে 4 টিতে ৷
  • BJP এগিয়ে 101 টি আসনে ৷ MGB এগিয়ে 84 টি আসনে ৷

15:54 November 10

  • বেনিপুরে জয়ী JD(U) প্রার্থী  অজয় চৌধুরি ৷

15:54 November 10

  • বারহারাতে জয়ী BJP প্রার্থী রাঘবেন্দ্র প্রতাপ সিং ৷
  • বাহাদুরপুরে জয়ী JD(U) প্রার্থী মদন সাহানী ৷

15:49 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ BJP এগিয়ে 103 টি আসনে ৷ MGB এগিয়ে 85 টি আসনে ৷
  • NDA জয়ী 28 টি আসনে ৷ BJP জয়ী 19 টি আসনে ৷ 7 টি আসনে জয়ী JDU ৷
  • MGB জয়ী 18 টি আসনে ৷ RJD জিতেছে 10 টিতে ৷ কংগ্রেস জিতেছে 4 টিতে ৷

15:34 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ BJP এগিয়ে 103 টি আসনে ৷ MGB এগিয়ে 89 টি আসনে ৷
  • NDA জয়ী 25 টি আসনে ৷ BJP জয়ী 7 টি আসনে ৷ 6 টি আসনে জয়ী JDU ৷
  • MGB জয়ী 15 টি আসনে ৷
  • আরারিয়াতে এগিয়ে JDU প্রার্থী শাহগুফতা আজ়িম ৷
  • লাউরিয়াতে এগিয়ে BJP প্রার্থী বিনয় বিহারী ৷

15:14 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ 124 টি আসনে এগিয়ে BJP ৷ ইতিমধ্যেই পার করেছে ম্যাজিক ফিগার ৷ MGB এগিয়ে 107 টি আসনে ৷
  • NDA জয়ী 19 টি আসনে ৷ BJP জয়ী 13 টি আসনে ৷ 6 টি আসনে জয়ী JDU ৷
  • MGB জয়ী 10 টি আসনে ৷

15:06 November 10

  • NDA জয়ী 18 টি আসনে ৷ MGB জয়ী 9 টি আসনে ৷

15:02 November 10

  • MGB জয়ী 7 টি আসনে ৷

14:57 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ 129 টি আসনে এগিয়ে BJP ৷ ইতিমধ্যেই পার করেছে ম্যাজিক ফিগার ৷
  • গয়া টাউনে এগিয়ে রয়েছে BJP প্রার্থী প্রেম কুমার ৷
  • কুছাইকোটে এগিয়ে JDU প্রার্থী অমরেন্দ্র কুমার পাণ্ডে ৷
  • এখনও পর্যন্ত 31 শতাংশ ভোট গণনা হয়েছে ৷
  • NDA জয়ী 17 টি আসনে ৷ BJP জয়ী 11 টি আসনে ৷ 6 টি আসনে জয়ী JDU ৷

14:25 November 10

  • 119টি আসনে NDA ও 103টি আসনে মহাজোট এগিয়ে

13:55 November 10

  • কেওটি থেকে একটি আসনে জয়ী BJP

13:53 November 10

  • BJP 71টি, JDU 47টি এবং RJD 65টি কেন্দ্রে এগিয়ে

12:56 November 10

  • নির্বাচন কমিশন সূত্রে খবর, 20 শতাংশ ভোটগণনা হয়েছে । গণনা শেষ হতে সন্ধে পার হবে

12:09 November 10

  • ট্রেন্ড অনুযায়ী ফলাফল এক থাকলে বিহারে বৃহত্তম দল হবে BJP

11:58 November 10

  • বিহারে বামেদের প্রত্যাবর্তন । 19 আসনে এগিয়ে বামেরা

11:47 November 10

  • ভোটগণনার দ্বিতীয় রাউন্ডে রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব

11:26 November 10

  • হাসানপুর কেন্দ্র থেকে 1,500 ভোটে পিছিয়ে রয়েছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব

10:04 November 10

JDU নেতা কে সি ত্যাগী
  • COVID-19'এর কারণে ভোটের ফলাফল আমাদের বিপক্ষে : কে সি ত্যাগী

