ETV Bharat / bharat

370 ধারা প্রসঙ্গে লোকসভায় অধীরের ভূমিকায় রুষ্ট সোনিয়া ! - 370A

জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির ভূমিকায় নাকি ক্ষুব্ধ সভানেত্রী সনিয়া গান্ধি

অধীরের উপর ক্ষিপ্ত সনিয়া
author img

By

Published : Aug 6, 2019, 3:27 PM IST

Updated : Aug 6, 2019, 3:59 PM IST

দিল্লি, 6 অগাস্ট : লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির ভূমিকায় নাকি ক্ষুব্ধ সভানেত্রী সনিয়া গান্ধি ৷ আজ লোকসভায় অধীর যখন তাঁর বক্তব্য পেশ করছিলেন, তখনই সনিয়ার হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি কতটা বিরক্ত৷ যদিও কংগ্রেসের তরফে সরকারিভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

আজ লোকসভায় বিল পেশের পরই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ প্রশ্ন তোলেন, জম্মু ও কাশ্মীর ইশু রাষ্ট্রসংঘ এখনও সমাধান করেনি ৷ 1948 থেকে রাষ্ট্রসংঘ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ তাহলে একে কেন অভ্যন্তরীণ বিষয় বলছেন ?

তখনই অধীরের দিকে কড়া দৃষ্টিতে তাকান সনিয়া ৷ রীতিমতো হাত নাড়িয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন ৷ টিভিতে সেই ঘটনা রীতিমতো ভাইরাল হয় ৷ সূত্রের দাবি, সেই ঘটনাই প্রমাণ করেছে অধীরের উপর কতটা রুষ্ট দলনেত্রী ৷

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু জল্পনা

যদিও এরপরই বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ শুরু করে এবং জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন জম্মু ও কাশ্মীর বলছি তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই-চিনও রয়েছে ৷"

আরও পড়ুন : নিয়ম মেনেই কি জম্মু ও কাশ্মীর ভাগ? অমিতের কাছে জবাব চাইলেন অধীর

দিল্লি, 6 অগাস্ট : লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির ভূমিকায় নাকি ক্ষুব্ধ সভানেত্রী সনিয়া গান্ধি ৷ আজ লোকসভায় অধীর যখন তাঁর বক্তব্য পেশ করছিলেন, তখনই সনিয়ার হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি কতটা বিরক্ত৷ যদিও কংগ্রেসের তরফে সরকারিভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

আজ লোকসভায় বিল পেশের পরই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ প্রশ্ন তোলেন, জম্মু ও কাশ্মীর ইশু রাষ্ট্রসংঘ এখনও সমাধান করেনি ৷ 1948 থেকে রাষ্ট্রসংঘ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ তাহলে একে কেন অভ্যন্তরীণ বিষয় বলছেন ?

তখনই অধীরের দিকে কড়া দৃষ্টিতে তাকান সনিয়া ৷ রীতিমতো হাত নাড়িয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন ৷ টিভিতে সেই ঘটনা রীতিমতো ভাইরাল হয় ৷ সূত্রের দাবি, সেই ঘটনাই প্রমাণ করেছে অধীরের উপর কতটা রুষ্ট দলনেত্রী ৷

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু জল্পনা

যদিও এরপরই বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ শুরু করে এবং জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন জম্মু ও কাশ্মীর বলছি তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই-চিনও রয়েছে ৷"

আরও পড়ুন : নিয়ম মেনেই কি জম্মু ও কাশ্মীর ভাগ? অমিতের কাছে জবাব চাইলেন অধীর

New Delhi, Aug 06 (ANI): It has been 25 years since Salman Khan and Madhuri Dixit-starrer 'Hum Aapke Hain Koun' hit the big screens. And the film still manages to bring a smile on our faces. The cult classic wasn't a mere film but a rich source of inspiration for people of all age groups. It also brought about a revolution in Indian weddings in the 90s. As the film completed a milestone today, Madhuri took a walk down the memory lane and shared a special video in which she can be seen recreating her famous "Uh-hu, Uh-hu" moment. She shared the short clip celebrating 25 years of the film on her Instagram handle. 'Hum Aapke Hain Koun' was a modern take on the 1982 film 'Nadiya Ke Paar'. It was the first Indian film to gross Rs 100 crore at the box office. 'Hum Aapke Hain Koun' won 13 Filmfare Awards, which included those for Best Film, Best Director and Best Actress. The blockbuster became a turning point in Madhuri and Salman's careers. Madhuri, who played the role of Nisha in the 1994 Sooraj Barjatya-directorial, was romantically paired opposite Salman's character (Prem). Madhuri played Renuka's younger sister in the film. The cult classic also featured Mohnish Bahl, Alok Nath and Bindu among others.
Last Updated : Aug 6, 2019, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.