ETV Bharat / bharat

বিহার বিধানসভা নির্বাচন : চলছে 71 আসনে ভোটগ্রহণ - Voting begins for the first phase of Bihar

আজ প্রথম দফায় 71 টি আসনে ভোট । ভোটের ময়দানে 1 হাজার 66 জন প্রার্থী ।

Bihar Assembly Election 2020
বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু
author img

By

Published : Oct 28, 2020, 7:08 AM IST

Updated : Oct 28, 2020, 1:33 PM IST

পটনা , 28 অক্টোবর : চলছে বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া । আজ প্রথম দফায় 71 টি আসনে ভোট রয়েছে । দুপুর 1টা পর্যন্ত 33.10 শতাংশ ভোট পড়েছে । অন্যদিকে , বিহারের লখিসরাই জেলার বালগুদার গ্রামে ভোটাররা নির্বাচন বর্জন করেছেন । তাই 115 নম্বর বুথ কার্যত ফাঁকা ।

এই দফায় ভোটের ময়দানে লড়ছেন 1 হাজার 66 জন প্রার্থী । তাঁদের মধ্যে 114 জন মহিলা । দেশজুড়ে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার বড় কোনও নির্বাচন হচ্ছে দেশে । কোরোনার সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে । বিধানসভা নির্বাচনের জন্য 7 লাখ স্যানিটাইজ়ারের বোতল, 46 লাখ মাস্ক, 6 লাখ PPE কিট, 6 লাখ 70 হাজার ফেস শিল্ড ও 23 লাখ জোড়া গ্লাভসের ব্যবস্থা রাখার কথা নির্বাচন কমিশনের ।

Bihar Assembly Election 2020
ভোটের আগে একটি কেন্দ্র স্যানিটাইজ় করা হচ্ছিল

নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রয়েছে কড়া সতর্কতা । তিন দফার ভোটের জন্য সবমিলিয়ে প্রায় 30 হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিহারে পাঠানো হয়েছে । ঔরঙ্গাবাদ, গয়া, নওদা, জামুই ও লখিসরাই জেলার মাওবাদী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলির জন্য 1200 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । ইতিমধ্যেই ঔরঙ্গাবাদের ধীবরা এলাকা থেকে দু'টি বিস্ফোরক উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী ।

Bihar Assembly Election 2020
যথাযথ সুরক্ষাবিধি মানা হচ্ছে কেন্দ্রগুলিতে

অন্যদিকে , কোরোনা সংক্রমণ রুখতে যে পদক্ষেপ করা হয়েছে , তা মেনেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে । গয়ার একটি ভোটকেন্দ্রে প্রত্যেকে মাস্ক ও গ্লাভস পরে ভোটের ডিউটি করছেন । স্যানিটাইজ়ারও ব্যবহার করা হচ্ছে ।

Bihar Assembly Election 2020
গয়ার একটি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ

ভোটের লড়াইয়ের একদিকে রয়েছে BJP, JD(U)-এর নেতৃত্বে NDA জোট । LJP-ও জোটে রয়েছে । কিন্তু বিহারে একলা চলার নীতি নিয়েছেন চিরাগ পাসওয়ান । NDA জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার । মূলত , সেই কারণেই সরে দাঁড়িয়েছেন চিরাগ পাসওয়ান । অন্যদিকে রয়েছে RJD-বাম-কংগ্রেস মহাজোট । মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ।

Bihar Assembly Election 2020
ভোটাররা নির্বাচন বর্জন করায় 115 নম্বর বুথ কার্যত ফাঁকা

প্রথম দফার ভোটে ময়দানে নেমেছেন নীতীশ কুমারের মন্ত্রিসভার আধ ডজন হেভিওয়েট । তালিকায় রয়েছেন কৃষ্ণনন্দন বর্মা, প্রেম কুমার, জয়কুমার সিং, সন্তোষকুমার নিরালা, বিজয় সিনহা এবং রামনারায়ণ মণ্ডলের মতো মন্ত্রীরা । ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধে সাতটা পর্যন্ত ।