09:38 November 10

  • মহাজোট এগিয়ে 97টি ও NDA এগিয়ে 95টি আসনে

09:24 November 10

  • 89টি কেন্দ্রে এগিয়ে NDA, 87টি কেন্দ্রে মহাজোট

09:04 November 10

  • দ্বারভাঙায় এগিয়ে BJP প্রার্থী

09:01 November 10

bihar election vote count
তেজস্বীর ছবি হাতে সমর্থকরা
  • গণনা শুরু হতে তেজস্বী যাদবের বাড়ির বাইরে তাঁর সমর্থকদের ভিড়

08:57 November 10

আত্মবিশ্বাসী RJD নেতা মনোজ ঝা
  • সাধারণ মানুষ বিহারের জন্য ভোট দিয়েছেন, বললেন RJD নেতা মনোজ ঝা

06:26 November 10

গয়ার একটি ভোটগণনা কেন্দ্র
  • বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণনাকেন্দ্রে পৌঁছে গেছেন

03:12 November 11

বিহারে ভোটগণনা প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ৷ 240 টি আসনে গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ বাকি আর 3 টি আসনের ফলাফল ৷ এদিকে 122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA জোট

  • 122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA জোট  ৷ এখনও পর্যন্ত 3 টি আসনের ফলাফল ঘোষণা হওয়া বাকি ৷ তিনটির মধ্যে 2 টি আসনে এগিয়ে রয়েছে BJP ৷ অন্যটিতে তাদের জোটসঙ্গী JD(U) ৷ 

02:05 November 11

  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিহারে 243 টি আসনের মধ্যে 236 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 119 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 70 টি আসন ও JD(U) পেয়েছে 41 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 109 টি আসনে ৷ এর মধ্যে RJD 74 টি, কংগ্রেস 19 টি ও বামেরা 16 টি আসন জিতে রয়েছে ৷

01:21 November 11

  • এখনও পর্যন্ত বিহারে 243 টি আসনের মধ্যে 229 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 116 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 68 টি আসন ও JD(U) পেয়েছে 40 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 105 টি আসনে ৷ এর মধ্যে RJD 71 টি, কংগ্রেস 18 টি ও বামেরা 16 টি আসন জিতে রয়েছে ৷

01:14 November 11

  • আর এক ঘণ্টার মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে যাবে ৷ জানালেন ডেপুটি নির্বাচন কমিশনার ৷

01:11 November 11

  • 223 টি আসনের গণনা শেষ ৷ বাকি আর 20 টি বিধানসভা কেন্দ্র ৷ জানালেন ডেপুটি নির্বাচন কমিশনার চন্দ্রভূষণ কুমার ৷

00:39 November 11

  • 214 টি আসনে গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ এখনও পর্যন্ত BJP জিতে রয়েছে 64 টি আসনে ৷ অন্যদিকে RJD জিতে রয়েছে 66 টি আসনে ৷ একক দল হিসাবে সবথেকে বেশি আসন কে পাবে, তা নিয়ে চলছে কাঁটায় কাঁটায় টক্কর ৷

00:28 November 11

  • রাবড়ি দেবীর বাড়ি পৌঁছালেন  RJD নেতা তেজপ্রতাপ যাদব ৷

00:25 November 11

  • এখনও পর্যন্ত বিহারে 243 টি আসনের মধ্যে 203 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 102 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 60 টি আসন ও JD(U) পেয়েছে 34 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 93 টি আসনে ৷ এর মধ্যে RJD 64 টি, কংগ্রেস 16 টি ও বামেরা 13 টি আসন জিতে রয়েছে ৷

23:20 November 10

  • বিহারে 243 টি আসনের মধ্যে 183 টির গণনা শেষ হয়েছে ৷ 90 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 51 টি আসন ও JDU পেয়েছে 32 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 86 টি আসনে ৷ এর মধ্যে RJD 60 টি, কংগ্রেস 14 টি ও বামেরা 12 টি আসন জিতে রয়েছে ৷ এছাড়া AIMIM পেয়েছে 4 টি, BSP 1 টি আসন ৷

22:24 November 10

  • বিহার বিধানসভা নির্বাচনে 142টি আসনের ফল ঘোষণা ৷ 72টি সিটে জয়ী NDA ৷
  • নির্বাচন কমিশন কারুর চাপে কাজ করে না ৷ সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করছে ৷ সাংবাদিক বৈঠকে একথা বলেন নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিং ৷

