ETV Bharat / bharat

খুচরো ব্র্যান্ডের বিদেশি বিনিয়োগ বাড়াতে নিয়ম শিথিল, বিনিয়োগ ডিজিটাল মিডিয়াতেও - ডিজিটাল মিডিয়ায় 26 শতাংশ বিদেশি বিনিয়োগ

খুচরো ব্র্যান্ডের বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র ৷ এছাড়াও ডিজিটাল মিডিয়াতে 26 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্র ৷

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী
author img

By

Published : Aug 28, 2019, 7:40 PM IST

Updated : Aug 28, 2019, 9:11 PM IST

দিল্লি, 28 অগাস্ট : যে ব্র্যান্ডগুলি খুচরো ব্যবসা করছে তাদের জন্য বিদেশি বিনিয়োগের নিয়ম শিথিল করল কেন্দ্র ৷ একথা জানান কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ৷ এছাড়াও, ডিজিটাল মিডিয়ায় 26 শতাংশ বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ৷ দাবি করেন, গত আর্থিকবর্ষে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ হয়েছে ৷ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তাই বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের নিয়ম শিথিল করা হচ্ছে ৷ ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে ৷ বাণিজ্যমন্ত্রী বলেন, "ভারতকে উৎপাদন হাব বানানোর সম্ভাবনা দেখি ৷ "

একনজরে দেখে নেওয়া যাক বিদেশে বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত -

  • যে ব্র্যান্ডগুলি খুচরো ব্যবসা করত তাদের ক্ষেত্রে আগে 30 শতাংশ ভারত থেকে স্থানীয় সোর্সিংয়ের প্রয়োজন হত ৷ সেই নিয়ম শিথিল করা হয়েছে ৷ অর্থনৈতিক মহলের বক্তব্য, এর ফলে সংস্থাগুলি সহজে কাজ করতে পারবে ৷ পাশাপাশি, স্থায়ী দোকান স্থাপনের আগেই অনলাইনে খুচরো ব্যবসা করতে পারবে ৷
  • অটোমেটিক রুটে কয়লা খননের ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগ করতে পারবে ৷
  • ডিজিটাল মিডিয়ায় 26 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে ৷
  • চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে 100 শতাংশই বিদেশি বিনিয়োগ করা যাবে ৷

দিল্লি, 28 অগাস্ট : যে ব্র্যান্ডগুলি খুচরো ব্যবসা করছে তাদের জন্য বিদেশি বিনিয়োগের নিয়ম শিথিল করল কেন্দ্র ৷ একথা জানান কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ৷ এছাড়াও, ডিজিটাল মিডিয়ায় 26 শতাংশ বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ৷ দাবি করেন, গত আর্থিকবর্ষে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ হয়েছে ৷ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তাই বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের নিয়ম শিথিল করা হচ্ছে ৷ ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে ৷ বাণিজ্যমন্ত্রী বলেন, "ভারতকে উৎপাদন হাব বানানোর সম্ভাবনা দেখি ৷ "

একনজরে দেখে নেওয়া যাক বিদেশে বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত -

  • যে ব্র্যান্ডগুলি খুচরো ব্যবসা করত তাদের ক্ষেত্রে আগে 30 শতাংশ ভারত থেকে স্থানীয় সোর্সিংয়ের প্রয়োজন হত ৷ সেই নিয়ম শিথিল করা হয়েছে ৷ অর্থনৈতিক মহলের বক্তব্য, এর ফলে সংস্থাগুলি সহজে কাজ করতে পারবে ৷ পাশাপাশি, স্থায়ী দোকান স্থাপনের আগেই অনলাইনে খুচরো ব্যবসা করতে পারবে ৷
  • অটোমেটিক রুটে কয়লা খননের ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগ করতে পারবে ৷
  • ডিজিটাল মিডিয়ায় 26 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে ৷
  • চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে 100 শতাংশই বিদেশি বিনিয়োগ করা যাবে ৷
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
PETITION.PARLIAMENT.UK - AP CLIENTS ONLY
Internet - 28 August 2019
1. TIMELAPSE of petition website, showing 15,671 signatures added between 1238-1247GMT
STORYLINE:
A public petition calling for a halt to the planned suspension of Britain's parliament smashed the 100,000 threshold on Wednesday - less than three hours after the UK prime minister Boris Johnson announced the move.
The petition on parliament's website needed that amount of signatories to force a debate in the House of Commons.
At 1247GMT, the total number of signatures stood at 215,718 and continued to climb.
==========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Aug 28, 2019, 9:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.