ETV Bharat / bharat

আজ বিহারে নির্বাচনী প্রচারে মোদি-রাহুল - বিহারে আজ BJP - কংগ্রেসের নির্বাচনী প্রচারের সূচি

বিহারে আজ তিনটি নির্বাচনী ব়্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিহারের রোহতাস জেলার দেহরিতে হবে প্রথম ব়্যালি ৷ এরপর দ্বিতীয় ব়্যালিটি হবে গয়ার ঐতিহাসিক গান্ধি ময়দানে ৷ তৃতীয়টি হবে ভাগলপুরে ৷

Bihar campaign set to intensify as Rahul, Modi address rallies today
বিহারে আজ BJP - কংগ্রেসের নির্বাচনী প্রচারের সূচি
author img

By

Published : Oct 23, 2020, 10:18 AM IST

পটনা, 23 অক্টোবর : বিহারে নির্বাচনী প্রচার তুঙ্গে ৷ আজ প্রচারের ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

বিহারে আজ তিনটি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিহারের রোহতাস জেলার দেহরিতে হবে প্রথম ব়্যালি ৷ এরপর দ্বিতীয় ব়্যালিটি হবে গয়ার ঐতিহাসিক গান্ধি ময়দানে ৷ তৃতীয়টি হবে ভাগলপুরে ৷ BJP - র তরফে জানানো হয়েছে, বিহারে মোট 12 টি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী ৷ কয়েকটি নির্বাচনী সভা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷

অন্যদিকে, কংগ্রেসের তরফে দু'টি নির্বাচনী সভা হবে বিহারে ৷ কংগ্রেস বিধান পরিষদের সদস্য প্রেম চাঁদ মিশ্রা জানান, আজ রাহুল গান্ধি তাঁর প্রথম নির্বাচনী ব়্যালি করবেন নাওড়ার হিসুয়ায় ৷ পরের ব়্যালিটি হবে কাহালগাঁওয়ে ৷ RJD নেতা তেজস্বী যাদব হিসুয়ার ব়্যালিতে রাহুল গান্ধির সঙ্গে থাকবেন ৷

আগামী সপ্তাহেই বিহারে শুরু বিধানসভা নির্বাচন ৷ সেখানে মোট আসন সংখ্যা 243 টি ৷ নির্বাচন হবে তিন দফায় ৷ 28 অক্টোবর প্রথম দফায় 71 টি আসনে , 3 নভেম্বর দ্বিতীয় দফায় 94 টি আসনে ও 7 নভেম্বর তৃতীয় দফায় 78 টি আসনে ভোটগ্রহণ হবে ৷ নির্বাচনের ফল ঘোষণা হবে 10 নভেম্বর ৷

পটনা, 23 অক্টোবর : বিহারে নির্বাচনী প্রচার তুঙ্গে ৷ আজ প্রচারের ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

বিহারে আজ তিনটি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিহারের রোহতাস জেলার দেহরিতে হবে প্রথম ব়্যালি ৷ এরপর দ্বিতীয় ব়্যালিটি হবে গয়ার ঐতিহাসিক গান্ধি ময়দানে ৷ তৃতীয়টি হবে ভাগলপুরে ৷ BJP - র তরফে জানানো হয়েছে, বিহারে মোট 12 টি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী ৷ কয়েকটি নির্বাচনী সভা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷

অন্যদিকে, কংগ্রেসের তরফে দু'টি নির্বাচনী সভা হবে বিহারে ৷ কংগ্রেস বিধান পরিষদের সদস্য প্রেম চাঁদ মিশ্রা জানান, আজ রাহুল গান্ধি তাঁর প্রথম নির্বাচনী ব়্যালি করবেন নাওড়ার হিসুয়ায় ৷ পরের ব়্যালিটি হবে কাহালগাঁওয়ে ৷ RJD নেতা তেজস্বী যাদব হিসুয়ার ব়্যালিতে রাহুল গান্ধির সঙ্গে থাকবেন ৷

আগামী সপ্তাহেই বিহারে শুরু বিধানসভা নির্বাচন ৷ সেখানে মোট আসন সংখ্যা 243 টি ৷ নির্বাচন হবে তিন দফায় ৷ 28 অক্টোবর প্রথম দফায় 71 টি আসনে , 3 নভেম্বর দ্বিতীয় দফায় 94 টি আসনে ও 7 নভেম্বর তৃতীয় দফায় 78 টি আসনে ভোটগ্রহণ হবে ৷ নির্বাচনের ফল ঘোষণা হবে 10 নভেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.