21:21 November 10

  • বিহারে 92টি আসনের ফল ঘোষণা
  • 28টি আসনে জয়ী BJP
  • RJD জয়ী 25টি আসনে
  • JD(U) জিতেছে 17টি আসন
  • কংগ্রেস জিতেছে 7টি আসনে
  • CPI(M-L) জয়ী 6টি আসনে
  • VIP, AIMIM জিতেছে 2টি করে আসন
  • CPI, CPI(M), HAM(S) ও অনান্য রা জিতেছে 1টি করে আসন

19:46 November 10

  • NDA জয়ী 115 টি আসনে ৷ BJP জয়ী 72 টি আসনে ৷ 36 টি আসনে জয়ী JD(U) ৷
  • মহাজোটের দখলে 100 টি আসনে ৷ RJD জিতেছে 68 টিতে ৷ কংগ্রেস জিতেছে 17 টিতে ৷
  • NDA এগিয়ে 9 টি আসনে ৷ মহাজোট এগিয়ে 11 টি আসনে ৷

19:33 November 10

bihar election results
চলছে নির্বাচন কমিশনের গণনা
  • রাঘোপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন RJD নেতা তেজস্বী যাদব ৷

19:29 November 10

  • গয়া টাউনে জয়ী BJP প্রার্থী প্রেম কুমার ৷
  • মাধেপুরে জয়ী RJD প্রার্থী চন্দ্রশেখর ৷
  • মধুবনে জয়ী BJP প্রার্থী রানা রণধীর সিং ৷
  • মোতিহারি থেকে জয়ী BJP প্রার্থী প্রমোদ কুমার ৷

19:16 November 10

  • বিকেল 5 টা 30 পর্যন্ত 4.11 কোটি ভোটের মধ্যে গণনা হয়েছে 2.7 কোটি ভোট ৷

18:55 November 10

  • NDA জয়ী 101 টি আসনে ৷ BJP জয়ী 564 টি আসনে ৷ 30 টি আসনে জয়ী JD(U) ৷
  • মহাজোট জয়ী 93 টি আসনে ৷ RJD জিতেছে 61 টিতে ৷ কংগ্রেস জিতেছে 17 টিতে ৷
  • NDA এগিয়ে 18 টি আসনে ৷ মহাজোট এগিয়ে 23 টি আসনে ৷

18:11 November 10

  • NDA জয়ী 93 টি আসনে ৷
  • মহাজোট জয়ী 80 টি আসনে ৷

18:01 November 10

  • NDA জয়ী 88 টি আসনে ৷ BJP জয়ী 57 টি আসনে ৷ 25 টি আসনে জয়ী JD(U) ৷
  • মহাজোট জয়ী 77 টি আসনে ৷ RJD জিতেছে 50 টিতে ৷ কংগ্রেস জিতেছে 12 টিতে ৷
  • NDA এগিয়ে 37 টি আসনে ৷ MGB এগিয়ে 33 টি আসনে ৷

17:45 November 10

  • NDA জয়ী 82 টি আসনে ৷ BJP জয়ী 55 টি আসনে ৷ 22 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 71 টি আসনে ৷ RJD জিতেছে 45 টিতে ৷ কংগ্রেস জিতেছে 12 টিতে ৷
  • NDA এগিয়ে 40 টি আসনে ৷ MGB এগিয়ে 42 টি আসনে ৷

17:44 November 10

bihar-election-result-to-be-announced-today
এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে NDA
  • হাসানপুর থেকে জয়ী লালু যাদবের বড় ছেলে RJD প্রার্থী তেজ প্রতাপ সিং ৷
  • পটনা সাহিবে জয়ী BJP প্রার্থী নন্দ কিশোর যাদব ৷
  • ঝানঝারপুরে জয়ী BJP প্রার্থী নীতীশ মিশ্রা ৷
  • জামুইয়ে জয়ী BJP প্রার্থী শ্রেয়াসী সিং ৷
  • মাধেপুরে এগিয়ে RJD প্রার্থী চন্দ্রশেখর ৷

17:11 November 10

  • ফরবেসগঞ্জে জয়ী BJP প্রার্থী বিদ্যাসাগর কেশরী ৷
  • বেলহারে জয়ী JD(U) প্রার্থী মনোজ যাদব ৷