মোট তিন দফায় হবে ভোটগ্রহণ । আজ প্রথম দফা । দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে যথাক্রমে 3 ও 7 নভেম্বর । গণনা হবে 10 নভেম্বর ।

পটনা , 28 অক্টোবর : চলছে বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া । আজ প্রথম দফায় 71 টি আসনে ভোট রয়েছে । দুপুর 1টা পর্যন্ত 33.10 শতাংশ ভোট পড়েছে । অন্যদিকে , বিহারের লখিসরাই জেলার বালগুদার গ্রামে ভোটাররা নির্বাচন বর্জন করেছেন । তাই 115 নম্বর বুথ কার্যত ফাঁকা ।

এই দফায় ভোটের ময়দানে লড়ছেন 1 হাজার 66 জন প্রার্থী । তাঁদের মধ্যে 114 জন মহিলা । দেশজুড়ে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার বড় কোনও নির্বাচন হচ্ছে দেশে । কোরোনার সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে । বিধানসভা নির্বাচনের জন্য 7 লাখ স্যানিটাইজ়ারের বোতল, 46 লাখ মাস্ক, 6 লাখ PPE কিট, 6 লাখ 70 হাজার ফেস শিল্ড ও 23 লাখ জোড়া গ্লাভসের ব্যবস্থা রাখার কথা নির্বাচন কমিশনের ।

Bihar Assembly Election 2020
ভোটের আগে একটি কেন্দ্র স্যানিটাইজ় করা হচ্ছিল

নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রয়েছে কড়া সতর্কতা । তিন দফার ভোটের জন্য সবমিলিয়ে প্রায় 30 হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিহারে পাঠানো হয়েছে । ঔরঙ্গাবাদ, গয়া, নওদা, জামুই ও লখিসরাই জেলার মাওবাদী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলির জন্য 1200 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । ইতিমধ্যেই ঔরঙ্গাবাদের ধীবরা এলাকা থেকে দু'টি বিস্ফোরক উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী ।

Bihar Assembly Election 2020
যথাযথ সুরক্ষাবিধি মানা হচ্ছে কেন্দ্রগুলিতে

অন্যদিকে , কোরোনা সংক্রমণ রুখতে যে পদক্ষেপ করা হয়েছে , তা মেনেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে । গয়ার একটি ভোটকেন্দ্রে প্রত্যেকে মাস্ক ও গ্লাভস পরে ভোটের ডিউটি করছেন । স্যানিটাইজ়ারও ব্যবহার করা হচ্ছে ।

Bihar Assembly Election 2020
গয়ার একটি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ

ভোটের লড়াইয়ের একদিকে রয়েছে BJP, JD(U)-এর নেতৃত্বে NDA জোট । LJP-ও জোটে রয়েছে । কিন্তু বিহারে একলা চলার নীতি নিয়েছেন চিরাগ পাসওয়ান । NDA জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার । মূলত , সেই কারণেই সরে দাঁড়িয়েছেন চিরাগ পাসওয়ান । অন্যদিকে রয়েছে RJD-বাম-কংগ্রেস মহাজোট । মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ।

Bihar Assembly Election 2020
ভোটাররা নির্বাচন বর্জন করায় 115 নম্বর বুথ কার্যত ফাঁকা

প্রথম দফার ভোটে ময়দানে নেমেছেন নীতীশ কুমারের মন্ত্রিসভার আধ ডজন হেভিওয়েট । তালিকায় রয়েছেন কৃষ্ণনন্দন বর্মা, প্রেম কুমার, জয়কুমার সিং, সন্তোষকুমার নিরালা, বিজয় সিনহা এবং রামনারায়ণ মণ্ডলের মতো মন্ত্রীরা । ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধে সাতটা পর্যন্ত ।

মোট তিন দফায় হবে ভোটগ্রহণ । আজ প্রথম দফা । দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে যথাক্রমে 3 ও 7 নভেম্বর । গণনা হবে 10 নভেম্বর ।

Last Updated : Oct 28, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.