ETV Bharat / bharat

সোমবার থেকে কাশ্মীরে খুলবে স্কুল-কলেজ; আংশিক চালু টেলিফোন, ইন্টারনেট

13 দিনে পা রাখল কারফিউ ৷ সংবিধানের ধারা রদবদলের পর কেমন আছে কাশ্মীর, এই প্রশ্নটা আসছে ঘুরেফিরে ৷

13 দিনে পা রাখল কারফিউ ৷ সংবিধানের ধারা রদবদলের পর কেমন আছে কাশ্মীর, এই প্রশ্নটা আসছে ঘুরেফিরে ৷
author img

By

Published : Aug 17, 2019, 8:20 AM IST

Updated : Aug 17, 2019, 3:14 PM IST

শ্রীনগর, 17 অগাস্ট: পেরিয়ে গিয়েছে 13 দিন ৷ কাশ্মীরে এখনও জারি রয়েছে কারফিউ ৷ এরই মধ্যে, ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিল প্রশাসন ।

অল ইন্ডিয়া রেডিয়ো-র মাধ্যমে ঘোষণা করে কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল আগেই ৷ সেইমতোই সরকারি দপ্তর খুলে গিয়েছে গতকাল ৷ সোমবার থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খুলছে ৷ এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন। শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা।

5 অগাস্টের পর যে কড়াকড়ি ছিল গতিবিধিতে, তা ধীরে ধীরে শিথিল হচ্ছে, একথাই জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে এ নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও ।

ল্যান্ডলাইন টেলিফোন পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্নের উত্তরে সুব্রহ্মণ্যম বলেন, '' এক্সচেঞ্জ অনুযায়ী, পরপর সেগুলি চালু করা হবে ৷ '' অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত পাকিস্তানের অভিযোগ নিয়ে গতকালই রুদ্ধদ্বার বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । প্রশাসনের বক্তব্য, 5 অগাস্ট থেকে দোকান, ব্যবসাপত্র, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল সঙ্গত কারণেই ৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর ৷ জম্মু, রিয়াসি. সাম্বা, কাঠুয়া ও উধমপুরে 2জি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে বলে খবর৷

ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের তরফে বারবারই নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ করার চেষ্টা করা হচ্ছে । সঙ্গে এ-ও দাবি করা হয়েছে যে, বিশ্বের দরবারে পাকিস্তান কাশ্মীর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে যে কোনও সময়ে যা কিছুই ঘটাতে পারে । তাই প্রতি মুহূর্তেই সতর্কতা বজায় রাখছে প্রশাসন ৷

শ্রীনগর, 17 অগাস্ট: পেরিয়ে গিয়েছে 13 দিন ৷ কাশ্মীরে এখনও জারি রয়েছে কারফিউ ৷ এরই মধ্যে, ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিল প্রশাসন ।

অল ইন্ডিয়া রেডিয়ো-র মাধ্যমে ঘোষণা করে কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল আগেই ৷ সেইমতোই সরকারি দপ্তর খুলে গিয়েছে গতকাল ৷ সোমবার থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খুলছে ৷ এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন। শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা।

5 অগাস্টের পর যে কড়াকড়ি ছিল গতিবিধিতে, তা ধীরে ধীরে শিথিল হচ্ছে, একথাই জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে এ নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও ।

ল্যান্ডলাইন টেলিফোন পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্নের উত্তরে সুব্রহ্মণ্যম বলেন, '' এক্সচেঞ্জ অনুযায়ী, পরপর সেগুলি চালু করা হবে ৷ '' অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত পাকিস্তানের অভিযোগ নিয়ে গতকালই রুদ্ধদ্বার বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । প্রশাসনের বক্তব্য, 5 অগাস্ট থেকে দোকান, ব্যবসাপত্র, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল সঙ্গত কারণেই ৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর ৷ জম্মু, রিয়াসি. সাম্বা, কাঠুয়া ও উধমপুরে 2জি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে বলে খবর৷

ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের তরফে বারবারই নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ করার চেষ্টা করা হচ্ছে । সঙ্গে এ-ও দাবি করা হয়েছে যে, বিশ্বের দরবারে পাকিস্তান কাশ্মীর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে যে কোনও সময়ে যা কিছুই ঘটাতে পারে । তাই প্রতি মুহূর্তেই সতর্কতা বজায় রাখছে প্রশাসন ৷

Pithoragarh (Uttarakhand), Aug 17 (ANI): A 57-year-old man has died in Gunji area due to a cardiac arrest while he was on the pilgrimage to Kailash Mansarovar. The deceased has been identified as Manohar Dubey, a resident of Madhya Pradesh. Dubey was a part of the 16th batch of the pilgrimage which was in Gunji when the incident took place. The body has been sent for post mortem and will be later handed over to the family of the deceased.
Last Updated : Aug 17, 2019, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.