17:06 November 10

bihar-election-result-to-be-announced-today
বিহার বিধানসভায় আগের থেকে ভালো ফল বামেদের
  • নরপতগঞ্জে জয়ী BJP প্রার্থী জয়প্রকাশ যাদব ৷
  • সিকটিতে জয়ী BJP প্রার্থী বিজয় মণ্ডল ৷
  • গোহতে জয়ী RJD প্রার্থী ভিম সিং ৷
  • আরিরিয়াতে জয়ী কংগ্রেস প্রার্থী অভিদুর রহমান ৷

16:39 November 10

  • NDA জয়ী 46 টি আসনে ৷ BJP জয়ী 28 টি আসনে ৷ 12 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 38 টি আসনে ৷ RJD জিতেছে 22 টিতে ৷ কংগ্রেস জিতেছে 7 টিতে ৷
  • BJP এগিয়ে 77 টি আসনে ৷ MGB এগিয়ে 75 টি আসনে ৷

16:36 November 10

  • উজিয়াপুরে এগিয়ে RJD প্রার্থী অলোক কুমার মেহেতা ৷
  • সিওয়ানে এগিয়ে BJP প্রার্থী ওম প্রকাশ যাদব ৷
  • মাহনারে এগিয়ে JD(U) প্রার্থী উমেশ সিং কুশওয়ালা ৷

16:35 November 10

  • মোতিহারিতে জয়ী BJP প্রার্থী প্রমোদ কুমার ৷
  • সাহারসায় এগিয়ে BJP প্রার্থী অলোক রঞ্জন ৷
  • হাসানপুরে এগিয়ে RJD প্রার্থী তেজ প্রতাপ সিং ৷

16:24 November 10

  • NDA জয়ী 36 টি আসনে ৷ BJP জয়ী 22 টি আসনে ৷ 11 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 34 টি আসনে ৷ RJD জিতেছে 21 টিতে ৷ কংগ্রেস জিতেছে 6 টিতে ৷
  • BJP এগিয়ে 90 টি আসনে ৷ MGB এগিয়ে 75 টি আসনে ৷

16:21 November 10

  • রুপাউলিতে জয়ী JD(U) প্রার্থী বিমা ভারতী ৷
  • লাউরিয়াতে জয়ী BJP প্রার্থী বিনয় বিহারী ৷
  • নালন্দায় এগিয়ে JD(U) প্রার্থী শ্রবণ কুমার ৷

16:16 November 10

  • NDA জয়ী 34 টি আসনে ৷ BJP জয়ী 21 টি আসনে ৷ 10 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 27 টি আসনে ৷ RJD জিতেছে 16 টিতে ৷ কংগ্রেস জিতেছে 5 টিতে ৷
  • BJP এগিয়ে 94 টি আসনে ৷ MGB এগিয়ে 81 টি আসনে ৷

16:10 November 10

  • NDA জয়ী 32 টি আসনে ৷ BJP জয়ী 21 টি আসনে ৷ 8 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 24 টি আসনে ৷ RJD জিতেছে 12 টিতে ৷ কংগ্রেস জিতেছে 4 টিতে ৷
  • BJP এগিয়ে 97 টি আসনে ৷ MGB এগিয়ে 87 টি আসনে ৷

16:01 November 10

  • মোকামায় জয়ী RJD প্রার্থী অনন্ত সিং ৷

15:59 November 10

  • NDA জয়ী 28 টি আসনে ৷ BJP জয়ী 19 টি আসনে ৷ 7 টি আসনে জয়ী JD(U) ৷
  • MGB জয়ী 20 টি আসনে ৷ RJD জিতেছে 11 টিতে ৷ কংগ্রেস জিতেছে 4 টিতে ৷
  • BJP এগিয়ে 101 টি আসনে ৷ MGB এগিয়ে 84 টি আসনে ৷

15:54 November 10

  • বেনিপুরে জয়ী JD(U) প্রার্থী  অজয় চৌধুরি ৷

15:54 November 10

  • বারহারাতে জয়ী BJP প্রার্থী রাঘবেন্দ্র প্রতাপ সিং ৷
  • বাহাদুরপুরে জয়ী JD(U) প্রার্থী মদন সাহানী ৷

15:49 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ BJP এগিয়ে 103 টি আসনে ৷ MGB এগিয়ে 85 টি আসনে ৷
  • NDA জয়ী 28 টি আসনে ৷ BJP জয়ী 19 টি আসনে ৷ 7 টি আসনে জয়ী JDU ৷
  • MGB জয়ী 18 টি আসনে ৷ RJD জিতেছে 10 টিতে ৷ কংগ্রেস জিতেছে 4 টিতে ৷

