পটনা, 26 অক্টোবর : শেষ হল বিহারের প্রথম দফার নির্বাচনী প্রচার । 28 অক্টোবর বিহারে প্রথম দফার ভোট । 71টি বিধানসভা আসনে প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে দু'দিন পরই । একদিকে NDA শিবির, যার প্রধান মুখ নীতীশ কুমার । অন্যদিকে রয়েছে RJD, কংগ্রেস ও বাম দলগুলির মিলিত জোট । যাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ।
গত কয়েকদিনে অমিত শাহ থেকে শুরু করে জে পি নাড্ডা, একের পর এক হেভিওয়েটকে বিহারে দেখা গেছে নির্বাচনী আসরে । এদিকে প্রচারে নেমে নীতীশ কুমারকে আক্রমণ করেই চলেছেন তেজস্বী যাদব । কৃষকদের সমস্যাগুলি নিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি । এছাড়া রাজ্যে কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে নির্বাচনী প্রচারে একাধিকবার সরব হয়েছেন ।
অন্যদিকে নীতীশ কুমার মধুবনীতে ভোটের প্রচারে গিয়ে বলেছেন, "বিহারে ভয়ংকর পরিস্থিতি ছিল ৷ অসংখ্য অপরাধের ঘটনা ঘটত ৷ উন্নয়ন শূন্যে এসে ঠেকেছিল ৷ এই অবস্থাটা আমরা সামলেছি ৷ আমরা গোড়া থেকে কাজ শুরু করেছি ৷ যা ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে ৷"
আরও পড়ুন : 2020 বিহার নির্বাচন : নীতীশ কুমারের সামনে একাধিক চ্যালেঞ্জ
এই দ্বিমুখী লড়াই ছাড়াও নজর থাকছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের দল LJP-র দিকেও । NDA জোটে থাকলেও বিহারের বিধানসভা নির্বাচনে একলা চলার নীতি নিয়েছেন চিরাগ পাসওয়ান । ভোটে জিতলে নীতীশ কুমারকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি । নির্বাচনী প্রচারে এসে তাঁকে বলতে শোনা যায়, "দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী বা যেই জড়িত থাকুক না কেন তাঁকে জেলে পাঠাবই ।"