15:34 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ BJP এগিয়ে 103 টি আসনে ৷ MGB এগিয়ে 89 টি আসনে ৷
  • NDA জয়ী 25 টি আসনে ৷ BJP জয়ী 7 টি আসনে ৷ 6 টি আসনে জয়ী JDU ৷
  • MGB জয়ী 15 টি আসনে ৷
  • আরারিয়াতে এগিয়ে JDU প্রার্থী শাহগুফতা আজ়িম ৷
  • লাউরিয়াতে এগিয়ে BJP প্রার্থী বিনয় বিহারী ৷

15:14 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ 124 টি আসনে এগিয়ে BJP ৷ ইতিমধ্যেই পার করেছে ম্যাজিক ফিগার ৷ MGB এগিয়ে 107 টি আসনে ৷
  • NDA জয়ী 19 টি আসনে ৷ BJP জয়ী 13 টি আসনে ৷ 6 টি আসনে জয়ী JDU ৷
  • MGB জয়ী 10 টি আসনে ৷

15:06 November 10

  • NDA জয়ী 18 টি আসনে ৷ MGB জয়ী 9 টি আসনে ৷

15:02 November 10

  • MGB জয়ী 7 টি আসনে ৷

14:57 November 10

  • 243 কেন্দ্রের মধ্যে ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে BJP ৷ 129 টি আসনে এগিয়ে BJP ৷ ইতিমধ্যেই পার করেছে ম্যাজিক ফিগার ৷
  • গয়া টাউনে এগিয়ে রয়েছে BJP প্রার্থী প্রেম কুমার ৷
  • কুছাইকোটে এগিয়ে JDU প্রার্থী অমরেন্দ্র কুমার পাণ্ডে ৷
  • এখনও পর্যন্ত 31 শতাংশ ভোট গণনা হয়েছে ৷
  • NDA জয়ী 17 টি আসনে ৷ BJP জয়ী 11 টি আসনে ৷ 6 টি আসনে জয়ী JDU ৷

14:25 November 10

  • 119টি আসনে NDA ও 103টি আসনে মহাজোট এগিয়ে

13:55 November 10

  • কেওটি থেকে একটি আসনে জয়ী BJP

13:53 November 10

  • BJP 71টি, JDU 47টি এবং RJD 65টি কেন্দ্রে এগিয়ে

12:56 November 10

  • নির্বাচন কমিশন সূত্রে খবর, 20 শতাংশ ভোটগণনা হয়েছে । গণনা শেষ হতে সন্ধে পার হবে

12:09 November 10

  • ট্রেন্ড অনুযায়ী ফলাফল এক থাকলে বিহারে বৃহত্তম দল হবে BJP

11:58 November 10

  • বিহারে বামেদের প্রত্যাবর্তন । 19 আসনে এগিয়ে বামেরা

11:47 November 10

  • ভোটগণনার দ্বিতীয় রাউন্ডে রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব

11:26 November 10

  • হাসানপুর কেন্দ্র থেকে 1,500 ভোটে পিছিয়ে রয়েছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব

10:04 November 10

JDU নেতা কে সি ত্যাগী
  • COVID-19'এর কারণে ভোটের ফলাফল আমাদের বিপক্ষে : কে সি ত্যাগী

09:38 November 10

  • মহাজোট এগিয়ে 97টি ও NDA এগিয়ে 95টি আসনে

09:24 November 10

  • 89টি কেন্দ্রে এগিয়ে NDA, 87টি কেন্দ্রে মহাজোট

09:04 November 10

  • দ্বারভাঙায় এগিয়ে BJP প্রার্থী

09:01 November 10

bihar election vote count
তেজস্বীর ছবি হাতে সমর্থকরা
  • গণনা শুরু হতে তেজস্বী যাদবের বাড়ির বাইরে তাঁর সমর্থকদের ভিড়

08:57 November 10

আত্মবিশ্বাসী RJD নেতা মনোজ ঝা
  • সাধারণ মানুষ বিহারের জন্য ভোট দিয়েছেন, বললেন RJD নেতা মনোজ ঝা

06:26 November 10

গয়ার একটি ভোটগণনা কেন্দ্র
  • বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণনাকেন্দ্রে পৌঁছে গেছেন
Last Updated : Nov 11, 2020, 3:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.